ETV Bharat / state

বিদ্যাসাগরের মূর্তি বানাতে তোর টাকা থোড়াই নেব, মোদিরই স্ট্যাচু হবে বাংলায় : মমতা - loksabha

মথুরাপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী চৌধুরি মোহন জাটুয়ার সমর্থনে প্রচারে এলেন মমতা ব্যানার্জি ।

মমতা ব্যানার্জি
author img

By

Published : May 16, 2019, 1:41 PM IST

Updated : May 16, 2019, 2:45 PM IST

মথুরাপুর, 16 মে : মথুরাপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী চৌধুরি মোহন জাটুয়ার সমর্থনে প্রচারে এলেন মমতা ব্যানার্জি । সেখানে তিনি মোদির বক্তব্যের পালটা বলেন, "তোরা বিদ্যাসাগরের মূর্তি তৈরি করলেও নেব না । বাংলার টাকা আছে বিদ্যাসাগরের মূর্তি বানানোর । 200 বছর আগের ঐতিহ্য ফিরিয়ে দিতে পারবে ? কান ধরে ওঠ-বোস করা উচিত প্রধানমন্ত্রীর । মিথ্যাবাদী । বলছে, তৃণমূল নাকি মূর্তি ভেঙেছে । প্রমাণ না করতে পারলে জেলে নিয়ে যাব তোমায় । আমাদের কাছে তথ্য আছে । ভাবো কী নিজেকে ?"

আজ উত্তরপ্রদেশের মৌ-এর সভা থেকে নরেন্দ্র মোদি বলেন, "বিদ্যাসাগরের পঞ্চধাতুর মূর্তি পুনঃস্থাপন করব । তৃণমূলের গুন্ডারা মনীষীর মূর্তি ভেঙেছে । যা অনভিপ্রেত ।" এর জবাবে মথুরাপুরের সভা থেকে মমতা বলেন, "তোর টাকা থোড়াই নেব । বাংলার টাকা আছে ।"

এদিকে, গতকাল 324 ধারা জারি করে প্রচারের সময়সীমা আজ রাত পর্যন্ত বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন । যা নিয়ে BJP-কে কটাক্ষ করতে ছাড়েননি মমতা । বলেন, "ইলেকশন কমিশন BJP-র কাছে বিক্রি হয়ে গেছে । এই কথা বলে আমি জেলে যেতেও রাজি ।" তিনি বলেন, "আমার জনসভা ছিল আগামীকাল । সন্ধ্যায় জানতে পারি আগামীকাল কোনও মিটিং করা যাবে না । তাই, দিন পরিবর্তনের সিদ্ধান্ত নিই । কালকের যত কর্মসূচি ছিল আজ সব করতে হবে । আজ 20 কিলোমিটার মিছিল আছে ।"

রাজ্যে আগামীদিনে 27 হাজার মানুষের চাকরি হবে বলেও জানান মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "রাজ্যে অনেক নতুন প্রজেক্ট রয়েছে । বহু মানুষের চাকরি হবে । এছাড়া, পলিটেকনিক, ড্রাইভিং, চুলকাটার, ট্রেনিং নিন । কোনও কাজ ছোটো নয় । কৃষকদের জমিতে খাজনা মকুব । মিউটেশন ফি তুলে দেওয়া হয়েছে । আমরা এ সব তুলে দিয়েছি ।"

মমতা আশঙ্কাপ্রকাশ করে বলেন, "আমাকে দুর্ঘটনায় মেরে ফেলতে পারে । দুষ্কৃতীদের গুলি-বন্দুক কেড়ে নিতে হবে । মহিলা বাহিনী চাই। আজ থেকে গ্রামে গ্রামে মহিলা বাহিনী তৈরি করছি । আমার পাহাড়াদার মা-বোনেরা । ওরা জানে না আমাকে আটকানো যায় না। আমি বড় কঠিন লোক । আমি বিপদসীমা টপকে যাই । আমার প্রচার বন্ধ করার চেষ্টা করেছিল । মোদিবাবু আপনি আমার কিছু করতে পারবেন না। বাংলার মানুষ আপনারই মূর্তি বানিয়ে দেবে ।"

মথুরাপুর, 16 মে : মথুরাপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী চৌধুরি মোহন জাটুয়ার সমর্থনে প্রচারে এলেন মমতা ব্যানার্জি । সেখানে তিনি মোদির বক্তব্যের পালটা বলেন, "তোরা বিদ্যাসাগরের মূর্তি তৈরি করলেও নেব না । বাংলার টাকা আছে বিদ্যাসাগরের মূর্তি বানানোর । 200 বছর আগের ঐতিহ্য ফিরিয়ে দিতে পারবে ? কান ধরে ওঠ-বোস করা উচিত প্রধানমন্ত্রীর । মিথ্যাবাদী । বলছে, তৃণমূল নাকি মূর্তি ভেঙেছে । প্রমাণ না করতে পারলে জেলে নিয়ে যাব তোমায় । আমাদের কাছে তথ্য আছে । ভাবো কী নিজেকে ?"

আজ উত্তরপ্রদেশের মৌ-এর সভা থেকে নরেন্দ্র মোদি বলেন, "বিদ্যাসাগরের পঞ্চধাতুর মূর্তি পুনঃস্থাপন করব । তৃণমূলের গুন্ডারা মনীষীর মূর্তি ভেঙেছে । যা অনভিপ্রেত ।" এর জবাবে মথুরাপুরের সভা থেকে মমতা বলেন, "তোর টাকা থোড়াই নেব । বাংলার টাকা আছে ।"

এদিকে, গতকাল 324 ধারা জারি করে প্রচারের সময়সীমা আজ রাত পর্যন্ত বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন । যা নিয়ে BJP-কে কটাক্ষ করতে ছাড়েননি মমতা । বলেন, "ইলেকশন কমিশন BJP-র কাছে বিক্রি হয়ে গেছে । এই কথা বলে আমি জেলে যেতেও রাজি ।" তিনি বলেন, "আমার জনসভা ছিল আগামীকাল । সন্ধ্যায় জানতে পারি আগামীকাল কোনও মিটিং করা যাবে না । তাই, দিন পরিবর্তনের সিদ্ধান্ত নিই । কালকের যত কর্মসূচি ছিল আজ সব করতে হবে । আজ 20 কিলোমিটার মিছিল আছে ।"

রাজ্যে আগামীদিনে 27 হাজার মানুষের চাকরি হবে বলেও জানান মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "রাজ্যে অনেক নতুন প্রজেক্ট রয়েছে । বহু মানুষের চাকরি হবে । এছাড়া, পলিটেকনিক, ড্রাইভিং, চুলকাটার, ট্রেনিং নিন । কোনও কাজ ছোটো নয় । কৃষকদের জমিতে খাজনা মকুব । মিউটেশন ফি তুলে দেওয়া হয়েছে । আমরা এ সব তুলে দিয়েছি ।"

মমতা আশঙ্কাপ্রকাশ করে বলেন, "আমাকে দুর্ঘটনায় মেরে ফেলতে পারে । দুষ্কৃতীদের গুলি-বন্দুক কেড়ে নিতে হবে । মহিলা বাহিনী চাই। আজ থেকে গ্রামে গ্রামে মহিলা বাহিনী তৈরি করছি । আমার পাহাড়াদার মা-বোনেরা । ওরা জানে না আমাকে আটকানো যায় না। আমি বড় কঠিন লোক । আমি বিপদসীমা টপকে যাই । আমার প্রচার বন্ধ করার চেষ্টা করেছিল । মোদিবাবু আপনি আমার কিছু করতে পারবেন না। বাংলার মানুষ আপনারই মূর্তি বানিয়ে দেবে ।"

Intro:ক্যানিংয়ে বিজেপির ফ্ল্যাগ ছেড়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।Body:ক্যানিংয়ের ইটখোলা তে বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনা ক্যানিং থানার রেদোখালি এলাকার ঘটনা। আজ সকালে স্থানীয় বাসিন্দারা বিজেপির দলীয় পতাকা ছেরা অবস্থায় দেখতে পাই। সেগুলি ছিড়ে মাটিতে যত্রতত্র জড়িয়ে থাকতে দেখে। এরপর বিজেপি কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে। অভিযোগের আঙুল তুলেছে তৃণমূলের দিকে। এক বিজেপি কর্মী দাবি এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্যই বিজেপির দলীয় পতাকা ছিড়ে মাটিতে ফেলে দিয়েছে তৃণমূল। এর পাশাপাশি তিনি জানান তৃণমূলের কর্মী সমর্থকরা বুঝতে পেরেছে এলাকায় তাদের শক্তি কমেছে তার জন্যই তারা ফ্ল্যাগ ছিঁড়ে দিয়েছে। বিজেপির তোলা এই অভিযোগ অস্বীকার করে তৃণমূলের ইটখোলা অঞ্চল সভাপতি। তিনি দাবি করেন ঝড়ে তৃণমূলের একাধিক পতাকা হাওয়ায় উড়ে পড়ে গেছে। বিজেপি মিথ্যা অভিযোগ করছে। আমরা ওদের পতাকা ছিড়ে ফেলিনি। অভিযোগ পাল্টা অভিযোগের চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে যায়। Conclusion:এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।
Last Updated : May 16, 2019, 2:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.