ETV Bharat / state

দক্ষিণ দিনাজপুরে 8 সরকারি কর্মীসহ কোরোনায় আক্রান্ত 17 - unlock one

8 সরকারি কর্মচারী সহ 17 জনের শরীরে মিলেছে কোরোনা ভাইরাস । জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 179 ।

17 new covid positive cases are found in south dinajpur
কোরোনায় আক্রান্ত দক্ষিণ দিনাজপুরে
author img

By

Published : Jun 26, 2020, 1:52 PM IST

গঙ্গারামপুর, 26 জুন : নতুন করে দক্ষিণ দিনাজপুর জেলায় কোরোনায় আক্রান্ত 17 । এদের মধ্যে 8 জন সরকারি কর্মচারী । প্রাথমিকভাবে জানা গেছে, বাকিরা পরিযায়ী শ্রমিক । আজ জেলা স্বাস্থ্য বিভাগ কোরোনা আক্রান্তদের বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্রের সেফ হোমে পাঠানোর ব্যবস্থা করছে ।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মাসের 22 ও 23 জুন সোয়াব টেস্ট হয় । গতকাল রাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে পাঠানো রিপোর্ট অনুযায়ী 17 জনের পজ়িটিভ রিপোর্ট এসেছে । কুমারগঞ্জে 8 জন, গঙ্গারামপুরে 7 জন এবং বালুরঘাটে 2 জন আক্রান্ত হয়েছেন । গঙ্গারামপুর ব্লক অফিসের 6 জন, কুমারগঞ্জ থানার এক SI, কুমারগঞ্জের স্বাস্থ্যবিভাগের এক গ্রুপ ডি স্টাফ রয়েছে ।

জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 179 । এখনও পর্যন্ত 86 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 86 জন । জেলায় কোরোনায় কারোর মৃত্যু হয়নি । নতুন করে কোরোনায় আক্রান্তদের কোনও উপসর্গ মেলেনি । কোরোনায় আক্রান্ত হয়ে যাদের অঙ্গ বিকল হয়ে যাচ্ছে, জটিল পরিস্থিতি শুরু হয়েছে তাদের পাঠানো হচ্ছে বালুরঘাট রঘুনাথপুরে কোভিড হাসপাতালে ।

গঙ্গারামপুর, 26 জুন : নতুন করে দক্ষিণ দিনাজপুর জেলায় কোরোনায় আক্রান্ত 17 । এদের মধ্যে 8 জন সরকারি কর্মচারী । প্রাথমিকভাবে জানা গেছে, বাকিরা পরিযায়ী শ্রমিক । আজ জেলা স্বাস্থ্য বিভাগ কোরোনা আক্রান্তদের বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্রের সেফ হোমে পাঠানোর ব্যবস্থা করছে ।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মাসের 22 ও 23 জুন সোয়াব টেস্ট হয় । গতকাল রাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে পাঠানো রিপোর্ট অনুযায়ী 17 জনের পজ়িটিভ রিপোর্ট এসেছে । কুমারগঞ্জে 8 জন, গঙ্গারামপুরে 7 জন এবং বালুরঘাটে 2 জন আক্রান্ত হয়েছেন । গঙ্গারামপুর ব্লক অফিসের 6 জন, কুমারগঞ্জ থানার এক SI, কুমারগঞ্জের স্বাস্থ্যবিভাগের এক গ্রুপ ডি স্টাফ রয়েছে ।

জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 179 । এখনও পর্যন্ত 86 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 86 জন । জেলায় কোরোনায় কারোর মৃত্যু হয়নি । নতুন করে কোরোনায় আক্রান্তদের কোনও উপসর্গ মেলেনি । কোরোনায় আক্রান্ত হয়ে যাদের অঙ্গ বিকল হয়ে যাচ্ছে, জটিল পরিস্থিতি শুরু হয়েছে তাদের পাঠানো হচ্ছে বালুরঘাট রঘুনাথপুরে কোভিড হাসপাতালে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.