বুনিয়াদপুর, 31 মার্চ : লোকসভা নির্বাচন আসন্ন। আর নির্বাচনের মুখে গতকাল দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে BJP-তে যোগ দিলেন রাজ্য সরকারের প্রাক্তন আমলা শংকর তালুকদার ও বামপন্থী শিক্ষক বিপদতারণ কবিরাজ। সেইসঙ্গে বদলপুর এলাকার প্রায় কয়েকশো বাম কর্মী-সমর্থকও দল ছেড়ে BJP-তে যোগ দিয়েছেন।
গতকাল বুনিয়াদপুরের BJP কার্যালয়ে প্রাক-নির্বাচনী কর্মিসভায় উপস্থিত ছিলেন BJP জেলা সভাপতি শুভেন্দু সরকার। বুনিয়াদপুর পৌরসভার 4 ও 10 নম্বর ওয়ার্ডের ভোটার ও বদলপুর এলাকার সাধারণ মানুষও BJP-তে যোগদান করেন। শুভেন্দু সরকার তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন। তিনি জানান, বুনিয়াদপুর শহরের তিনজন প্রাক্তন সরকারি কর্মীসহ এলাকার সাধারণ মানুষও BJP-তে যোগদান করেন। শিক্ষক বিপদতারণ কবিরাজ আগে CPI(M)-এর বুথ কর্মী ছিলেন।