বারুইপুর, 23 জুন : বারুইপুরে এক যুবককে গুলি করে খুন । মৃতের নাম নিজাম আলি মণ্ডল । ঘটনাটি দক্ষিণ 24 পরগনা বারুইপুর থানার মল্লিকপুর রেলগেট এলাকার । ঘটনার জেরে আজ সকালে প্রায় ঘণ্টাখানেক মল্লিকপুর স্টেশন অবরোধ করে স্থানীয়রা ।
গতরাতে গুলি করে খুন করা হয় নিজাম আলিকে । স্থানীয়দের বক্তব্য, প্রথমে বন্দুকের বাঁট দিয়ে মারা হয় নিজামকে । তারপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁর বুকে গুলি করা হয় । অভিযুক্ত আলতাফ বৈদ্য নামে স্থানীয় এক যুবক । আহত অবস্থায় নিজাম আলিকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতাল নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । ঘটনার পর থেকেই আলতাফ পলাতক ।
পারিবারিক সূত্রে খবর, মল্লিকপুর স্টেশন লাগোয়া এলাকায় কয়েকজন বন্ধুর সঙ্গে বসে আড্ডা মারছিলেন নিজাম । সেই সময় সাব্বির ও আলতাফের মধ্যে বচসা বাধে । নিজাম বিষয়টির মীমাংসা করতে উদ্যোগী হন । তখনই আলতাফ বৈদ্য বন্দুক বার করে প্রথমে নিজামের মাথায় বন্দুকের বাঁট দিয়ে মারে । পরে তাঁর বুকে গুলি করে ।
খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ হাসপাতালে যায় । ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে । এদিকে ঘটনার পর থেকেই আলতাফের খোঁজে তল্লাশি শুরু করে বারুইপুর থানার পুলিশ । আলতাফ এখনও পর্যন্ত গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভে ফুঁসছে নিজামের পরিবার । আজ সকালে এক দফা থানায় গিয়ে বিক্ষোভ দেখায় তারা । পাশাপাশি ঘটনার জেরে শিয়ালদা দক্ষিণ শাখার মল্লিকপুর স্টেশন অবরোধ করে স্থানীয়রা । ঘণ্টাখানেক চলে অবরোধ । পরে পুলিশ আলতাফকে ধরার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেয় স্থানীয়রা । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ । পুলিশের অনুমান, সিন্ডিকেট ব্যবসা নিয়ে ঝামেলার কারণেই এই ঘটনা ।