ETV Bharat / state

বালুরঘাটে দলীয় কর্মীদের ফোঁটা দিলেন BJP মহিলা মোর্চার সদস্যরা - বালুরঘাটে BJP -র খবর

BJP নেতা ও কর্মীদের পাশাপাশি রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে তৃণমূল যুবর নেতাদেরও ফোঁটা দেন BJP মহিলা মোর্চার সদস্যরা ।

BJP party office 0f Balurghat
ছবি
author img

By

Published : Nov 16, 2020, 11:04 PM IST

বালুরঘাট, 16 নভেম্বর : বালুরঘাটে দলীয় কার্যালয়ে BJP নেতাদের ফোঁটা দিলেন BJP মহিলা মোর্চার জেলা সভানেত্রী স্মৃতিকণা দাস । BJP নেতা ও কর্মীদের পাশাপাশি রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে তৃণমূল যুবর নেতাদেরও ফোঁটা দেন BJP মহিলা মোর্চার সদস্যরা । আজকের ভাইফোঁটার অনুষ্ঠানে জেলা সভানেত্রীর পাশাপাশি হাজির ছিলেন পূর্ণিমা মহন্ত-সহ অন্যান্য নেত্রীরা ।

আজ ভ্রাতৃদ্বিতীয়া । ভাইদের শুভকামনায় সারা দেশের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলায় সাড়ম্বরে অনুষ্ঠিত হয় । তবে কোরোনা আবহের জন্য এবার জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়নি ভাইফোঁটা ৷ বাড়িতে বাড়িতেই অনুষ্ঠিত হয় ভাইফোঁটা । আজ বালুরঘাটে BJP-র কার্যালয়ে দলের জেলা সভাপতি বিনয়কুমার বর্মন, যুব মোর্চার জেলা সভাপতি অভিষেক সেনগুপ্ত-সহ অন্যান্য নেতা ও কর্মীদের ফোঁটা দেন BJP মহিলা মোর্চার সদস্যরা । বালুরঘাটের পাশাপাশি গঙ্গারামপুরের দলীয় কার্যালয়ের ভাইফোঁটা পালন করেন মহিলা মোর্চার সদস্যরা। ফোঁটা দেওয়া হয় পুলিশকর্মীদেরও ।

BJP মহিলা মোর্চার সভানেত্রী স্মৃতিকণা দাস জানান, "2021 সালের বিধানসভা যুদ্ধে যাতে জয়ী হয় এবং জেলার দাদা ও ভাইরা সকলে অক্ষত থাকে সেই মঙ্গল কামনায় আজ ফোঁটা দেওয়া হয়েছে । সকলের দীর্ঘায়ু কামনা করা হয়েছে । "

বালুরঘাট, 16 নভেম্বর : বালুরঘাটে দলীয় কার্যালয়ে BJP নেতাদের ফোঁটা দিলেন BJP মহিলা মোর্চার জেলা সভানেত্রী স্মৃতিকণা দাস । BJP নেতা ও কর্মীদের পাশাপাশি রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে তৃণমূল যুবর নেতাদেরও ফোঁটা দেন BJP মহিলা মোর্চার সদস্যরা । আজকের ভাইফোঁটার অনুষ্ঠানে জেলা সভানেত্রীর পাশাপাশি হাজির ছিলেন পূর্ণিমা মহন্ত-সহ অন্যান্য নেত্রীরা ।

আজ ভ্রাতৃদ্বিতীয়া । ভাইদের শুভকামনায় সারা দেশের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলায় সাড়ম্বরে অনুষ্ঠিত হয় । তবে কোরোনা আবহের জন্য এবার জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়নি ভাইফোঁটা ৷ বাড়িতে বাড়িতেই অনুষ্ঠিত হয় ভাইফোঁটা । আজ বালুরঘাটে BJP-র কার্যালয়ে দলের জেলা সভাপতি বিনয়কুমার বর্মন, যুব মোর্চার জেলা সভাপতি অভিষেক সেনগুপ্ত-সহ অন্যান্য নেতা ও কর্মীদের ফোঁটা দেন BJP মহিলা মোর্চার সদস্যরা । বালুরঘাটের পাশাপাশি গঙ্গারামপুরের দলীয় কার্যালয়ের ভাইফোঁটা পালন করেন মহিলা মোর্চার সদস্যরা। ফোঁটা দেওয়া হয় পুলিশকর্মীদেরও ।

BJP মহিলা মোর্চার সভানেত্রী স্মৃতিকণা দাস জানান, "2021 সালের বিধানসভা যুদ্ধে যাতে জয়ী হয় এবং জেলার দাদা ও ভাইরা সকলে অক্ষত থাকে সেই মঙ্গল কামনায় আজ ফোঁটা দেওয়া হয়েছে । সকলের দীর্ঘায়ু কামনা করা হয়েছে । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.