ETV Bharat / state

দূরে সরে গেছিল সংখ্যালঘুদের একাংশ, পাশে পেতে মিটিং অর্পিতার - lower caste

দক্ষিণ দিনাজপুর বংশীহারী ব্লকের বাতাসকুড়ি এলাকায় সংখ্যালঘুদের সাথে মিটিং করেন তিনি। উপস্থিত ছিলেন তৃণমূলের SC, ST, OBC সেলের সভাপতি সত্যেন রায়, তৃণমূল নেতা বাচ্চু হাঁসদা ও SC, ST, OBC সেলের সদস্যরা।

অর্পিতা ঘোষ
author img

By

Published : Apr 2, 2019, 12:02 PM IST

Updated : Apr 2, 2019, 3:59 PM IST

বংশীহারী, 2 এপ্রিল : "সংখ্যালঘুদের পাশে আছে তৃণমূল সরকার। বিপুল ভোটে তৃণমূলকে জিতিয়ে ক্ষমতায় আনুন।" গতকাল বংশীহারীতে সংখ্যালঘুদের সাথে বৈঠকে একথা বললেন বালুরঘাটের তৃণমূল প্রার্থী তথা এই কেন্দ্রের বিদায়ী সাংসদ অর্পিতা ঘোষ। সংখ্যালঘু সম্প্রদায়ের সমর্থন পেতে রাজবংশীদের কাছে প্রচার বালুরঘাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষের। গতকাল দক্ষিণ দিনাদপুর বংশীহারী ব্লকের বাতাসকুড়ি এলাকায় মিটিং করেন তিনি। উপস্থিত ছিলেন তৃণমূলের SC, ST, OBC সেলের সভাপতি সত্যেন রায়, তৃণমূল নেতা বাচ্চু হাঁসদা ও SC, ST, OBC সেলের সদস্যরা। পিছিয়ে পড়া এই সম্প্রদায়কে ভোটের সময় পাশে পেতে একাধিক উন্নয়নমূলক বিষয় তুলে ধরেন অর্পিতা। নিজের কাজের খতিয়ান দেখিয়ে নতুন ভোটে জিতে আসলে আরও কাজের প্রতিশ্রুতি দেন তিনি।

এবিষয়ে অর্পিতা ঘোষ বলেন, "তৃণমূলের SC, ST, OBC সেলের সভাপতি সত্যেনদা বলেছিলেন অনেকে আমার সাথে কথা বলতে চায়। সেই মতো আজ আমি রাজবংশীদের সাথে মিটিং করি। তাদের সমস্যাগুলো তারা আমায় জানায়। তাদের মধ্যে কেউ তৃণমূলে আছেন আবার কেউ নেই। কেউ কেউ একটু দূরে সরে গেছে কিন্তু চিন্তা করবেন না আমরা জিতবই। তৃণমূল কংগ্রেস আসবেই।"

"বালুরঘাট লোকসভা কেন্দ্রে সার্বিক উন্নয়নের জন্য একমাত্র বিকল্প তৃণমূল কংগ্রেস।" এই বলে বাচ্চু হাঁসদা আদিবাসীদের জন্য উন্নয়নমূলক বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরেন। তিনি তৃণমূলকে জেতানোর জন্য সকলের কাছে আবেদন জানান। এছাড়াও সত্যেন রায় বলেন, "রাজবংশী ভাষায় পড়াশোনা করার সুযোগ পাচ্ছে রাজবংশী ছাত্রছাত্রীরা। এছাড়াও পড়াশোনার জন্য বিশেষ ভাতা ও যুবক-যুবতিদের জন্য নানা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এবারে তারা যদি তৃণমূলকে জেতায় তাহলে আরও উন্নয়ন হবে।"

বংশীহারী, 2 এপ্রিল : "সংখ্যালঘুদের পাশে আছে তৃণমূল সরকার। বিপুল ভোটে তৃণমূলকে জিতিয়ে ক্ষমতায় আনুন।" গতকাল বংশীহারীতে সংখ্যালঘুদের সাথে বৈঠকে একথা বললেন বালুরঘাটের তৃণমূল প্রার্থী তথা এই কেন্দ্রের বিদায়ী সাংসদ অর্পিতা ঘোষ। সংখ্যালঘু সম্প্রদায়ের সমর্থন পেতে রাজবংশীদের কাছে প্রচার বালুরঘাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষের। গতকাল দক্ষিণ দিনাদপুর বংশীহারী ব্লকের বাতাসকুড়ি এলাকায় মিটিং করেন তিনি। উপস্থিত ছিলেন তৃণমূলের SC, ST, OBC সেলের সভাপতি সত্যেন রায়, তৃণমূল নেতা বাচ্চু হাঁসদা ও SC, ST, OBC সেলের সদস্যরা। পিছিয়ে পড়া এই সম্প্রদায়কে ভোটের সময় পাশে পেতে একাধিক উন্নয়নমূলক বিষয় তুলে ধরেন অর্পিতা। নিজের কাজের খতিয়ান দেখিয়ে নতুন ভোটে জিতে আসলে আরও কাজের প্রতিশ্রুতি দেন তিনি।

এবিষয়ে অর্পিতা ঘোষ বলেন, "তৃণমূলের SC, ST, OBC সেলের সভাপতি সত্যেনদা বলেছিলেন অনেকে আমার সাথে কথা বলতে চায়। সেই মতো আজ আমি রাজবংশীদের সাথে মিটিং করি। তাদের সমস্যাগুলো তারা আমায় জানায়। তাদের মধ্যে কেউ তৃণমূলে আছেন আবার কেউ নেই। কেউ কেউ একটু দূরে সরে গেছে কিন্তু চিন্তা করবেন না আমরা জিতবই। তৃণমূল কংগ্রেস আসবেই।"

"বালুরঘাট লোকসভা কেন্দ্রে সার্বিক উন্নয়নের জন্য একমাত্র বিকল্প তৃণমূল কংগ্রেস।" এই বলে বাচ্চু হাঁসদা আদিবাসীদের জন্য উন্নয়নমূলক বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরেন। তিনি তৃণমূলকে জেতানোর জন্য সকলের কাছে আবেদন জানান। এছাড়াও সত্যেন রায় বলেন, "রাজবংশী ভাষায় পড়াশোনা করার সুযোগ পাচ্ছে রাজবংশী ছাত্রছাত্রীরা। এছাড়াও পড়াশোনার জন্য বিশেষ ভাতা ও যুবক-যুবতিদের জন্য নানা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এবারে তারা যদি তৃণমূলকে জেতায় তাহলে আরও উন্নয়ন হবে।"

sample description
Last Updated : Apr 2, 2019, 3:59 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.