ETV Bharat / state

গঙ্গাসাগরের পথে শ'য়ে শ'য়ে পুণ্যার্থী, মুড়িগঙ্গা নদীতে আটকে গেল যাত্রীবোঝাই ভেসেল - West Bengal

Vessel stuck towards Gangasagar: গঙ্গাসাগরে আসছিল পুণ্যার্থীবোঝাই ভেসেল ৷ আসার সময় হঠাৎ নদীর চরে আটকে গেল ৷

ETV Bharat
নদীর চরে আটকে ভেসেল
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2024, 8:44 PM IST

গঙ্গাসাগর মেলায় আসার সময় মুড়িগঙ্গা নদীতে আটকে গেল ভেসেল

কাকদ্বীপ, 14 জানুয়ারি: জমে উঠেছে গঙ্গাসাগর মেলা ৷ রাত পোহালেই মকর সংক্রান্তির পুণ্যস্নান ৷ এদিকে তার আগে ভোগান্তির শিকার গঙ্গাসাগরে আশা ভিন রাজ্যের পুণ্যার্থীরা ৷ গঙ্গাসাগরে আসার সময় মুড়িগঙ্গা নদীতে আটকে গেল তীর্থযাত্রী বোঝাই ভেসেল ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেল 5.20 মিনিট নাগাদ 400 জন যাত্রী নিয়ে কাকদ্বীপের লট নম্বর 8 ভেসেল ঘাট থেকে একটি ভেসেল কচুবেড়িয়ার উদ্দেশ্যে রওনা দেয় ৷ এরপরই সেটি মুড়িগঙ্গা নদীর মাঝখানের চরে আটকে যায় ৷ 30 মিনিটেরও বেশি সময় ধরে ভেসেলটি চরে আটকে থাকে ৷ স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন ভেসেলটিতে থাকা পুণ্যার্থীরা ৷

স্থানীয় প্রশাসনের কাছে এই খবর পৌঁছনো মাত্র ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ কাকদ্বীপ লট নম্বর 8 ভেসেল ঘাট থেকে রওনা দেয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি স্পিডবোট ৷ এছাড়া যাত্রীদের অন্য একটি ভেসেলে তুলে পার করার জন্য সিভিল ডিফেন্সের কর্মীরাও পৌঁছয় ৷

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সিভিল ডিফেন্সের কর্মীদের তৎপরতায় ওই ভেসেলে থাকা 400 জন পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করা হয় ৷ তবে এই ঘটনায় জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ গঙ্গাসাগর মেলার আগে পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধের কথা মাথায় রেখে মুড়িগঙ্গা নদীতে নাব্যতা বৃদ্ধির কাজ করে জেলা প্রশাসন কর্তৃপক্ষ ৷ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ড্রেজিং করা হয় মুড়িগঙ্গা নদীতে ৷ এদিকে একের পর এক ভেসেল আটকে যাওয়ার ঘটনায় প্রশ্ন উঠেছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর নিয়ে সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, কচুবেড়িয়ার দিকে চর তৈরি হয়েছে ৷ তার কারণ বাংলাদেশের ডুবন্ত জাহাজ বলেই জানিয়েছিলেন তিনি ৷

আরও পড়ুন:

  1. গঙ্গাসাগরে পুণ্যস্নানে এসে মৃত্যু ভিন্নরাজ্যের 2 তীর্থযাত্রীর
  2. জোয়ারের জলে প্লাবিত গঙ্গাসাগর মেলা প্রাঙ্গন, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  3. গঙ্গাসাগরের যাত্রাপথে ডুবন্ত বাংলাদেশি জাহাজের কারণে চর, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা

গঙ্গাসাগর মেলায় আসার সময় মুড়িগঙ্গা নদীতে আটকে গেল ভেসেল

কাকদ্বীপ, 14 জানুয়ারি: জমে উঠেছে গঙ্গাসাগর মেলা ৷ রাত পোহালেই মকর সংক্রান্তির পুণ্যস্নান ৷ এদিকে তার আগে ভোগান্তির শিকার গঙ্গাসাগরে আশা ভিন রাজ্যের পুণ্যার্থীরা ৷ গঙ্গাসাগরে আসার সময় মুড়িগঙ্গা নদীতে আটকে গেল তীর্থযাত্রী বোঝাই ভেসেল ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেল 5.20 মিনিট নাগাদ 400 জন যাত্রী নিয়ে কাকদ্বীপের লট নম্বর 8 ভেসেল ঘাট থেকে একটি ভেসেল কচুবেড়িয়ার উদ্দেশ্যে রওনা দেয় ৷ এরপরই সেটি মুড়িগঙ্গা নদীর মাঝখানের চরে আটকে যায় ৷ 30 মিনিটেরও বেশি সময় ধরে ভেসেলটি চরে আটকে থাকে ৷ স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন ভেসেলটিতে থাকা পুণ্যার্থীরা ৷

স্থানীয় প্রশাসনের কাছে এই খবর পৌঁছনো মাত্র ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ কাকদ্বীপ লট নম্বর 8 ভেসেল ঘাট থেকে রওনা দেয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি স্পিডবোট ৷ এছাড়া যাত্রীদের অন্য একটি ভেসেলে তুলে পার করার জন্য সিভিল ডিফেন্সের কর্মীরাও পৌঁছয় ৷

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সিভিল ডিফেন্সের কর্মীদের তৎপরতায় ওই ভেসেলে থাকা 400 জন পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করা হয় ৷ তবে এই ঘটনায় জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ গঙ্গাসাগর মেলার আগে পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধের কথা মাথায় রেখে মুড়িগঙ্গা নদীতে নাব্যতা বৃদ্ধির কাজ করে জেলা প্রশাসন কর্তৃপক্ষ ৷ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ড্রেজিং করা হয় মুড়িগঙ্গা নদীতে ৷ এদিকে একের পর এক ভেসেল আটকে যাওয়ার ঘটনায় প্রশ্ন উঠেছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর নিয়ে সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, কচুবেড়িয়ার দিকে চর তৈরি হয়েছে ৷ তার কারণ বাংলাদেশের ডুবন্ত জাহাজ বলেই জানিয়েছিলেন তিনি ৷

আরও পড়ুন:

  1. গঙ্গাসাগরে পুণ্যস্নানে এসে মৃত্যু ভিন্নরাজ্যের 2 তীর্থযাত্রীর
  2. জোয়ারের জলে প্লাবিত গঙ্গাসাগর মেলা প্রাঙ্গন, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  3. গঙ্গাসাগরের যাত্রাপথে ডুবন্ত বাংলাদেশি জাহাজের কারণে চর, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.