ETV Bharat / state

Arms Recover : বাসন্তীতে উদ্ধার বেআইনি আগ্নেয়াস্ত্র, ধৃত 1

বাসন্তী থানার পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে, সাতকেওড়া গ্রামের বাসিন্দা হান্নান মোল্লার বাড়িতে হানা দেওয়া হয়। সেখান থেকে উদ্ধার হয়েছে দুটি বন্দুক-সহ অন্যান্য বেশ কিছু অস্ত্র।

Arms Recover
বাসন্তীতে উদ্ধার বেআইনি আগ্নেয়াস্ত্র, ধৃত 1
author img

By

Published : Oct 29, 2021, 10:41 PM IST

বাসন্তী, 29 অক্টোবর: গোসাবায় উপনির্বাচনের আগের দিন বাসন্তীতে উদ্ধার হল বেআইনি আগ্নেয়াস্ত্র। শুক্রবার বাসন্তী থানার অন্তর্গত সাতকেওড়া হায়দার মোড় এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ওই আগ্নেয়াস্ত্র উদ্ধার করে । অস্ত্র মজুতের ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।

বাসন্তী থানার পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে, সাতকেওড়া গ্রামের বাসিন্দা হান্নান মোল্লার বাড়িতে হানা দেওয়া হয়। সেখান থেকে উদ্ধার হয়েছে দুটি বন্দুক-সহ অন্যান্য বেশ কিছু অস্ত্র। এরপর, হান্নানের গোটা বাড়ি ঘিরে ফেলে পুলিশ। চলে তল্লাশিও। গ্রেফতার করা হয় হান্নানকে।

আরও পড়ুন : Fuel Price Hike: মালদায় কেরোসিনে বাস চালানোর অভিযোগ বাস মালিকের বিরুদ্ধে

হান্নান কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। কোথা থেকে এই বন্দুক ও আগ্নেয়াস্ত্র আনা হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, ধৃত হান্নান গ্রামের বাড়িতে একাই থাকতেন। আশেপাশে কারওর সঙ্গে বিশেষ মেলামেশা করতেন না। তিনি কী করেন, উপার্জনের মাধ্যম কী, কিছুই জানতেন না কেউ । পুলিশি অভিযানের জেরেই হান্নানের অস্ত্র মজুত করার খবরটি সামনে আসে। এলাকাবাসীরা জানিয়েছেন, মাঝেমধ্যেই হান্নানের সঙ্গে বাইরের কিছু লোক দেখা করতে আসত। তবে তারা কারা ও কেন আসত তা স্পষ্ট নয়।

বাসন্তী, 29 অক্টোবর: গোসাবায় উপনির্বাচনের আগের দিন বাসন্তীতে উদ্ধার হল বেআইনি আগ্নেয়াস্ত্র। শুক্রবার বাসন্তী থানার অন্তর্গত সাতকেওড়া হায়দার মোড় এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ওই আগ্নেয়াস্ত্র উদ্ধার করে । অস্ত্র মজুতের ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।

বাসন্তী থানার পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে, সাতকেওড়া গ্রামের বাসিন্দা হান্নান মোল্লার বাড়িতে হানা দেওয়া হয়। সেখান থেকে উদ্ধার হয়েছে দুটি বন্দুক-সহ অন্যান্য বেশ কিছু অস্ত্র। এরপর, হান্নানের গোটা বাড়ি ঘিরে ফেলে পুলিশ। চলে তল্লাশিও। গ্রেফতার করা হয় হান্নানকে।

আরও পড়ুন : Fuel Price Hike: মালদায় কেরোসিনে বাস চালানোর অভিযোগ বাস মালিকের বিরুদ্ধে

হান্নান কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। কোথা থেকে এই বন্দুক ও আগ্নেয়াস্ত্র আনা হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, ধৃত হান্নান গ্রামের বাড়িতে একাই থাকতেন। আশেপাশে কারওর সঙ্গে বিশেষ মেলামেশা করতেন না। তিনি কী করেন, উপার্জনের মাধ্যম কী, কিছুই জানতেন না কেউ । পুলিশি অভিযানের জেরেই হান্নানের অস্ত্র মজুত করার খবরটি সামনে আসে। এলাকাবাসীরা জানিয়েছেন, মাঝেমধ্যেই হান্নানের সঙ্গে বাইরের কিছু লোক দেখা করতে আসত। তবে তারা কারা ও কেন আসত তা স্পষ্ট নয়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.