ETV Bharat / state

ভোট ময়দানে খেলতে চায় বামেরাও, কেমন হবে সে খেলা ? - রায়দিঘিতে কান্তি গাঙ্গুলি

আমফান দুর্নীতি থেকে শুরু করে বেকারদের কর্মসংস্থান... কোন কোন ইশুতে খেলতে চাইছে বামেরা ? জানালেন কান্তি গঙ্গোপাধ্যায় ।

West Bengal Assembly Election 2021
ছবি
author img

By

Published : Feb 14, 2021, 7:11 PM IST

রায়দিঘি, 14 ফেব্রুয়ারি : 28 ফেব্রুয়ারি বাম-কংগ্রেস মহাজোটের পক্ষ থেকে ব্রিগেড সমাবেশের প্রস্তুতির জন্য পদযাত্রা করলেন রায়দিঘিতে বাম ও কংগ্রেস কর্মী ও সমর্থকরা । আজ বিকেলে রায়দিঘি বাজার থেকে বাম কংগ্রেস জোটের এই পদযাত্রায় পা মেলান প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়, শমীক লাহিড়ী, কুলতলির সিপিএম বিধায়ক রামশঙ্কর হালদার ও কংগ্রেস নেতা মনোরঞ্জন হালদার সহ বাম ও কংগ্রেসের জেলা নেতৃত্বরা । মিছিল প্রায় 6 কিলোমিটার রাস্তা পার করে কম্পানির ঠেক পর্যন্ত যায় । পরে সেখানকার একটি মাঠে সভা করেন বাম কংগ্রেস নেতৃত্ব ।

মিছিল শেষে কান্তি গঙ্গোপাধ্যায় বলেন, "এখন তো শুধু শুনছি খেলা হবে, খেলা হবে । আমরা এমন খেলা খেলতে চাই, যাতে আমফানের চাল চোর, ত্রিপল চোরদেরকে জেলে ঢোকানো যায়, বেকার যুবকরা যেন কাজ পায়, নিত্য প্রয়োজনীয় জিনিস গণবণ্টনের মাধ্যমে দেওয়া হয় ।" পাশাপাশি, সুন্দরবনের বেহাল নদী বাঁধ তৈরির জন্য বরাদ্দ চার হাজার কোটি টাকা ফেরত গেল কেন, সেই ইশুতেও বামেরা খেলতে চায় বলে জানিয়ে দিলেন তিনি ।

West Bengal Assembly Election 2021
দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে বামেদের পদযাত্রা

আরও পড়ুন : পান্ডবেশ্বরে রাম-নাম করে "খেলা হবে" বার্তা তৃণমূল নেতার

কান্তি গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন, "জয়নগর-রায়দিঘি রেললাইন হল না কেন ? রায়দিঘি বাজারে কোল্ড স্টোরেজ ও মার্কেট কমপ্লেক্স হল না কেন ? এই 10 বছরের একটাও সেতু হল না কেন ?" এই সমস্ত ইশুতেই বামেরা খেলতে চায় বলে জানিয়ে দিলেন তিনি ।

কেমন হবে বামেদের খেলা ? জানালেন কান্তি গঙ্গোপাধ্যায়

শমীক লাহিড়ী বলেন, "বিরিয়ানির লোভে আর 500 টাকার লোভে কেউ আসেনি । তোলাবাজ সরকারকে হঠাতে হবে । একুশ সালের বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে নতুন করে যাত্রা শুরু করবে ।"

রায়দিঘি, 14 ফেব্রুয়ারি : 28 ফেব্রুয়ারি বাম-কংগ্রেস মহাজোটের পক্ষ থেকে ব্রিগেড সমাবেশের প্রস্তুতির জন্য পদযাত্রা করলেন রায়দিঘিতে বাম ও কংগ্রেস কর্মী ও সমর্থকরা । আজ বিকেলে রায়দিঘি বাজার থেকে বাম কংগ্রেস জোটের এই পদযাত্রায় পা মেলান প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়, শমীক লাহিড়ী, কুলতলির সিপিএম বিধায়ক রামশঙ্কর হালদার ও কংগ্রেস নেতা মনোরঞ্জন হালদার সহ বাম ও কংগ্রেসের জেলা নেতৃত্বরা । মিছিল প্রায় 6 কিলোমিটার রাস্তা পার করে কম্পানির ঠেক পর্যন্ত যায় । পরে সেখানকার একটি মাঠে সভা করেন বাম কংগ্রেস নেতৃত্ব ।

মিছিল শেষে কান্তি গঙ্গোপাধ্যায় বলেন, "এখন তো শুধু শুনছি খেলা হবে, খেলা হবে । আমরা এমন খেলা খেলতে চাই, যাতে আমফানের চাল চোর, ত্রিপল চোরদেরকে জেলে ঢোকানো যায়, বেকার যুবকরা যেন কাজ পায়, নিত্য প্রয়োজনীয় জিনিস গণবণ্টনের মাধ্যমে দেওয়া হয় ।" পাশাপাশি, সুন্দরবনের বেহাল নদী বাঁধ তৈরির জন্য বরাদ্দ চার হাজার কোটি টাকা ফেরত গেল কেন, সেই ইশুতেও বামেরা খেলতে চায় বলে জানিয়ে দিলেন তিনি ।

West Bengal Assembly Election 2021
দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে বামেদের পদযাত্রা

আরও পড়ুন : পান্ডবেশ্বরে রাম-নাম করে "খেলা হবে" বার্তা তৃণমূল নেতার

কান্তি গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন, "জয়নগর-রায়দিঘি রেললাইন হল না কেন ? রায়দিঘি বাজারে কোল্ড স্টোরেজ ও মার্কেট কমপ্লেক্স হল না কেন ? এই 10 বছরের একটাও সেতু হল না কেন ?" এই সমস্ত ইশুতেই বামেরা খেলতে চায় বলে জানিয়ে দিলেন তিনি ।

কেমন হবে বামেদের খেলা ? জানালেন কান্তি গঙ্গোপাধ্যায়

শমীক লাহিড়ী বলেন, "বিরিয়ানির লোভে আর 500 টাকার লোভে কেউ আসেনি । তোলাবাজ সরকারকে হঠাতে হবে । একুশ সালের বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে নতুন করে যাত্রা শুরু করবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.