ETV Bharat / state

ভোটের রণকৌশল নির্ধারণে আমতলায় দলের বৈঠকে অভিষেক - TMC

ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক হালদার আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন ৷ আর সাতগাছিয়ার বিধায়ক সোনালি গুহকে এবার টিকিট দেয়নি তৃণমূল ৷ সেই রাগে তিনি বিজেপিতে যোগদান করেছেন ৷ ফলে ওই দুই কেন্দ্রে নির্বাচন এবার যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের সেই বিষয়টি মাথায় রেখেই এদিনের গুরুত্বপূর্ণ বৈঠকটি হয় ৷

ভোটের রণকৌশল নির্ধারণে আমতলায় দলের বৈঠকে অভিষেক
ভোটের রণকৌশল নির্ধারণে আমতলায় দলের বৈঠকে অভিষেক
author img

By

Published : Mar 13, 2021, 11:23 PM IST

আমতলা, 13 মার্চ : 2021 বিধানসভা ভোটের শাসক দল তৃণমূল কংগ্রেস বিরোধীদের একটুও জমি ছাড়তে নারাজ । তাই ক্রমাগত চলছে রণকৌশল সাজানোর প্রক্রিয়া ৷ তারই অঙ্গ হিসেবে আজ, শনিবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করলেন৷ দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত আমতলায় জেলা পার্টি অফিসে ওই বৈঠক হয়৷ সেখানে দলের পঞ্চায়েত প্রধান, চেয়ারম্যান ও তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা উপস্থিত ছিলেন বলে তৃণমূল কংগ্রেসের একটি সূত্র থেকে জানা গিয়েছে ৷

তৃণমূল কংগ্রেসের ওই সূত্রের দাবি, পরে আবার পরিস্থিতি বুঝে এই ধরনের বৈঠক আবার হতে পারে ৷ এদিন শুধুমাত্র বিষ্ণুপুর, সাতগাছিয়া ও ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের নেতাদের নিয়ে বৈঠক হয়েছে ৷ বৈঠক শেষে এক নেতা জানান যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, বিজেপি যেভাবে মানুষকে ভুল বুঝিয়ে ধর্মের ভিত্তিতে ভোট ভাগ করতে চাইছে, তা রুখে দিতে হবে ৷ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের কথা প্রচারে তুলে ধরতে হবে ৷

আরও পড়ুন : নির্বাচন কমিশন আর স্বতন্ত্র সংস্থা নেই, তৃণমূলে এসে তোপ যশবন্তের

প্রসঙ্গত, ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক হালদার আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন ৷ আর সাতগাছিয়ার বিধায়ক সোনালি গুহকে এবার টিকিট দেয়নি তৃণমূল ৷ সেই রাগে তিনি বিজেপিতে যোগদান করেছেন ৷ ফলে ওই দুই কেন্দ্রে নির্বাচন এবার যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের সেই বিষয়টি মাথায় রেখেই এদিনের গুরুত্বপূর্ণ বৈঠকটি হয় ৷

আমতলা, 13 মার্চ : 2021 বিধানসভা ভোটের শাসক দল তৃণমূল কংগ্রেস বিরোধীদের একটুও জমি ছাড়তে নারাজ । তাই ক্রমাগত চলছে রণকৌশল সাজানোর প্রক্রিয়া ৷ তারই অঙ্গ হিসেবে আজ, শনিবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করলেন৷ দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত আমতলায় জেলা পার্টি অফিসে ওই বৈঠক হয়৷ সেখানে দলের পঞ্চায়েত প্রধান, চেয়ারম্যান ও তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা উপস্থিত ছিলেন বলে তৃণমূল কংগ্রেসের একটি সূত্র থেকে জানা গিয়েছে ৷

তৃণমূল কংগ্রেসের ওই সূত্রের দাবি, পরে আবার পরিস্থিতি বুঝে এই ধরনের বৈঠক আবার হতে পারে ৷ এদিন শুধুমাত্র বিষ্ণুপুর, সাতগাছিয়া ও ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের নেতাদের নিয়ে বৈঠক হয়েছে ৷ বৈঠক শেষে এক নেতা জানান যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, বিজেপি যেভাবে মানুষকে ভুল বুঝিয়ে ধর্মের ভিত্তিতে ভোট ভাগ করতে চাইছে, তা রুখে দিতে হবে ৷ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের কথা প্রচারে তুলে ধরতে হবে ৷

আরও পড়ুন : নির্বাচন কমিশন আর স্বতন্ত্র সংস্থা নেই, তৃণমূলে এসে তোপ যশবন্তের

প্রসঙ্গত, ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক হালদার আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন ৷ আর সাতগাছিয়ার বিধায়ক সোনালি গুহকে এবার টিকিট দেয়নি তৃণমূল ৷ সেই রাগে তিনি বিজেপিতে যোগদান করেছেন ৷ ফলে ওই দুই কেন্দ্রে নির্বাচন এবার যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের সেই বিষয়টি মাথায় রেখেই এদিনের গুরুত্বপূর্ণ বৈঠকটি হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.