ETV Bharat / state

প্রাক্তন আমলা ও শিক্ষকসহ শতাধিক যোগ BJP-তে - cpim

লোকসভা নির্বাচনের আগে বুনিয়াদপুরে BJP কার্যালয়ে রাজ্য সরকারের প্রাক্তন আমলা ও শিক্ষকসহ প্রায় কয়েকশো বাম কর্মী-সমর্থক দল ছেড়ে BJP-তে যোগ দেন।

প্রাক্তন আমলা ও শিক্ষকসহ শতাধিক যোগ BJP-তে
author img

By

Published : Mar 31, 2019, 8:36 AM IST

বুনিয়াদপুর, 31 মার্চ : লোকসভা নির্বাচন আসন্ন। আর নির্বাচনের মুখে গতকাল দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে BJP-তে যোগ দিলেন রাজ্য সরকারের প্রাক্তন আমলা শংকর তালুকদার ও বামপন্থী শিক্ষক বিপদতারণ কবিরাজ। সেইসঙ্গে বদলপুর এলাকার প্রায় কয়েকশো বাম কর্মী-সমর্থকও দল ছেড়ে BJP-তে যোগ দিয়েছেন।

গতকাল বুনিয়াদপুরের BJP কার্যালয়ে প্রাক-নির্বাচনী কর্মিসভায় উপস্থিত ছিলেন BJP জেলা সভাপতি শুভেন্দু সরকার। বুনিয়াদপুর পৌরসভার 4 ও 10 নম্বর ওয়ার্ডের ভোটার ও বদলপুর এলাকার সাধারণ মানুষও BJP-তে যোগদান করেন। শুভেন্দু সরকার তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন। তিনি জানান, বুনিয়াদপুর শহরের তিনজন প্রাক্তন সরকারি কর্মীসহ এলাকার সাধারণ মানুষও BJP-তে যোগদান করেন। শিক্ষক বিপদতারণ কবিরাজ আগে CPI(M)-এর বুথ কর্মী ছিলেন।

বুনিয়াদপুর, 31 মার্চ : লোকসভা নির্বাচন আসন্ন। আর নির্বাচনের মুখে গতকাল দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে BJP-তে যোগ দিলেন রাজ্য সরকারের প্রাক্তন আমলা শংকর তালুকদার ও বামপন্থী শিক্ষক বিপদতারণ কবিরাজ। সেইসঙ্গে বদলপুর এলাকার প্রায় কয়েকশো বাম কর্মী-সমর্থকও দল ছেড়ে BJP-তে যোগ দিয়েছেন।

গতকাল বুনিয়াদপুরের BJP কার্যালয়ে প্রাক-নির্বাচনী কর্মিসভায় উপস্থিত ছিলেন BJP জেলা সভাপতি শুভেন্দু সরকার। বুনিয়াদপুর পৌরসভার 4 ও 10 নম্বর ওয়ার্ডের ভোটার ও বদলপুর এলাকার সাধারণ মানুষও BJP-তে যোগদান করেন। শুভেন্দু সরকার তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন। তিনি জানান, বুনিয়াদপুর শহরের তিনজন প্রাক্তন সরকারি কর্মীসহ এলাকার সাধারণ মানুষও BJP-তে যোগদান করেন। শিক্ষক বিপদতারণ কবিরাজ আগে CPI(M)-এর বুথ কর্মী ছিলেন।

Intro:এন আর সি নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ জানালেন মন্ত্রী পূর্ণেন্দু বসু ।।

শনিবার ;৩০ মার্চ ;-শনিবার বিকেলে কুশমণ্ডির মহিষবাথান এলাকায় তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে সভা করেন রাজ্যের মন্ত্রী পুনেন্দু বসু এছাড়াও উপস্থিত ছিলেন কুশমণ্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি সুনন্দা বিশ্বাস,ও শঙ্কর চক্রবর্তী ।মুখোশ শিল্পের গ্রাম মহিষবাথানে রাজ্যের মন্ত্রী পুনেন্দু বসু পৌঁছে সাধারণ মানুষের কাছে রাজ্যের উন্নয়ন মূলক কাজের খতিয়ান তুলে ধরেন। এই সভা থেকে মহিষবাথান মুখোশ শিল্পীরা রাজ্যের মন্ত্রীকে মুখোশ তুলেদেন।মুখোশ শিল্পীরা তাদের দীর্ঘদিনের হারানো গৌরব ফিরে পেয়েছেন রাজ্য সরকারের সাহায্যে। এবারে জেলা ও রাজ্যের উন্নয়ন করতে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান করেন। এলাকার তৃণমূল কর্মীদের মধ্যে যথেষ্ট উদ্দিপনা রয়েছে। জেলা জুড়ে প্রার্থীর প্রচারে তৃণমূল কর্মীরা নেমে পড়েছে সাথে রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা প্রচার করছেন প্রার্থীর হয়ে এবারেও আমরা বিপুল ভোটের ব্যবধানে জিতবো ।
পূর্ণেন্দু বসু তার বক্তব্যে এনআরসি নিয়ে গতকাল যে মন্তব্য করেছেন অমিত শাহ সেটাকেই ইস্যু করেন এবং তিনি বলেন যে যারা ওপার বাংলা থেকে এসেছেন তাদের কাছে অনেকের কাছে সঠিক কাগজপত্র হয়তো নেই তৃণমূলের জমনাতে তাদের কোনো চিন্তা নেই কিন্তু বিজেপি তাদেরকে ঘার ধরে বার করবে তেমনটাই ঘোষণা করেছে ।
গতকাল আলিপুরদুয়ারে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এর এনআরসি নিয়ে বক্তব্যের উপর আজ পূর্ণেন্দু বসু বললেন যে তৃণমূল এর ঘোরতর বিরোধী । বাংলা সর্ব ধর্ম কে নিয়ে চলা সর্ব জাতিকে নিয়ে চলার একটা সমাজ এখানে কোন রকম বিভেদ তারা করতে দেবেন না এবং সেখানে তারা এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বিজেপি যখনই বা
তৃণমূল এখানে এটা হতে দেবে না । কেউ আশ্রয়প্রার্থী যদি আশ্রয় নেয় তাকে বার করে দেওয়ার পক্ষপাতী তৃণমূল নয় তৃণমূল এর পক্ষে থাকবে ।।
Body:এন আর সি নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ জানালেন মন্ত্রী পূর্ণেন্দু বসু ।।

শনিবার ;৩০ মার্চ ;-শনিবার বিকেলে কুশমণ্ডির মহিষবাথান এলাকায় তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে সভা করেন রাজ্যের মন্ত্রী পুনেন্দু বসু এছাড়াও উপস্থিত ছিলেন কুশমণ্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি সুনন্দা বিশ্বাস,ও শঙ্কর চক্রবর্তী ।মুখোশ শিল্পের গ্রাম মহিষবাথানে রাজ্যের মন্ত্রী পুনেন্দু বসু পৌঁছে সাধারণ মানুষের কাছে রাজ্যের উন্নয়ন মূলক কাজের খতিয়ান তুলে ধরেন। এই সভা থেকে মহিষবাথান মুখোশ শিল্পীরা রাজ্যের মন্ত্রীকে মুখোশ তুলেদেন।মুখোশ শিল্পীরা তাদের দীর্ঘদিনের হারানো গৌরব ফিরে পেয়েছেন রাজ্য সরকারের সাহায্যে। এবারে জেলা ও রাজ্যের উন্নয়ন করতে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান করেন। এলাকার তৃণমূল কর্মীদের মধ্যে যথেষ্ট উদ্দিপনা রয়েছে। জেলা জুড়ে প্রার্থীর প্রচারে তৃণমূল কর্মীরা নেমে পড়েছে সাথে রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা প্রচার করছেন প্রার্থীর হয়ে এবারেও আমরা বিপুল ভোটের ব্যবধানে জিতবো ।
পূর্ণেন্দু বসু তার বক্তব্যে এনআরসি নিয়ে গতকাল যে মন্তব্য করেছেন অমিত শাহ সেটাকেই ইস্যু করেন এবং তিনি বলেন যে যারা ওপার বাংলা থেকে এসেছেন তাদের কাছে অনেকের কাছে সঠিক কাগজপত্র হয়তো নেই তৃণমূলের জমনাতে তাদের কোনো চিন্তা নেই কিন্তু বিজেপি তাদেরকে ঘার ধরে বার করবে তেমনটাই ঘোষণা করেছে ।
গতকাল আলিপুরদুয়ারে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এর এনআরসি নিয়ে বক্তব্যের উপর আজ পূর্ণেন্দু বসু বললেন যে তৃণমূল এর ঘোরতর বিরোধী । বাংলা সর্ব ধর্ম কে নিয়ে চলা সর্ব জাতিকে নিয়ে চলার একটা সমাজ এখানে কোন রকম বিভেদ তারা করতে দেবেন না এবং সেখানে তারা এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বিজেপি যখনই বা
তৃণমূল এখানে এটা হতে দেবে না । কেউ আশ্রয়প্রার্থী যদি আশ্রয় নেয় তাকে বার করে দেওয়ার পক্ষপাতী তৃণমূল নয় তৃণমূল এর পক্ষে থাকবে ।।
Conclusion:এন আর সি নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ জানালেন মন্ত্রী পূর্ণেন্দু বসু ।।

শনিবার ;৩০ মার্চ ;-শনিবার বিকেলে কুশমণ্ডির মহিষবাথান এলাকায় তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে সভা করেন রাজ্যের মন্ত্রী পুনেন্দু বসু এছাড়াও উপস্থিত ছিলেন কুশমণ্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি সুনন্দা বিশ্বাস,ও শঙ্কর চক্রবর্তী ।মুখোশ শিল্পের গ্রাম মহিষবাথানে রাজ্যের মন্ত্রী পুনেন্দু বসু পৌঁছে সাধারণ মানুষের কাছে রাজ্যের উন্নয়ন মূলক কাজের খতিয়ান তুলে ধরেন। এই সভা থেকে মহিষবাথান মুখোশ শিল্পীরা রাজ্যের মন্ত্রীকে মুখোশ তুলেদেন।মুখোশ শিল্পীরা তাদের দীর্ঘদিনের হারানো গৌরব ফিরে পেয়েছেন রাজ্য সরকারের সাহায্যে। এবারে জেলা ও রাজ্যের উন্নয়ন করতে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান করেন। এলাকার তৃণমূল কর্মীদের মধ্যে যথেষ্ট উদ্দিপনা রয়েছে। জেলা জুড়ে প্রার্থীর প্রচারে তৃণমূল কর্মীরা নেমে পড়েছে সাথে রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা প্রচার করছেন প্রার্থীর হয়ে এবারেও আমরা বিপুল ভোটের ব্যবধানে জিতবো ।
পূর্ণেন্দু বসু তার বক্তব্যে এনআরসি নিয়ে গতকাল যে মন্তব্য করেছেন অমিত শাহ সেটাকেই ইস্যু করেন এবং তিনি বলেন যে যারা ওপার বাংলা থেকে এসেছেন তাদের কাছে অনেকের কাছে সঠিক কাগজপত্র হয়তো নেই তৃণমূলের জমনাতে তাদের কোনো চিন্তা নেই কিন্তু বিজেপি তাদেরকে ঘার ধরে বার করবে তেমনটাই ঘোষণা করেছে ।
গতকাল আলিপুরদুয়ারে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এর এনআরসি নিয়ে বক্তব্যের উপর আজ পূর্ণেন্দু বসু বললেন যে তৃণমূল এর ঘোরতর বিরোধী । বাংলা সর্ব ধর্ম কে নিয়ে চলা সর্ব জাতিকে নিয়ে চলার একটা সমাজ এখানে কোন রকম বিভেদ তারা করতে দেবেন না এবং সেখানে তারা এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বিজেপি যখনই বা
তৃণমূল এখানে এটা হতে দেবে না । কেউ আশ্রয়প্রার্থী যদি আশ্রয় নেয় তাকে বার করে দেওয়ার পক্ষপাতী তৃণমূল নয় তৃণমূল এর পক্ষে থাকবে ।।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.