বালুরঘাট, 20 মার্চ :কোরোনা নিয়ে আতঙ্কিত গোটা বিশ্ব ৷ কিন্তু কোরোনা মোকাবিলায় সর্তকতার অবলম্বনের কোন চিহ্ন নেই বালুরঘাট স্টেট ব্যাঙ্কে ৷ নেই হ্যান্ড স্যানিটাইজার ৷ মাস্ক নেই কর্মীদেরও ৷ আতঙ্কের মধ্যেই ব্যাঙ্কের কাজকর্ম সারতে হচ্ছে গ্রাহকদের ।
কোরোনা মোকাবিলায় ভিড় এড়ানোর পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য আধিকারিকরা । ইতিমধ্যে স্কুল, কলেজ, শপিংমল সহ প্রেক্ষাগৃহ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে । কোরোনা রুখতে প্রত্যেক সরকারি দপ্তর সচেতন রয়েছে । অফিসে আসা সকলকে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে । তবে এমন পরিস্থিতিতে উল্টো চিত্র বালুরঘাটের এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের । ভারতীয় স্টেট ব্যাঙ্কে গ্রাহকদের ভিড় থাকলেও নেওয়া হয়নি কোন রকম সর্তকতা মূলক ব্যবস্থা । যার ফলে গ্রাহকদের মধ্যে ক্ষোভ বাড়ছে । যদিও এবিষয়ে ক্যামেরার সামনে কিছুই বলতে চায়নি ব্যাঙ্ক কর্তৃপক্ষ ।
বালুরঘাট পৌরসভার পাশেই রয়েছে ভারতীয় স্টেট ব্যাঙ্কে । কোরোনা আতঙ্কের মধ্যেও মাসের তৃতীয় সপ্তাহে ব্যাপক ভিড় হচ্ছে ব্যাঙ্কে । এদিকে কোরোনা মোকাবিলায় গোটা বিশ্বে সতর্কতা জারি হলেও এই স্টেট ব্যাঙ্কে নেই কোনওরকম হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা। এমনকী, কর্মীদেরও দেওয়া হয়নি মাস্কও। শুক্রবার সকাল থেকেই বালুরঘাট স্টেট ব্যাঙ্কে গ্রাহকদের প্রচুর ভিড় ছিল । টাকা তুলতে ও জমা দিতে কাউন্টারে কাউন্টারে মানুষের লম্বা লাইন পড়ে যায় । এমনিতেই ভিড় তার মধ্যে ব্যাঙ্কে প্রবেশর মুখে হ্যান্ড স্যানিটাইজার না থাকায় মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয় ।
এবিষয়ে ব্যাঙ্কে আসা অনুপমা চক্রবর্তী ও প্রবীর কুমার দাস জানান, একরকম নিরুপায় হয়ে তাদের ব্যাঙ্কে আসতে হচ্ছে । ব্যাঙ্কে এসে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে । কোরোনা রুখতে সব জায়গায় হ্যান্ড স্যানিটাইজেশন শুরু হয়েছে । কিন্তু এখানে এসে দেখি হাত ধোয়ার কোন ব্যবস্থা নেই । এত মানুষের ভিড়ে একটু ভয় লাগছে । সরকারি নির্দেশিকাতেও বলা হয়েছে সরকারি অফিস ও দপ্তরগুলিতে হাত ধোয়ার ব্যবস্থা করতে হবে । কিন্তু এখানে এত মানুষ । তবুও কোন কিছুই নেই ।
যদিও এবিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কিছু বলতে চায়নি । ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেন ব্যাঙ্ক ম্যানেজার।