ক্যানিং, 14 মার্চ : বিজেপির তরফ থেক আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করা হয়েছে আজ । তাতে অর্ণব রায় দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম তফশিলি বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী । তাঁর নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই খুশির হাওয়া বয়ে যায় সমর্থকদের মধ্যে । আনন্দে রাস্তায় নেমে আসেন তারা । ক্যানিং দিঘিরপাড় অঞ্চলের বিজেপির পার্টি অফিসে একের পর এক বিজেপির কর্মী সমর্থকরা ফুল মিষ্টি দিয়ে বিজেপির প্রার্থী অর্ণব রায় কে সম্বর্ধনা জানায় ।
জয়ের ব্যাপারে একশ শতাংশ আশবাদী অর্ণব রায় জানিয়েছেন, "উন্নয়ন কে সামনে রেখে সোনার বাংলা গড়ে তুলতে মানুষের আশীর্বাদে বাংলায় বিজেপির সরকার গঠন হবে ।" তিনি আরও বলেন, সুন্দরবনের সার্বিক উন্নয়নে ক্যানিং ভাঙনখালি এবং ঝড়খালি পর্যন্ত রেল সম্প্রসারণের কাজ করা হবে ।" এবং এই কাজ করতে গিয়ে যে সব মানুষ ভিটে ছাড়া হবেন তাদের ফের বসবাসের ব্যবস্থাও করা হবে বলে তিনি জানান ।
আরও পড়ুন : পুজো দিয়ে, খোল বাজিয়ে লঞ্চে প্রচার জয়ন্ত
অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে ক্যানিং পশ্চিম কেন্দ্রের প্রার্থী করা হয়েছে পরেশ রাম দাসকে । সম্পূর্ণ নতুন মুখ তিনি । এই কেন্দ্রের দুই বারের তৃণমূল কংগ্রেসের বিধায়ক শ্যামল মন্ডলকে বাসন্তী কেন্দ্রের প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস ।
আরও পড়ুন : ভোটের রণকৌশল নির্ধারণে আমতলায় দলের বৈঠকে অভিষেক
6 এপ্রিল রাজ্যের তৃতীয় দফায় এই বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ । কি হবে ফলাফল, তা জানা যাবে নির্বাচনের পরই । তবে এদিন প্রার্থী হিসাবে অর্ণব রায়কে পেয়ে বিজেপির কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন ।