ETV Bharat / state

স্বাস্থ্য দপ্তরে চাকরি দেওয়ার নামে প্রতারণা, ধৃত 3 - বালুরঘাটে প্রতারণার অভিযোগ

স্বাস্থ্য দপ্তরে চাকরি দেওয়ার নাম করে লাখ টাকা তোলার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিশ ।

ছবি
author img

By

Published : Jun 19, 2020, 2:02 PM IST

বালুরঘাট, 19 জুন: স্বাস্থ্য দপ্তরে চাকরি দেওয়ার নামে লাখ টাকা নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিশ । ধৃতরা হল বিশ্বনাথ হালদার (34), গোবিন্দ সিং (35) ও নন্দকিশোর শ্রীবাস্তব(55)। তাদের মধ্যে বিশ্বনাথের বাড়ি বালুরঘাটে, গোবিন্দ সিংয়ের বাড়ি বিহার এবং নৈহাটিতে বাড়ি নন্দকিশোর শ্রীবাস্তবের ।

ধৃত তিনজন স্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার নামে বালুরঘাটের 25 থেকে 30 জনের কাছ থেকে ফর্ম ফি বাবদ 4 হাজার টাকা করে তোলে। বেশ কয়েকজনের কাছ থেকে কাজের জন্য অগ্রিম টাকাও নেয় বলে অভিযোগ । বালুরঘাট বাস স্ট্যান্ড চত্বর এলাকায় একটি বেসরকারি হোটেলে বসেই প্রতারণার কাজ চালাচ্ছিল অভিযুক্তরা । অভিযোগ পেতেই 14 জুন তিনজনকে গ্রেপ্তার করে বালুরঘাট থানার পুলিশ । 15 জুন তাদের বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন । তখনই বিভিন্ন তথ্য সামনে আসে পুলিশের কাছে ।


অভিযোগকারীরা জানিয়েছেন, স্বাস্থ্য দপ্তরে চাকরি দেওয়ার নামে 10-11 জুন বালুরঘাটে টাকা তুলছিল ওই অভিযুক্তরা । বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাঁরা থানায় খবর দেন । এরপর পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে । এবিষয়ে DSP (হেডকোয়ার্টার) ধীমান মিত্র বলেন “অভিযুক্ত তিনজন স্বাস্থ্য সহ বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার নাম করে বালুরঘাটের একটি হোটেলে বসে টাকা তুলছিল। এমন অভিযোগ পেয়েই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তিনজনের মধ্যে একজন নৈহাটি, একজন বালুরঘাট ও একজনের বিহারের বাসিন্দা । আমরা খোঁজ খবর নিয়ে দেখি পুরো বিষয়টি ভুয়ো এবং ভিত্তিহীন । “

বালুরঘাট, 19 জুন: স্বাস্থ্য দপ্তরে চাকরি দেওয়ার নামে লাখ টাকা নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিশ । ধৃতরা হল বিশ্বনাথ হালদার (34), গোবিন্দ সিং (35) ও নন্দকিশোর শ্রীবাস্তব(55)। তাদের মধ্যে বিশ্বনাথের বাড়ি বালুরঘাটে, গোবিন্দ সিংয়ের বাড়ি বিহার এবং নৈহাটিতে বাড়ি নন্দকিশোর শ্রীবাস্তবের ।

ধৃত তিনজন স্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার নামে বালুরঘাটের 25 থেকে 30 জনের কাছ থেকে ফর্ম ফি বাবদ 4 হাজার টাকা করে তোলে। বেশ কয়েকজনের কাছ থেকে কাজের জন্য অগ্রিম টাকাও নেয় বলে অভিযোগ । বালুরঘাট বাস স্ট্যান্ড চত্বর এলাকায় একটি বেসরকারি হোটেলে বসেই প্রতারণার কাজ চালাচ্ছিল অভিযুক্তরা । অভিযোগ পেতেই 14 জুন তিনজনকে গ্রেপ্তার করে বালুরঘাট থানার পুলিশ । 15 জুন তাদের বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন । তখনই বিভিন্ন তথ্য সামনে আসে পুলিশের কাছে ।


অভিযোগকারীরা জানিয়েছেন, স্বাস্থ্য দপ্তরে চাকরি দেওয়ার নামে 10-11 জুন বালুরঘাটে টাকা তুলছিল ওই অভিযুক্তরা । বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাঁরা থানায় খবর দেন । এরপর পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে । এবিষয়ে DSP (হেডকোয়ার্টার) ধীমান মিত্র বলেন “অভিযুক্ত তিনজন স্বাস্থ্য সহ বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার নাম করে বালুরঘাটের একটি হোটেলে বসে টাকা তুলছিল। এমন অভিযোগ পেয়েই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তিনজনের মধ্যে একজন নৈহাটি, একজন বালুরঘাট ও একজনের বিহারের বাসিন্দা । আমরা খোঁজ খবর নিয়ে দেখি পুরো বিষয়টি ভুয়ো এবং ভিত্তিহীন । “

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.