ETV Bharat / state

দক্ষিণ দিনাজপুরে কোরোনা আক্রান্ত বেড়ে 126

নতুন করে 18 জনের শরীরে মিলল কোরোনার হদিশ ৷ এই নিয়ে দক্ষিণ দিনাজপুরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 126।

south dinajpur
দক্ষিণ দিনাজপুরে নতুন করে 18 জন কোরোনা পজ়িটিভ
author img

By

Published : Jun 22, 2020, 8:45 AM IST

বালুরঘাট, 22 জুন : নতুন করে কোরোনায় আক্রান্ত হল 18 জন । এর জেরে দক্ষিণ দিনাজপুর জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 126 জন । এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 70 জন ।

গতরাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আসা রিপোর্ট অনুযায়ী 18 জনের সোয়াব টেস্টের রিপোর্ট পজ়িটিভ এসেছে । আক্রান্তদের বাড়ি বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর ও বংশীহারী ব্লকের বিভিন্ন এলাকায় । নতুন আক্রান্ত 18 জনের মধ্যে ছ'জন তপনে, পাঁচজন গঙ্গারামপুরের, চারজন হরিরামপুরের, একজন বংশীহারীর এবং দু'জন বংশীহারীর বাসিন্দা ৷ বালুরঘাটে আক্রান্ত দু'জনের বাড়ি চিঙ্গিশপুর এলাকায় ।

গত শনিবার একদিনে 23 জন কোরোনা আক্রান্ত হয়েছিলেন । যার মধ্যে একাধিক স্বাস্থ্যকর্মীও ছিলেন । গতকাল ফের নতুন করে কোরোনা আক্রান্ত হলেন 18 জন ।

যদিও এই বিষয়ে এখুনই কোনও মন্তব্য করতে চাননি জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা ।

বালুরঘাট, 22 জুন : নতুন করে কোরোনায় আক্রান্ত হল 18 জন । এর জেরে দক্ষিণ দিনাজপুর জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 126 জন । এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 70 জন ।

গতরাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আসা রিপোর্ট অনুযায়ী 18 জনের সোয়াব টেস্টের রিপোর্ট পজ়িটিভ এসেছে । আক্রান্তদের বাড়ি বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর ও বংশীহারী ব্লকের বিভিন্ন এলাকায় । নতুন আক্রান্ত 18 জনের মধ্যে ছ'জন তপনে, পাঁচজন গঙ্গারামপুরের, চারজন হরিরামপুরের, একজন বংশীহারীর এবং দু'জন বংশীহারীর বাসিন্দা ৷ বালুরঘাটে আক্রান্ত দু'জনের বাড়ি চিঙ্গিশপুর এলাকায় ।

গত শনিবার একদিনে 23 জন কোরোনা আক্রান্ত হয়েছিলেন । যার মধ্যে একাধিক স্বাস্থ্যকর্মীও ছিলেন । গতকাল ফের নতুন করে কোরোনা আক্রান্ত হলেন 18 জন ।

যদিও এই বিষয়ে এখুনই কোনও মন্তব্য করতে চাননি জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.