ETV Bharat / state

মিলল না অ্যাম্বুলেন্স, হাসপাতাল যাওয়ার পথে গোয়ালঘরে প্রসব মহিলার

শত চেষ্টা করেও মেলেনি অ্যাম্বুলেন্স ৷ তাই অগত্যা দীর্ঘপথ পেরিয়ে টোটো করে প্রসূতিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তাতেই প্রসব করলেন মহিলা ৷ এরপর হাসপাতালে গিয়ে পরিষেবা তো মিললই না, উপরন্তু জুটল দুর্ব্যবহার ৷ মেয়ে ও সন্তানকে বাঁচাতে তাই গ্রামীণ চিকিৎসকের কাছেই ছুটে গেলেন ৷ এক প্রসূতি ও তার পরিবারের অসহায় অবস্থার ছবি ধরা পড়ল দক্ষিণ 24 পরগনায় ৷

গোয়াল ঘরেই জন্ম শিশুর
গোয়াল ঘরেই জন্ম শিশুর
author img

By

Published : Jul 26, 2021, 2:18 PM IST

বাসন্তী, 26 জুলাই : সরকারি অ্যাম্বুলেন্সের হেল্পলাইনে বার বার ফোন করেও মেলেনি পরিষেবা । অগত্যা এক প্রসূতি মাকে দীর্ঘ রাস্তা টোটো করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাচ্ছিল পরিবারের লোকজন ৷ হাসপাতাল যাওয়ার সময় মাঝ পথে প্রসব বেদনা উঠলে স্থানীয় কয়েকজন মহিলার সাহায্যে রাস্তার পাশে একটি গোয়াল ঘরে সন্তান প্রসব করানো হয় । সেখানে একটি পুত্র সন্তানের জন্ম দেন প্রসূতি ৷ ঘটনাটি ঘটেছে বাসন্তীর ফুলমালঞ্চ এলাকায় ।

গোসাবার পূর্ব রাধানগর গ্রামের বাসিন্দা মিতা খন্ডিত শনিবার সকালে প্রসব বেদনা নিয়ে ছোট মোল্লাখালি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যান । কিন্তু তাঁর রক্তচাপ বেশি থাকার কারণে চিকিৎসকরা সেখানে প্রসব করানোর ঝুঁকি নেননি । তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । দীর্ঘ নদীপথ পেরিয়ে মিতাকে নিয়ে চুনাখালির উদ্দেশ্যে রওনা দেন পরিবারের সদস্যরা । পথে আসার সময় একাধিকবার সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য 102 নম্বরে যোগাযোগ করেন ।

কিন্তু দীর্ঘ আড়াই ঘণ্টা পেরিয়ে গেলেও কোনও অ্যাম্বুলেন্স পাননি তাঁরা । অবশেষে মিতাকে চুনাখালি থেকে ক্যানিং হাসপাতালের উদ্দেশ্যে টোটোয় করে রওনা দেন তাঁরা । পথে ফুলমালঞ্চের কাছে প্রসব বেদনা উঠলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মিতা । সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা তাঁকে টোটো থেকে নামিয়ে রাস্তার পাশে একটি গোয়াল ঘরে নিয়ে যান । সেখানেই স্থানীয় কয়েকজন মহিলাকে ডেকে এনে প্রসব করানো হয় তাঁকে ।

আরও পড়ুন : Exclusive Interview with Sidhu : রাজনীতি চাইছে শিল্পীদেরও মেরুকরণ হোক, একান্ত সাক্ষাৎকারে সিধু

তবে দুর্ভোগের এখানেই শেষ নয় ৷ সন্তান প্রসবের প্রায় ঘণ্টাখানেক পর স্থানীয়দের সাহায্যে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে মা ও সন্তানকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে গেলে কর্তব্যরত নার্সরা জানান হাসপাতালের বাইরে যেহেতু সন্তান প্রসব হয়েছে তাই সদ্যজাতর জন্ম সার্টিফিকেট দেওয়া হবে না ৷

এছাড়াও কেন মা ও সন্তানকে এভাবে হাসপাতালে নিয়ে আসা হয়েছে সে বিষয়েও প্রসূতির পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন নার্সরা । তাঁদেরকে কোনও পরিষেবা না দেওয়ারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ । অগত্যা সরকারি হাসপাতাল থেকে সঠিক পরিষেবা না পেয়ে প্রায় 20 কিলোমিটার দূরে চুনাখালিতে এক গ্রামীণ চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে মা ও শিশুর নাড়ি কাটার ব্যবস্থা করেন পরিবারের সদস্যরা । বর্তমানে সেখানেই চিকিৎসাধীন মা ও সন্তান ।

বাসন্তী, 26 জুলাই : সরকারি অ্যাম্বুলেন্সের হেল্পলাইনে বার বার ফোন করেও মেলেনি পরিষেবা । অগত্যা এক প্রসূতি মাকে দীর্ঘ রাস্তা টোটো করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাচ্ছিল পরিবারের লোকজন ৷ হাসপাতাল যাওয়ার সময় মাঝ পথে প্রসব বেদনা উঠলে স্থানীয় কয়েকজন মহিলার সাহায্যে রাস্তার পাশে একটি গোয়াল ঘরে সন্তান প্রসব করানো হয় । সেখানে একটি পুত্র সন্তানের জন্ম দেন প্রসূতি ৷ ঘটনাটি ঘটেছে বাসন্তীর ফুলমালঞ্চ এলাকায় ।

গোসাবার পূর্ব রাধানগর গ্রামের বাসিন্দা মিতা খন্ডিত শনিবার সকালে প্রসব বেদনা নিয়ে ছোট মোল্লাখালি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যান । কিন্তু তাঁর রক্তচাপ বেশি থাকার কারণে চিকিৎসকরা সেখানে প্রসব করানোর ঝুঁকি নেননি । তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । দীর্ঘ নদীপথ পেরিয়ে মিতাকে নিয়ে চুনাখালির উদ্দেশ্যে রওনা দেন পরিবারের সদস্যরা । পথে আসার সময় একাধিকবার সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য 102 নম্বরে যোগাযোগ করেন ।

কিন্তু দীর্ঘ আড়াই ঘণ্টা পেরিয়ে গেলেও কোনও অ্যাম্বুলেন্স পাননি তাঁরা । অবশেষে মিতাকে চুনাখালি থেকে ক্যানিং হাসপাতালের উদ্দেশ্যে টোটোয় করে রওনা দেন তাঁরা । পথে ফুলমালঞ্চের কাছে প্রসব বেদনা উঠলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মিতা । সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা তাঁকে টোটো থেকে নামিয়ে রাস্তার পাশে একটি গোয়াল ঘরে নিয়ে যান । সেখানেই স্থানীয় কয়েকজন মহিলাকে ডেকে এনে প্রসব করানো হয় তাঁকে ।

আরও পড়ুন : Exclusive Interview with Sidhu : রাজনীতি চাইছে শিল্পীদেরও মেরুকরণ হোক, একান্ত সাক্ষাৎকারে সিধু

তবে দুর্ভোগের এখানেই শেষ নয় ৷ সন্তান প্রসবের প্রায় ঘণ্টাখানেক পর স্থানীয়দের সাহায্যে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে মা ও সন্তানকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে গেলে কর্তব্যরত নার্সরা জানান হাসপাতালের বাইরে যেহেতু সন্তান প্রসব হয়েছে তাই সদ্যজাতর জন্ম সার্টিফিকেট দেওয়া হবে না ৷

এছাড়াও কেন মা ও সন্তানকে এভাবে হাসপাতালে নিয়ে আসা হয়েছে সে বিষয়েও প্রসূতির পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন নার্সরা । তাঁদেরকে কোনও পরিষেবা না দেওয়ারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ । অগত্যা সরকারি হাসপাতাল থেকে সঠিক পরিষেবা না পেয়ে প্রায় 20 কিলোমিটার দূরে চুনাখালিতে এক গ্রামীণ চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে মা ও শিশুর নাড়ি কাটার ব্যবস্থা করেন পরিবারের সদস্যরা । বর্তমানে সেখানেই চিকিৎসাধীন মা ও সন্তান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.