ETV Bharat / state

কিশোরের মৃত্যু, অভিযোগ ভুল চিকিৎসার - WRONG TREATMENT

ক্যানিংয়ের কিশোর সূর্য মণ্ডলের প্রাণ গেল ভুল চিকিৎসার কারণে ।

ক্যানিং হাসপাতাল
author img

By

Published : Jun 15, 2019, 3:28 PM IST

ক্যানিং , 15 জুন: চিকিৎসায় গাফিলতির জেরে রোগী মৃত্যুর অভিযোগ উঠল ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে । মৃত কিশোরের নাম সূর্য মন্ডল (15) । তার বাড়ি জীবনতলা থানার গৌড়দহতে । গত বুধবার জ্বর নিয়ে ভর্তি হয়েছিল ক্যানিং মহকুমা হাসপাতালে। অবস্থার অবনতি ঘটায় গত বৃহস্পতিবার তাকে ICU তে স্থানান্তরিত করা হয় । গতকাল বিকালে মারা যায় সূর্য ।

গৌড়দহের সূর্য মণ্ডল কয়েক দিন ধরে ভুগছিল জ্বরে । প্রথমে তাকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সেখানে সাময়িক চিকিৎসার পর ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয় ।

সূর্যের পরিবারের দাবি ,ভুল চিকিৎসার জন্যই মৃত্যু হয়েছে সূর্যের । সঠিক চিকিৎসা হলে মারা যেত না ।"

ক্যানিং , 15 জুন: চিকিৎসায় গাফিলতির জেরে রোগী মৃত্যুর অভিযোগ উঠল ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে । মৃত কিশোরের নাম সূর্য মন্ডল (15) । তার বাড়ি জীবনতলা থানার গৌড়দহতে । গত বুধবার জ্বর নিয়ে ভর্তি হয়েছিল ক্যানিং মহকুমা হাসপাতালে। অবস্থার অবনতি ঘটায় গত বৃহস্পতিবার তাকে ICU তে স্থানান্তরিত করা হয় । গতকাল বিকালে মারা যায় সূর্য ।

গৌড়দহের সূর্য মণ্ডল কয়েক দিন ধরে ভুগছিল জ্বরে । প্রথমে তাকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সেখানে সাময়িক চিকিৎসার পর ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয় ।

সূর্যের পরিবারের দাবি ,ভুল চিকিৎসার জন্যই মৃত্যু হয়েছে সূর্যের । সঠিক চিকিৎসা হলে মারা যেত না ।"

Intro:বাসন্তী হাইওয়েতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার পালবাড়ি বাজার সংলগ্ন এলাকায়। মৃত যুবকের নাম হালিম খান। বছর আটাশ এর হালিম সোনাখালীর থেকে ক্যানিং এর দিকে আসছিল। সেই সময় পিছন থেকে একটি গাড়ি ধাক্কা মারে হালিমকে। ঘটনাস্থলেই পড়ে মৃত্যু হয় হালিমের। ঘটনার পর থেকে পলাতক ঘাতক ট্রাকটি।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধার করে পরে থাকা হালিমকে। খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে আসে। খবর দেওয়া হয় পরিবারের সদস্যদের। পুলিশ বাসন্তী হাইওয়ে থেকে মৃতদেহ উদ্ধার করে বাসন্তী থানায় নিয়ে যায়। মৃত যুবকের বাড়ি বাসন্তী থানার কলাহাজরা গ্রামে। সোনাখালীতে হালিমের এর একটি সোনার দোকান আছে। সেই দোকানের জন্য সামগ্রী কিনতে ক্যানিংয়ে আসছিল বলে পরিবার সূত্রে খবর। সোনাখালি পেরিয়ে পাল বাড়ি এলাকায় আসতেই ঘটে যায় দুর্ঘটনা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার পর থেকেই পলাতক ট্রাকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।Body:Intro তে কপি দিলাম Conclusion:একটু দেখে নেবেন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.