ETV Bharat / state

বারুইপুরে গুলি করে যুবককে খুন, প্রতিবাদে রেল অবরোধ

যুবককে গুলি করে খুন । ঘটনাটি দক্ষিণ 24 পরগনার বারুইপুরের মল্লিকপুর রেলগেট এলাকার । প্রতিবাদে আজ সকালে মল্লিকপুর স্টেশনে অবরোধ করে স্থানীয়রা । ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ ।

গুলি করে খুন যুবককে
author img

By

Published : Jun 23, 2019, 12:49 PM IST

Updated : Jun 23, 2019, 2:13 PM IST

বারুইপুর, 23 জুন : বারুইপুরে এক যুবককে গুলি করে খুন । মৃতের নাম নিজাম আলি মণ্ডল । ঘটনাটি দক্ষিণ 24 পরগনা বারুইপুর থানার মল্লিকপুর রেলগেট এলাকার । ঘটনার জেরে আজ সকালে প্রায় ঘণ্টাখানেক মল্লিকপুর স্টেশন অবরোধ করে স্থানীয়রা ।

গতরাতে গুলি করে খুন করা হয় নিজাম আলিকে । স্থানীয়দের বক্তব্য, প্রথমে বন্দুকের বাঁট দিয়ে মারা হয় নিজামকে । তারপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁর বুকে গুলি করা হয় । অভিযুক্ত আলতাফ বৈদ্য নামে স্থানীয় এক যুবক । আহত অবস্থায় নিজাম আলিকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতাল নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । ঘটনার পর থেকেই আলতাফ পলাতক ।

ভিডিয়োয় দেখুন

পারিবারিক সূত্রে খবর, মল্লিকপুর স্টেশন লাগোয়া এলাকায় কয়েকজন বন্ধুর সঙ্গে বসে আড্ডা মারছিলেন নিজাম । সেই সময় সাব্বির ও আলতাফের মধ্যে বচসা বাধে । নিজাম বিষয়টির মীমাংসা করতে উদ্যোগী হন । তখনই আলতাফ বৈদ্য বন্দুক বার করে প্রথমে নিজামের মাথায় বন্দুকের বাঁট দিয়ে মারে । পরে তাঁর বুকে গুলি করে ।

খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ হাসপাতালে যায় । ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে । এদিকে ঘটনার পর থেকেই আলতাফের খোঁজে তল্লাশি শুরু করে বারুইপুর থানার পুলিশ । আলতাফ এখনও পর্যন্ত গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভে ফুঁসছে নিজামের পরিবার । আজ সকালে এক দফা থানায় গিয়ে বিক্ষোভ দেখায় তারা । পাশাপাশি ঘটনার জেরে শিয়ালদা দক্ষিণ শাখার মল্লিকপুর স্টেশন অবরোধ করে স্থানীয়রা । ঘণ্টাখানেক চলে অবরোধ । পরে পুলিশ আলতাফকে ধরার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেয় স্থানীয়রা । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ । পুলিশের অনুমান, সিন্ডিকেট ব্যবসা নিয়ে ঝামেলার কারণেই এই ঘটনা ।

বারুইপুর, 23 জুন : বারুইপুরে এক যুবককে গুলি করে খুন । মৃতের নাম নিজাম আলি মণ্ডল । ঘটনাটি দক্ষিণ 24 পরগনা বারুইপুর থানার মল্লিকপুর রেলগেট এলাকার । ঘটনার জেরে আজ সকালে প্রায় ঘণ্টাখানেক মল্লিকপুর স্টেশন অবরোধ করে স্থানীয়রা ।

গতরাতে গুলি করে খুন করা হয় নিজাম আলিকে । স্থানীয়দের বক্তব্য, প্রথমে বন্দুকের বাঁট দিয়ে মারা হয় নিজামকে । তারপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁর বুকে গুলি করা হয় । অভিযুক্ত আলতাফ বৈদ্য নামে স্থানীয় এক যুবক । আহত অবস্থায় নিজাম আলিকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতাল নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । ঘটনার পর থেকেই আলতাফ পলাতক ।

ভিডিয়োয় দেখুন

পারিবারিক সূত্রে খবর, মল্লিকপুর স্টেশন লাগোয়া এলাকায় কয়েকজন বন্ধুর সঙ্গে বসে আড্ডা মারছিলেন নিজাম । সেই সময় সাব্বির ও আলতাফের মধ্যে বচসা বাধে । নিজাম বিষয়টির মীমাংসা করতে উদ্যোগী হন । তখনই আলতাফ বৈদ্য বন্দুক বার করে প্রথমে নিজামের মাথায় বন্দুকের বাঁট দিয়ে মারে । পরে তাঁর বুকে গুলি করে ।

খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ হাসপাতালে যায় । ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে । এদিকে ঘটনার পর থেকেই আলতাফের খোঁজে তল্লাশি শুরু করে বারুইপুর থানার পুলিশ । আলতাফ এখনও পর্যন্ত গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভে ফুঁসছে নিজামের পরিবার । আজ সকালে এক দফা থানায় গিয়ে বিক্ষোভ দেখায় তারা । পাশাপাশি ঘটনার জেরে শিয়ালদা দক্ষিণ শাখার মল্লিকপুর স্টেশন অবরোধ করে স্থানীয়রা । ঘণ্টাখানেক চলে অবরোধ । পরে পুলিশ আলতাফকে ধরার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেয় স্থানীয়রা । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ । পুলিশের অনুমান, সিন্ডিকেট ব্যবসা নিয়ে ঝামেলার কারণেই এই ঘটনা ।

Intro:গভীর রাতে বারুইপুরে শুটআউটে খুন এক যুবক। মৃত যুবকের নাম নিজাম আলী মন্ডল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা বারুইপুর থানার মল্লিকপুর রেলগেট এলাকায়। গুলি করে খুন এর আগে তার মাথায় বন্দুকের বাট দিয়ে মারা হয় বলে অভিযোগ। প্রথমে বন্দুকের বাট দিয়ে মেরে তারপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তার বুকে গুলি করে বলে দাবি। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে আলতাফ বৈদ্য নামে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক। আহত অবস্থায় নিজাম আলী মন্ডল কে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতাল নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। পরিবার সূত্রে খবর মল্লিকপুর স্টেশন লাগোয়া এলাকায় কয়েকজন বন্ধুর সঙ্গে বসে আড্ডা মারছিল নিজাম। সেই সময় সাব্বির ও আলতাফ এর মধ্যে বচসা বাধে। বচসা হাতাহাতিতে গরিয়ে পড়াই নিজাম বিষয়টির মীমাংসা করতে উদ্যোগী হয়। তখনই আলতাফ বৈদ্য বন্দুক বার করে প্রথমে নিজের মাথায় মারে এবং পরে তার বুকে গুলি করে বলে দাবি। এই ঘটনার পর থেকেই পলাতক আলতাফ বৈদ্য। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে নিজাম। সাব্বির সহ আরো কয়েকজন মিলে নিজামকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তারের মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ হাসপাতালে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এদিকে এই ঘটনার পর থেকেই আলতাফের খোঁজে তল্লাশি শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। আলতাফ এখনো পর্যন্ত গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসছে নিজামের পরিবার। আজ সকালে এক দফা থানায় গিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি শিয়ালদহ দক্ষিণ শাখার মল্লিকপুর স্টেশন অবরোধ করে। দীর্ঘক্ষণ অবরোধের পর পুলিশ আলতাফ কে ধরার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেয়।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। নিজেদের মধ্যে সিন্ডিকেট ব্যাবসা নিয়ে ঝামেলার ফলেই এই ঘটনা বলে অনুমান পুলিশের।Body:Intro তে কপি দিলাম Conclusion:একটু দেখে নেবেন।
Last Updated : Jun 23, 2019, 2:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.