ETV Bharat / state

গঙ্গারামপুরে তেলের মিলে আগুন - গঙ্গারামপুর

গঙ্গারামপুরে এক তেলের মিলে আগুন ৷ দমকলের 2টি ইঞ্জিনের চেষ্ঠায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 13, 2020, 10:05 AM IST

গঙ্গারামপুর, 13 জুন : গঙ্গারামপুরে একটি তেলের মিলে আগুন লাগল । গতকাল রাত 8টা নাগাদ এই আগুন লাগে । ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ।

পৌরসভার ভোদনপাড়া এলাকার বাসিন্দা অশোক জোয়াদ্দার শহরের একজন বিশিষ্ট ব্যবসায়ী । প্রতিদিন তাঁর তেলের মিলে কাজ করেন প্রচুর শ্রমিক । কিন্তু কোরোনা ভাইরাসের জেরে এখন কর্মী কম আসায় অনেক রাত পর্যন্ত কাজ চলে তেলের । গতকাল রাতে এলাকাবাসীরা লক্ষ করে অশোক জোয়াদ্দারের তেল মিলে আগুন লেগে গেছে ।খবর দেওয়া হয় তেল মালিক এবং দমকলকে । দমকলের দু'টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে । তারা মনে করছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে ।

এই বিষয়ে এলাকাবাসী বাপ্পা সরকার জানান, “ আমরা বাড়ির বাইরে বেরিয়েছিলাম । হঠাৎ দেখি অশোক জোয়াদ্দারের বাড়ির তেলের মিল থেকে আগুন বের হচ্ছে । আমরা এলাকাবাসীরা খুব আতঙ্কের মধ্যে ছিলাম কারণ তেলের মিলের আসেপাশে প্রচুর বাড়ি-ঘর রয়েছে । সেগুলি পুড়ে যেতে পারত । দমকল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে ।" গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক দীপকুমার দাস জানিয়েছেন, এলাকার একটি তেলের মিলে আগুন লেগেছিল ।দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থানে পৌঁছায় । থানার পক্ষ থেকেও সেখানে যাওয়া হয় । কীভাবে আগুন লাগল সেই বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে ।

গঙ্গারামপুর, 13 জুন : গঙ্গারামপুরে একটি তেলের মিলে আগুন লাগল । গতকাল রাত 8টা নাগাদ এই আগুন লাগে । ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ।

পৌরসভার ভোদনপাড়া এলাকার বাসিন্দা অশোক জোয়াদ্দার শহরের একজন বিশিষ্ট ব্যবসায়ী । প্রতিদিন তাঁর তেলের মিলে কাজ করেন প্রচুর শ্রমিক । কিন্তু কোরোনা ভাইরাসের জেরে এখন কর্মী কম আসায় অনেক রাত পর্যন্ত কাজ চলে তেলের । গতকাল রাতে এলাকাবাসীরা লক্ষ করে অশোক জোয়াদ্দারের তেল মিলে আগুন লেগে গেছে ।খবর দেওয়া হয় তেল মালিক এবং দমকলকে । দমকলের দু'টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে । তারা মনে করছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে ।

এই বিষয়ে এলাকাবাসী বাপ্পা সরকার জানান, “ আমরা বাড়ির বাইরে বেরিয়েছিলাম । হঠাৎ দেখি অশোক জোয়াদ্দারের বাড়ির তেলের মিল থেকে আগুন বের হচ্ছে । আমরা এলাকাবাসীরা খুব আতঙ্কের মধ্যে ছিলাম কারণ তেলের মিলের আসেপাশে প্রচুর বাড়ি-ঘর রয়েছে । সেগুলি পুড়ে যেতে পারত । দমকল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে ।" গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক দীপকুমার দাস জানিয়েছেন, এলাকার একটি তেলের মিলে আগুন লেগেছিল ।দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থানে পৌঁছায় । থানার পক্ষ থেকেও সেখানে যাওয়া হয় । কীভাবে আগুন লাগল সেই বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.