ETV Bharat / state

Panchayat Elections 2023: উচ্চতা ছোট হলেও স্বপ্ন বড় ! ভোটে তৃণমূল প্রার্থী কলেজ পড়ুয়া 2 ফুটের চুমকি

উচ্চতায় কী এসে যায় ৷ স্বপ্ন বড় থাকতে হয় ৷ ছোটবেলার স্বপ্নেই ভর করে তৃণমূলের প্রার্থী 2 ফুট উচ্চতার চুমকি ঘোষ ৷

TMC candidate Chumki Ghosh
2 ফুট উচ্চতার চুমকি ঘোষ
author img

By

Published : Jul 3, 2023, 10:12 PM IST

ভোটে তৃণমূল প্রার্থী কলেজ পড়ুয়া 2 ফুটের চুমকি

হিলি, 3 জুলাই: 'চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর...' রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার কথা মনে করিয়ে দেন এই তৃণমূল প্রার্থী ৷ তাঁর উচ্চতা মেরেকেটে 2 ফুট ৷ কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ৷ হেঁটে বাড়ি বাড়ি গিয়ে সারছেন প্রচার ৷ শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে এবারে পঞ্চায়েত ভোটের ময়দানে বছর 23-এর চুমকি ঘোষ ৷ তিনি হিলি থানা এলাকার কনিষ্ঠ প্রার্থী ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর রোল মডেল ৷ তাঁর ভাবধারা ও কাজ থেকে উদ্বুদ্ধ হয়ে সমাজের ছক ভাঙতে ভোটের লড়াইয়ে নেমেছেন চুমকি ৷ উচ্চশিক্ষা অথবা উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে সমাজের উন্নয়নে ব্রতী হতে গেলে শারীরিক উচ্চতা কখনই যে বাধা হতে পারে না, তা প্রমাণ করলেন তিনি ।

চুমকি ঘোষ বলেন, "ছোটবেলা থেকেই আমার ভোটে দাঁড়ানোর ইচ্ছা । মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে উৎসাহিত হয়েছি । মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে ভোটে জয়লাভ করে সমাজে মানুষের জন্য কাজ করতে চাই ।" রাজনৈতিক মহলের মতে, নির্বাচনে সবদলেই যেখানে প্রার্থীপদ নিয়ে বিশৃঙ্খলা । জেতা হারা নিয়ে চলছে জটিল পাটিগণিতের অংক । সেখানে বিশেষভাবে সক্ষম তরুণীকে প্রার্থী করে সমাজে সচেতনতার বার্তা দিচ্ছে তৃণমূল ।

এবারে দক্ষিণ দিনাজপুর জেলার ধলপাড়া পঞ্চায়েতের চকমোহন গ্রাম সংসদ থেকে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন চুমকি । বাবা চঞ্চল ঘোষ হাটের ছোট ব্যবসায়ী । মা চিত্রা ঘোষ গৃহবধূ । শারীরিক বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে তাঁর ৷ সেসবকেই জয় করে চলছে পঠনপাঠন। হিলি গভর্নমেন্ট কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী চুমকি । কিছু করার তাগিদে চলছে চাকরির খোঁজও ।

ছোটবেলা থেকেই মানুষের জন্য সেবামূলক কাজ করার ইচ্ছে চুমকির । এবারে পঞ্চায়েত নির্বাচনে চকমোহনের প্রার্থী চুমকি ঘোষকে নিয়েই এখন আলোড়ন সর্বত্র । প্রতিদিন সকাল হতেই রুটিন করে দলীয় কর্মীদের নিয়ে ভোট প্রচারে বেরিয়ে পড়ছেন চুমকি ৷ দুপুরে বিশ্রাম নিয়ে ফের বিকেলে প্রচারে বেরোচ্ছেন তিনি । পরিবারের তরফে সবসময় তাঁর পাশে পাচ্ছেন বাবা ও মাকে । যদিও নির্বাচনী প্রচারে ব্যস্ত হয়ে পড়তেই তার প্রভাব পড়ছে পঠনপাঠনে । তবুও সময় করে পড়তে বসে খাতার পাতায় প্রচারের রণকৌশল ঠিক করছেন চুমকি ।

আরও পড়ুন: ঘাসফুল প্রতীকে হাতিয়ার উন্নয়ন, পঞ্চায়েত ভোটযুদ্ধে সামিল একদা মাও এরিয়া কমান্ডারের স্ত্রী

ভোটে তৃণমূল প্রার্থী কলেজ পড়ুয়া 2 ফুটের চুমকি

হিলি, 3 জুলাই: 'চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর...' রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার কথা মনে করিয়ে দেন এই তৃণমূল প্রার্থী ৷ তাঁর উচ্চতা মেরেকেটে 2 ফুট ৷ কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ৷ হেঁটে বাড়ি বাড়ি গিয়ে সারছেন প্রচার ৷ শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে এবারে পঞ্চায়েত ভোটের ময়দানে বছর 23-এর চুমকি ঘোষ ৷ তিনি হিলি থানা এলাকার কনিষ্ঠ প্রার্থী ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর রোল মডেল ৷ তাঁর ভাবধারা ও কাজ থেকে উদ্বুদ্ধ হয়ে সমাজের ছক ভাঙতে ভোটের লড়াইয়ে নেমেছেন চুমকি ৷ উচ্চশিক্ষা অথবা উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে সমাজের উন্নয়নে ব্রতী হতে গেলে শারীরিক উচ্চতা কখনই যে বাধা হতে পারে না, তা প্রমাণ করলেন তিনি ।

চুমকি ঘোষ বলেন, "ছোটবেলা থেকেই আমার ভোটে দাঁড়ানোর ইচ্ছা । মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে উৎসাহিত হয়েছি । মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে ভোটে জয়লাভ করে সমাজে মানুষের জন্য কাজ করতে চাই ।" রাজনৈতিক মহলের মতে, নির্বাচনে সবদলেই যেখানে প্রার্থীপদ নিয়ে বিশৃঙ্খলা । জেতা হারা নিয়ে চলছে জটিল পাটিগণিতের অংক । সেখানে বিশেষভাবে সক্ষম তরুণীকে প্রার্থী করে সমাজে সচেতনতার বার্তা দিচ্ছে তৃণমূল ।

এবারে দক্ষিণ দিনাজপুর জেলার ধলপাড়া পঞ্চায়েতের চকমোহন গ্রাম সংসদ থেকে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন চুমকি । বাবা চঞ্চল ঘোষ হাটের ছোট ব্যবসায়ী । মা চিত্রা ঘোষ গৃহবধূ । শারীরিক বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে তাঁর ৷ সেসবকেই জয় করে চলছে পঠনপাঠন। হিলি গভর্নমেন্ট কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী চুমকি । কিছু করার তাগিদে চলছে চাকরির খোঁজও ।

ছোটবেলা থেকেই মানুষের জন্য সেবামূলক কাজ করার ইচ্ছে চুমকির । এবারে পঞ্চায়েত নির্বাচনে চকমোহনের প্রার্থী চুমকি ঘোষকে নিয়েই এখন আলোড়ন সর্বত্র । প্রতিদিন সকাল হতেই রুটিন করে দলীয় কর্মীদের নিয়ে ভোট প্রচারে বেরিয়ে পড়ছেন চুমকি ৷ দুপুরে বিশ্রাম নিয়ে ফের বিকেলে প্রচারে বেরোচ্ছেন তিনি । পরিবারের তরফে সবসময় তাঁর পাশে পাচ্ছেন বাবা ও মাকে । যদিও নির্বাচনী প্রচারে ব্যস্ত হয়ে পড়তেই তার প্রভাব পড়ছে পঠনপাঠনে । তবুও সময় করে পড়তে বসে খাতার পাতায় প্রচারের রণকৌশল ঠিক করছেন চুমকি ।

আরও পড়ুন: ঘাসফুল প্রতীকে হাতিয়ার উন্নয়ন, পঞ্চায়েত ভোটযুদ্ধে সামিল একদা মাও এরিয়া কমান্ডারের স্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.