ETV Bharat / state

কেন্দ্রীয় রেশনের সঠিক বণ্টনের দাবিতে BDO-র কাছে অভিযোগ BJP-র - bdo

কেন্দ্রের দেওয়া রেশনসামগ্রী জেলায় ঠিকমত বণ্টন করার দাবিতে BDO-র কাছে অভিযোগ দায়ের BJP-র ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 24, 2020, 7:44 AM IST


বালুরঘাট, 24 এপ্রিল: কেন্দ্রের দেওয়া রেশনসামগ্রী জেলাতে ঠিকমত বণ্টন করা হচ্ছে না । এছাড়াও রেশন নিয়ে অভিযোগ উঠছে নানা দুর্নীতির । এই সব অভিযোগে গতকাল ভারতীয় জনতা পার্টির বালুরঘাট গ্রামীণ মণ্ডলের পক্ষ থেকে শহরের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় ।

সংগঠনের চার প্রতিনিধি এসে 8 দফার দাবিতে স্মারকলিপি জমা দেন । যেখানে ছিলেন BJP-র সাধারণ সম্পাদক বাপি সরকার, বালুরঘাট মণ্ডল কমিটির সভাপতি সুভাষ সরকার সহ অন্যান্য নেতৃত্বরা । এছাড়ও বালুরঘাটের পাশাপাশি অন্যান্য ব্লকেও সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে একই দাবিতে ডেপুটেশন দেয় BJP ।

বালুরঘাট গ্রামীণ মণ্ডলের পক্ষ থেকে BJP-র জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার জানান, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার যে সমস্ত খাদ্যসামগ্রী দেওয়ার কথা ঘোষণা করেছেন, তার 1 মাস প্রায় হতে চলল । কিন্তু এখনও পর্যন্ত কোনও রেশনসামগ্রী গরিব মানুষ পায়নি । এর পাশপাশি ভারতীয় জনতা পার্টির যে সকল জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন তাঁদেরকে সরকারি কাজ করবার সুযোগ করে দিতে হবে । এসব দাবিকে সামনে রেখে বালুরঘাট সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি দেওয়া হল ।


বালুরঘাট, 24 এপ্রিল: কেন্দ্রের দেওয়া রেশনসামগ্রী জেলাতে ঠিকমত বণ্টন করা হচ্ছে না । এছাড়াও রেশন নিয়ে অভিযোগ উঠছে নানা দুর্নীতির । এই সব অভিযোগে গতকাল ভারতীয় জনতা পার্টির বালুরঘাট গ্রামীণ মণ্ডলের পক্ষ থেকে শহরের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় ।

সংগঠনের চার প্রতিনিধি এসে 8 দফার দাবিতে স্মারকলিপি জমা দেন । যেখানে ছিলেন BJP-র সাধারণ সম্পাদক বাপি সরকার, বালুরঘাট মণ্ডল কমিটির সভাপতি সুভাষ সরকার সহ অন্যান্য নেতৃত্বরা । এছাড়ও বালুরঘাটের পাশাপাশি অন্যান্য ব্লকেও সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে একই দাবিতে ডেপুটেশন দেয় BJP ।

বালুরঘাট গ্রামীণ মণ্ডলের পক্ষ থেকে BJP-র জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার জানান, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার যে সমস্ত খাদ্যসামগ্রী দেওয়ার কথা ঘোষণা করেছেন, তার 1 মাস প্রায় হতে চলল । কিন্তু এখনও পর্যন্ত কোনও রেশনসামগ্রী গরিব মানুষ পায়নি । এর পাশপাশি ভারতীয় জনতা পার্টির যে সকল জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন তাঁদেরকে সরকারি কাজ করবার সুযোগ করে দিতে হবে । এসব দাবিকে সামনে রেখে বালুরঘাট সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি দেওয়া হল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.