ETV Bharat / state

দুই ভাইয়ের অস্বাভাবিক মৃত্যু বালুরঘাটে - WB_SDIN_01_TWO_BROTHER_DEATH_7204480

মাত্র দু'ঘণ্টার ব্যবধানে অস্বাভাবিক মৃত্যু হল দুই ভাইয়ের । আজ সকালে বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হয় ৷ বালুরঘাট শহরের মহিলা মহাবিদ্যালয় সংলগ্ন চকভবানী এলাকার ঘটনা ।

2 brothers died in balurghat , south dinajpur
দুই ভাইয়ের অস্বাভাবিক মৃত্যু বালুরঘাটে
author img

By

Published : May 4, 2020, 6:04 PM IST

বালুরঘাট, 4 মে : মাত্র দু'ঘণ্টার ব্যবধানে অস্বাভাবিক মৃত্যু হল দুই ভাইয়ের । আজ সকালে বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হয় ৷ বালুরঘাট শহরের মহিলা মহাবিদ্যালয় সংলগ্ন চকভবানী এলাকার ঘটনা । মৃত দুই ভাইয়ের নাম নিশীথ ঘোষ (50) ও বিপ্লব ঘোষ (45) ।

নিশীথ ঘোষ পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক । বিপ্লব ঘোষ পেশায় পঞ্চায়েত দপ্তরের সরকারি কর্মী । গতকাল রাতে দুই ভাই হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ৷ এরপর তাঁদের বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই তাঁরা মারা যান ৷ কীভাবে মারা গেল দুই ভাই তা নিয়ে ধন্দে পরিবার থেকে স্থানীয়রা । আজ সকালে খবর পেয়ে ঘটনাস্থানে যায় বালুরঘাট থানার পুলিশ ৷ গোটা ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ ।

পরিবার সূত্রে খবর, গতকাল সকাল থেকে অসুস্থ বোধ করছিলেন নিশীথ ঘোষ ও তার ভাই বিপ্লব ঘোষ । দু'জনেই বেশ কয়েকবার বমি করেন । রাতে দু'জনের শরীর আরও বেশি খারাপ হলে তাদের ভরতি করা হয় বালুরঘাট জেলা হাসপাতালে । সেখানে দুই ভাই দু'ঘণ্টার ব্যবধানে মারা যান ৷ প্রথমে বিপ্লববাবু, এর দু'ঘণ্টা পর নিশীথবাবুও মারা যান । নিশীথবাবুর চকভৃগুতে হোমিওপ্যাথি ডিসপেনসারি রয়েছে । অন্যদিকে, চকভৃগু গ্রাম পঞ্চায়েতের সরকারি কর্মী ছিলেন বিপ্লববাবু । পুলিশের প্রাথমিক অনুমান, খাদ্যে বিষক্রিয়ার ফলেই দু'জন অসুস্থ হয়ে পড়ে । এরপর মৃত্যু । যদিও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই ভাই অনলাইনে মদ কিনে খেয়েছিলেন । এরপর সকাল থেকে অসুস্থ হয়ে পড়ে তারা । গোটা ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ ।

এবিষয়ে মৃতদের কাকা অপরেশ চন্দ্র ঘোষ বলেন, " গতকাল সকালে বেশ কয়েকবার বমি করে বিপ্লব । এরপর বিকেলের দিকে বমি করে দাদা নিশীথ । কোরোনার জন্য চিকিৎসক সেভাবে না পাওয়া যাওয়ায় ডাক্তার দেখাতে পারিনি । শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ায় প্রথম বিপ্লব ও পরে নিশীথকে হাসপাতালে ভরতি করা হয় ৷ পরে দু'জনেই হাসপাতালে মারা যান । " এবিষয়ে DSP হেড কোয়ার্টার ধীমান মিত্র বলেন, " খবর পেয়ে ঘটনাস্থানে যাই । মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই পরিস্কার হবে মৃত্যুর কারণ । গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ । "

বালুরঘাট, 4 মে : মাত্র দু'ঘণ্টার ব্যবধানে অস্বাভাবিক মৃত্যু হল দুই ভাইয়ের । আজ সকালে বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হয় ৷ বালুরঘাট শহরের মহিলা মহাবিদ্যালয় সংলগ্ন চকভবানী এলাকার ঘটনা । মৃত দুই ভাইয়ের নাম নিশীথ ঘোষ (50) ও বিপ্লব ঘোষ (45) ।

নিশীথ ঘোষ পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক । বিপ্লব ঘোষ পেশায় পঞ্চায়েত দপ্তরের সরকারি কর্মী । গতকাল রাতে দুই ভাই হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ৷ এরপর তাঁদের বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই তাঁরা মারা যান ৷ কীভাবে মারা গেল দুই ভাই তা নিয়ে ধন্দে পরিবার থেকে স্থানীয়রা । আজ সকালে খবর পেয়ে ঘটনাস্থানে যায় বালুরঘাট থানার পুলিশ ৷ গোটা ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ ।

পরিবার সূত্রে খবর, গতকাল সকাল থেকে অসুস্থ বোধ করছিলেন নিশীথ ঘোষ ও তার ভাই বিপ্লব ঘোষ । দু'জনেই বেশ কয়েকবার বমি করেন । রাতে দু'জনের শরীর আরও বেশি খারাপ হলে তাদের ভরতি করা হয় বালুরঘাট জেলা হাসপাতালে । সেখানে দুই ভাই দু'ঘণ্টার ব্যবধানে মারা যান ৷ প্রথমে বিপ্লববাবু, এর দু'ঘণ্টা পর নিশীথবাবুও মারা যান । নিশীথবাবুর চকভৃগুতে হোমিওপ্যাথি ডিসপেনসারি রয়েছে । অন্যদিকে, চকভৃগু গ্রাম পঞ্চায়েতের সরকারি কর্মী ছিলেন বিপ্লববাবু । পুলিশের প্রাথমিক অনুমান, খাদ্যে বিষক্রিয়ার ফলেই দু'জন অসুস্থ হয়ে পড়ে । এরপর মৃত্যু । যদিও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই ভাই অনলাইনে মদ কিনে খেয়েছিলেন । এরপর সকাল থেকে অসুস্থ হয়ে পড়ে তারা । গোটা ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ ।

এবিষয়ে মৃতদের কাকা অপরেশ চন্দ্র ঘোষ বলেন, " গতকাল সকালে বেশ কয়েকবার বমি করে বিপ্লব । এরপর বিকেলের দিকে বমি করে দাদা নিশীথ । কোরোনার জন্য চিকিৎসক সেভাবে না পাওয়া যাওয়ায় ডাক্তার দেখাতে পারিনি । শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ায় প্রথম বিপ্লব ও পরে নিশীথকে হাসপাতালে ভরতি করা হয় ৷ পরে দু'জনেই হাসপাতালে মারা যান । " এবিষয়ে DSP হেড কোয়ার্টার ধীমান মিত্র বলেন, " খবর পেয়ে ঘটনাস্থানে যাই । মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই পরিস্কার হবে মৃত্যুর কারণ । গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ । "

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.