সাতগাছিয়া, 5 মার্চ : তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক । প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন বহু বিধায়ক । সংযোজন হয়েছে কিছু নতুন মুখ । তেমনই সাতগাছিয়া বিধানসভায় থেকে তৃণমূলের প্রার্থী হলেন মোহন চন্দ্র নস্কর । প্রার্থী তালিকা থেকে বাদ পড়লেন সাতগাছিয়া বিধানসভার দীর্ঘদিনের বিধায়ক সোনালি গুহ ।
সম্প্রতি সাতগাছিয়ার বিধায়ক সোনালি গুহ-র রেটিং খুব ভালো ছিল । এমনকী তাঁর বিধানসভা কেন্দ্রে সোনালির বিরূদ্ধে চলে গেছেন দলেরই বেশ কিছু নেতা । গত কয়েক বছরে ডায়াবেটিস কাবু করেছে দাপুটে সোনালি গুহকে । চলাফেরার ক্ষেত্রেও বেশ অসুবিধা হয় তাঁর । কলকাতা থেকে সাতগাছিয়া গিয়ে বিধানসভার কাজ দেখভাল করতেও অনেক সমস্যা দেখা দিচ্ছে । তাই একুশের নির্বাচনে আর সোনালি গুহকে প্রার্থী করলেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । আর তাতেই মনখারাপ বিদায়ী বিধায়কের । মেনে নিতে পারছেন না, দলনেত্রী এমন সিদ্ধান্তও নিতে পারেন বলে । সাতগাছিয়ায় টিকিট না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন তৃণমূল বিধায়ক সোনালি গুহ । বললেন, দীর্ঘদিন একসঙ্গে থাকার একটা দাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস । ভালোই সম্মান পেলাম ।গত শনিবারই জয়রামপুরের খগেশ্বর মন্দিরে পুজো দিয়ে এসেছিলেন তিনি । তখনও ভেবেছিলেন তাঁকে সাতগাছিয়া কেন্দ্রের প্রার্থী করা হবে । এরপর পেট্রোপণ্যের দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বিধানসভা এলাকা চষে বেড়িয়েছেন । টোটো করে মানুষের দরজায় গিয়েছেন । তাঁদের আশীর্বাদ চেয়েছেন । এদিন সেসব কথা বলতে বলতেই গলা ভার হয়ে আসছিল তাঁর । আর ওই মানুষগুলোর সঙ্গে দেখা হবে না ভেবে নিতে পারছেন না তিনি ।
আরও পড়ুন : প্রার্থী হতে না পেরে কেঁদে ফেললেন আরাবুল ইসলাম
এদিন আশাহত সোনালি গুহ বলেন, সব সময় দিদিকে আইডল মেনে চলেছি । আজ এই ঘোষণায় বড় আঘাত পেলাম । তবে আমি চাইব দিদি আবার মুখ্যমন্ত্রী হোন । কাঁদতে কাঁদতে এবার তিনি বলতে থাকেন, আমাকে যদি ডেকে একবার বলতেন এত কষ্ট পেতাম না । অনেকেই বলছে আমি নাকি অসুস্থ । আমার সুগারটা একটু বাড়ে কমে । এর জন্য আমাকে এবার কোনও আসন দেওয়া হল না ভাবতে কষ্ট হচ্ছে ।