ক্যানিং, 20 জুলাই: ঘরের ভিতর ঢুকে মহিলাকে গুলি করে খুন । বুধবার রাতে মহিলাকে গুলি করে হত্য়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ মৃতের নাম ছালিমা সর্দার (31) ৷ দক্ষিণ 24 পরগনার হাটপুকুরিয়া গ্রামের দক্ষিণ ডেভিসাবাদ এলাকার ঘটনা ৷ মৃতের স্বামী বাবুর আলি সর্দারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷ খুনের কারণ জানতে তদন্তে পুলিশ ৷
পরিবার সূত্রে খবর, সাত বছর আগে ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ধর্মতলা-আমতলা গ্রামের বাসিন্দা ছালিমার সঙ্গে বিয়ে হয়েছিল দক্ষিণ ডেভিসাবাদ গ্রামের বাসিন্দা বাবুরা আলি সর্দারের । ওই দম্পতির পাঁচ বছরের এক ছেলেও রয়েছে । অভিযোগ, বুধবার রাতে খাওয়া-দাওয়া পর্ব মিটিয়ে তাঁরা ঘুমোচ্ছিলেন ৷ হঠাৎই রাত দু’টো নাগাদ ওই মহিলা ঘরের মধ্যে কিছুর আওয়াজ পান ৷ শব্দ কোথা থেকে আসছে তা জানতে টর্চ জ্বালাতেই মহিলাকে গুলি করা হয় ৷ গুলি লাগে মহিলার মাথায় ৷ মুহূর্তে লুটিয়ে পড়েন তিনি ৷ গুলির শব্দ পেয়ে আত্মীয়-স্বজনরা ছুটে আসেন ওই ঘরে ৷ তাঁরাই পুলিশে খবর দেন ৷
পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠান ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান দুষ্কৃতীদের গুলি লাগার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই মহিলার ৷ তবে হঠাৎ কেন দুষ্কৃতীরা ওই মহিলার বাড়িতে চড়াও হল তা জানতে তদন্ত শুরু করেছে ৷ পাশাপাশি আততায়ীরা একা ছিল না কি দল বেঁধে এসেছিল তাও খতিয়ে দেখছে পুলিশ ৷ ঘটনায় ওই মহিলার স্বামীকে ও সন্দেহের তালিকায় রেখে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করছে পুলিশ ৷
আরও পড়ুন: রাজনৈতিক প্রতিহংসায় বাবাকে খুন! পলাতক ছেলে ; চাঞ্চল্য মালদায়
নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা ৷ প্রায়শই রাজনৈতিক দলের কর্মীদের খুনের ঘটনা ঘটছে ৷ ওই মহিলার কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন কি না তাও খতিয়ে দেখছে পুলিশ ৷