মথুরাপুর, 16 মে : মথুরাপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী চৌধুরি মোহন জাটুয়ার সমর্থনে প্রচারে এলেন মমতা ব্যানার্জি । সেখানে তিনি মোদির বক্তব্যের পালটা বলেন, "তোরা বিদ্যাসাগরের মূর্তি তৈরি করলেও নেব না । বাংলার টাকা আছে বিদ্যাসাগরের মূর্তি বানানোর । 200 বছর আগের ঐতিহ্য ফিরিয়ে দিতে পারবে ? কান ধরে ওঠ-বোস করা উচিত প্রধানমন্ত্রীর । মিথ্যাবাদী । বলছে, তৃণমূল নাকি মূর্তি ভেঙেছে । প্রমাণ না করতে পারলে জেলে নিয়ে যাব তোমায় । আমাদের কাছে তথ্য আছে । ভাবো কী নিজেকে ?"
আজ উত্তরপ্রদেশের মৌ-এর সভা থেকে নরেন্দ্র মোদি বলেন, "বিদ্যাসাগরের পঞ্চধাতুর মূর্তি পুনঃস্থাপন করব । তৃণমূলের গুন্ডারা মনীষীর মূর্তি ভেঙেছে । যা অনভিপ্রেত ।" এর জবাবে মথুরাপুরের সভা থেকে মমতা বলেন, "তোর টাকা থোড়াই নেব । বাংলার টাকা আছে ।"
এদিকে, গতকাল 324 ধারা জারি করে প্রচারের সময়সীমা আজ রাত পর্যন্ত বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন । যা নিয়ে BJP-কে কটাক্ষ করতে ছাড়েননি মমতা । বলেন, "ইলেকশন কমিশন BJP-র কাছে বিক্রি হয়ে গেছে । এই কথা বলে আমি জেলে যেতেও রাজি ।" তিনি বলেন, "আমার জনসভা ছিল আগামীকাল । সন্ধ্যায় জানতে পারি আগামীকাল কোনও মিটিং করা যাবে না । তাই, দিন পরিবর্তনের সিদ্ধান্ত নিই । কালকের যত কর্মসূচি ছিল আজ সব করতে হবে । আজ 20 কিলোমিটার মিছিল আছে ।"
রাজ্যে আগামীদিনে 27 হাজার মানুষের চাকরি হবে বলেও জানান মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "রাজ্যে অনেক নতুন প্রজেক্ট রয়েছে । বহু মানুষের চাকরি হবে । এছাড়া, পলিটেকনিক, ড্রাইভিং, চুলকাটার, ট্রেনিং নিন । কোনও কাজ ছোটো নয় । কৃষকদের জমিতে খাজনা মকুব । মিউটেশন ফি তুলে দেওয়া হয়েছে । আমরা এ সব তুলে দিয়েছি ।"
মমতা আশঙ্কাপ্রকাশ করে বলেন, "আমাকে দুর্ঘটনায় মেরে ফেলতে পারে । দুষ্কৃতীদের গুলি-বন্দুক কেড়ে নিতে হবে । মহিলা বাহিনী চাই। আজ থেকে গ্রামে গ্রামে মহিলা বাহিনী তৈরি করছি । আমার পাহাড়াদার মা-বোনেরা । ওরা জানে না আমাকে আটকানো যায় না। আমি বড় কঠিন লোক । আমি বিপদসীমা টপকে যাই । আমার প্রচার বন্ধ করার চেষ্টা করেছিল । মোদিবাবু আপনি আমার কিছু করতে পারবেন না। বাংলার মানুষ আপনারই মূর্তি বানিয়ে দেবে ।"