বালুরঘাট, 8 এপ্রিল : গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হল এক অন্তঃসত্ত্বার ঝুলন্ত দেহ । নাম সান্ত্বনা বর্মণ (21)। বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের ঝিনাইপোতা এলাকার ঘটনা ।
প্রায় বছর খানেক আগে পঞ্জাবের বাসিন্দা অমনদীপ সিং-এর সঙ্গে সান্ত্বনার বিয়ে হয় । তাঁরা পঞ্জাবেই থাকত ৷ সান্ত্বনা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল । অন্তঃসত্ত্বা হওয়ার পর পঞ্জাব থেকে বাপের বাড়ি ঝিনাইপোতায় চলে আসেন তিনি । এদিকে কয়েকদিন আগে সান্ত্বনার স্বামীও ওই গ্রামে তাঁর মামার বাড়িতে আসেন । কয়েকদিন ধরে মামাবাড়িতেই ছিলেন তাঁরা । আর আজ সকালে হঠাৎ ঘর থেকে সান্ত্বনার ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷
খবর পেয়ে ঘটনাস্থানে আসে বালুরঘাট থানার পুলিশ । পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসে । আজ বিকেলে ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় ।
এবিষয়ে গৃহবধূর বাবা মন্মথ বর্মণ বলেন, তাঁর মেয়ে কয়েকদিন ধরে চুপচাপ থাকত । কোনও কথা বললেও ঠিকভাবে উত্তর দিত না ।
মৃতার স্বামী অমনদীপ সিংহ বলেন, "পরিবারে কোনও অশান্তি ছিল না । কিছুদিন ধরে মানসিকভাবে অন্যরকম হয়ে পড়েছিল । গততে আত্মহত্যা করেছে ।"