ETV Bharat / state

সাগর তীরে বালি শিল্পের মাধ্যমে বাংলার মেয়ের প্রচার

বালি শিল্পের মধ্যে দিয়ে তৃণমূলের প্রচার ৷ সাগর তীরে বালি শিল্পকলায় তুলে ধরা হল ‘‘বাংলা নিজের মেয়েকেই চায়’’ ৷ সেই সঙ্গে তুলে ধরা হয়েছে রাজ্য সরকারের জন কল্যাণমূলক প্রকল্পগুলি ৷ আর এই শিল্পের মাধ্যমে প্রচারকে রূপ দিয়েছেন শিল্পী দেবতোষ দাস ৷

author img

By

Published : Mar 2, 2021, 4:47 PM IST

west bengal assembly election 2021 sand art campagin for tmc in ganga sagar
সাগর তীরে বালি শিল্পের মাধ্যমে বাংলার মেয়ের প্রচার

দক্ষিণ 24 পরগনা, 2 মার্চ : বিধানসভা নির্বাচনের প্রচার এবার গঙ্গাসাগরের তীরে ৷ শিল্পী দোবতোষ দাস বালি দিয়ে ফুটিয়ে তুললেন, ‘‘বাংলা নিজের মেয়েকেই চায়’’ ৷ তৃণমূলের হয়ে প্রচার কাজে নামলেন তিনি ৷ দক্ষিণ 24 পরগনার সাগর ব্লকের বেলা ভূমিতে রাজ্য সরকারের একাধিক প্রকল্পকেও তুলে ধরলেন দেবতোষ দাস ৷

west bengal assembly election 2021 sand art campagin for tmc in ganga sagar
সাগর তীরে বালি শিল্পের মাধ্যমে বাংলার মেয়ের প্রচার

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে ৷ আর সেই সঙ্গে বঙ্গভোটের প্রচারেও কোমর বেঁধে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি ৷ সেই প্রচার মঞ্চে রাজ্যের শাসক দল তৃণমূলের হয়ে প্রচারে নামলেন বালি শিল্পী দেবতোষ দাস ৷ ‘‘বাংলা নিজের মেয়েকেই চায়’’, তৃণমূলের এই নির্বাচনী স্লোগানকেই তাঁর শিল্পের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন শিল্পী ৷ প্রসঙ্গত, গঙ্গাসাগর ব্রাহ্মণ সমাজ কমিটির উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জল কল্যাণমূলক প্রকল্প সাগরের তীরে তুলে ধরা হয় ৷ যেখানে স্বাস্থ্যসাথী, রূপশ্রী, সবুজ সাথী, কন্যাশ্রী, কৃষক বন্ধু, পুরোহিত ভাতা, ইমাম ভাতা সহ একাধিক প্রকল্প বালি শিল্পের মধ্যে দিয়ে তুলে ধরেন দেবতোষ দাস ৷

আরও পড়ুন : পৈলানে মমতা-অভিষেকের সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে

এনিয়ে দেবতোষ দাস জানান, মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্য়মন্ত্রী করতে, এই অভিনব প্রচার কর্মসূচি নেওয়া হয়েছে ৷ তাই এই শিল্পের মাধ্যমে সাধারণ মানুষের কাছে রাজ্য সরকারের জনহিতকর প্রকল্পগুলি তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে জানান শিল্পী ৷ এদিনের এই বালি শিল্পের মাধ্যমে প্রচার কাজে হাজির ছিলেন সাগর কেন্দ্রের তৃণমূল বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা ৷

দক্ষিণ 24 পরগনা, 2 মার্চ : বিধানসভা নির্বাচনের প্রচার এবার গঙ্গাসাগরের তীরে ৷ শিল্পী দোবতোষ দাস বালি দিয়ে ফুটিয়ে তুললেন, ‘‘বাংলা নিজের মেয়েকেই চায়’’ ৷ তৃণমূলের হয়ে প্রচার কাজে নামলেন তিনি ৷ দক্ষিণ 24 পরগনার সাগর ব্লকের বেলা ভূমিতে রাজ্য সরকারের একাধিক প্রকল্পকেও তুলে ধরলেন দেবতোষ দাস ৷

west bengal assembly election 2021 sand art campagin for tmc in ganga sagar
সাগর তীরে বালি শিল্পের মাধ্যমে বাংলার মেয়ের প্রচার

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে ৷ আর সেই সঙ্গে বঙ্গভোটের প্রচারেও কোমর বেঁধে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি ৷ সেই প্রচার মঞ্চে রাজ্যের শাসক দল তৃণমূলের হয়ে প্রচারে নামলেন বালি শিল্পী দেবতোষ দাস ৷ ‘‘বাংলা নিজের মেয়েকেই চায়’’, তৃণমূলের এই নির্বাচনী স্লোগানকেই তাঁর শিল্পের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন শিল্পী ৷ প্রসঙ্গত, গঙ্গাসাগর ব্রাহ্মণ সমাজ কমিটির উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জল কল্যাণমূলক প্রকল্প সাগরের তীরে তুলে ধরা হয় ৷ যেখানে স্বাস্থ্যসাথী, রূপশ্রী, সবুজ সাথী, কন্যাশ্রী, কৃষক বন্ধু, পুরোহিত ভাতা, ইমাম ভাতা সহ একাধিক প্রকল্প বালি শিল্পের মধ্যে দিয়ে তুলে ধরেন দেবতোষ দাস ৷

আরও পড়ুন : পৈলানে মমতা-অভিষেকের সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে

এনিয়ে দেবতোষ দাস জানান, মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্য়মন্ত্রী করতে, এই অভিনব প্রচার কর্মসূচি নেওয়া হয়েছে ৷ তাই এই শিল্পের মাধ্যমে সাধারণ মানুষের কাছে রাজ্য সরকারের জনহিতকর প্রকল্পগুলি তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে জানান শিল্পী ৷ এদিনের এই বালি শিল্পের মাধ্যমে প্রচার কাজে হাজির ছিলেন সাগর কেন্দ্রের তৃণমূল বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.