ETV Bharat / state

"কচুশাক খেয়ে দিন কাটছে", মথুরাপুরে বিক্ষোভ - দক্ষিণ 24 পরগণা

রেশনের দাবিতে বিক্ষোভ দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে ৷ পুলিশকেও বিক্ষোভের মুখে পড়তে হয় ৷

Villagers protesting on demand of ration during lockdown
মথুরাপুর
author img

By

Published : Apr 22, 2020, 1:10 PM IST

Updated : Apr 22, 2020, 9:03 PM IST

মথুরাপুর, 22 এপ্রিল : লকডাউনে রেশন না পাওয়ায় রাস্তায় নেমে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের ৷ তাদের অভিযোগ, গত একসপ্তাহ ধরে তারা কচু শাক খেয়ে দিন কাটাচ্ছে ৷ রেশন পায়নি ৷ এর প্রতিবাদে সকাল ন’টা থেকে ঘোড়াদল রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করে রাধাকান্তপুর, পানাপুকুর, কালীতলা, শম্ভুচন্দ্রপুর, সুদিরঘাট গ্রামের বাসিন্দারা ৷

বিক্ষোভকারীদের দাবি, তাদের সঙ্গে বঞ্চনা করা হচ্ছে ৷ স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য বিমলেন্দু জাতুয়া তাদের কথা শুনছেন না । পঞ্চায়েত প্রধান সুবোধ চন্দ্র হালদারকে অভাব অভিযোগ জানানো হয়েছে ৷ তবে সমস্যার সমাধান হয়নি ৷ আরও অভিযোগ, রেশনের সামগ্রী মজুত করে রাখা হচ্ছে ৷ অথচ তাদের দেওয়া হচ্ছে না ৷ বাড়িতে চাল-ডাল নেই ৷ তাই তাদের কচুশাক খেয়ে দিন কাটাতে হচ্ছে ৷ সরকার প্রতিশ্রুতি দিয়েছে রেশন দেওয়ার ৷ তারপরও কেন দেওয়া হচ্ছে না ? এই প্রশ্ন তুলেছে বিক্ষুব্ধরা ৷

অবরোধ ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ খবর পেয়ে মথুরাপুর থানার পুলিশ ঘটনাস্থানে আসে ৷ পুলিশকর্মীদের দেখে বিক্ষোভ দেখাতে শুরু করে উত্তেজিত লোকজন । বিক্ষোভের মুখে পড়ে পিছিয়ে যায় পুলিশ । রাস্তার উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয় ।

মথুরাপুরে রেশনের দাবিতে বিক্ষোভ

মথুরাপুর, 22 এপ্রিল : লকডাউনে রেশন না পাওয়ায় রাস্তায় নেমে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের ৷ তাদের অভিযোগ, গত একসপ্তাহ ধরে তারা কচু শাক খেয়ে দিন কাটাচ্ছে ৷ রেশন পায়নি ৷ এর প্রতিবাদে সকাল ন’টা থেকে ঘোড়াদল রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করে রাধাকান্তপুর, পানাপুকুর, কালীতলা, শম্ভুচন্দ্রপুর, সুদিরঘাট গ্রামের বাসিন্দারা ৷

বিক্ষোভকারীদের দাবি, তাদের সঙ্গে বঞ্চনা করা হচ্ছে ৷ স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য বিমলেন্দু জাতুয়া তাদের কথা শুনছেন না । পঞ্চায়েত প্রধান সুবোধ চন্দ্র হালদারকে অভাব অভিযোগ জানানো হয়েছে ৷ তবে সমস্যার সমাধান হয়নি ৷ আরও অভিযোগ, রেশনের সামগ্রী মজুত করে রাখা হচ্ছে ৷ অথচ তাদের দেওয়া হচ্ছে না ৷ বাড়িতে চাল-ডাল নেই ৷ তাই তাদের কচুশাক খেয়ে দিন কাটাতে হচ্ছে ৷ সরকার প্রতিশ্রুতি দিয়েছে রেশন দেওয়ার ৷ তারপরও কেন দেওয়া হচ্ছে না ? এই প্রশ্ন তুলেছে বিক্ষুব্ধরা ৷

অবরোধ ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ খবর পেয়ে মথুরাপুর থানার পুলিশ ঘটনাস্থানে আসে ৷ পুলিশকর্মীদের দেখে বিক্ষোভ দেখাতে শুরু করে উত্তেজিত লোকজন । বিক্ষোভের মুখে পড়ে পিছিয়ে যায় পুলিশ । রাস্তার উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয় ।

মথুরাপুরে রেশনের দাবিতে বিক্ষোভ
Last Updated : Apr 22, 2020, 9:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.