ETV Bharat / state

Fire in Van Driver House: ভয়াবহ অগ্নিকাণ্ডে ভ্যানচালকের বাড়ি পুড়ে ছাই, খোলা আকাশের নিচে ঠাঁই পরিবারের - Van drivers house gutted in fire at Canning

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ক্যানিংয়ে (Canning) ৷ পুড়ে ছাই হয়ে গিয়েছে ভ্যানচালকের বাড়ি (Fire in Van driver house) ৷ এখন তাঁদের আশ্রয় খোলা আকাশের নিচে ৷

Van drivers house gutted in fire at Canning
Van drivers house gutted in fire at Canning
author img

By

Published : Sep 17, 2022, 5:08 PM IST

ক্যানিং, 17 সেপ্টেম্বর: গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ পুড়ে ছারখার হয়ে গিয়েছে এক ভ্যান চালকের বাড়ি (Van drivers house gutted in fire) । ঘটনাটি ঘটেছে ক্যানিং (Canning) থানার অন্তর্গত 1 নম্বর দিঘীরপাড় এলাকার জয়দেব পল্লিতে ।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, দীপক মণ্ডল পেশায় ভ্যান চালক । বাড়িতে রান্না পুজো উপলক্ষে শুক্রবার গভীর রাতে রান্না করার তোড়জোড় করছিলেন তাঁর স্ত্রী নমিতা মণ্ডল । সেই সময় ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন পরিবারের অন্যান্য সদস্যরা । আচমকা গ্যাস সিলিন্ডারের পাইপে আগুন লেগে যায় । আগুন নেভানোর চেষ্টা করেন পরিবারের লোকজন । ততক্ষণে আগুনের লেলিহান শিখা সমস্ত বাড়িঘর গ্রাস করে নেয় ।

মণ্ডল দম্পতি তাঁদের পরিবারের অন্যান্য সদস্যদের ঘুমন্ত অবস্থাতেই বাইরে বের করে নিয়ে আসেন । গভীর রাতে চিৎকার শুনে পাড়া-প্রতিবেশীরা দৌড়ে আসেন । তাঁরাও আগুন আয়ত্বে আনার জন্য প্রাণপন চেষ্টা করেন । খবর যায় ক্যানিং থানার পুলিশ ও স্থানীয় দমকল কেন্দ্রে ।

পুড়ে ছারখার হয়ে গিয়েছে ভ্যান চালকের বাড়ি

প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন আয়ত্তে আনতে সক্ষম হয় দমকল বাহিনী । তবে ততক্ষণে মণ্ডল পরিবারের বাড়িঘর-সহ সমস্ত আসবাবপত্র পুড়ে ছারখার হয়ে যায় । বর্তমানে অসহায়ভাবে চাতকের মতো ত্রাণের অপেক্ষায় খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে মণ্ডল পরিবারের ।

আরও পড়ুন: স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, মা-বাবার নিথর দেহের সঙ্গে রাত কাটল শিশুর

নমিতা মণ্ডল বলেন, "স্নান সেরে রান্না করার জন্য সবেমাত্র ওভেন ধরিয়েছিলাম । মুহূর্তেই আগুন লেগে যায় । চেষ্টা করেও কোনও কিছুই বাঁচাতে পারিনি । চোখের সামনে সমস্ত কিছুই গ্রাস করে নিল আগুন । কোনওরকমে প্রাণে বেঁচেছি ।"

ক্যানিং, 17 সেপ্টেম্বর: গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ পুড়ে ছারখার হয়ে গিয়েছে এক ভ্যান চালকের বাড়ি (Van drivers house gutted in fire) । ঘটনাটি ঘটেছে ক্যানিং (Canning) থানার অন্তর্গত 1 নম্বর দিঘীরপাড় এলাকার জয়দেব পল্লিতে ।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, দীপক মণ্ডল পেশায় ভ্যান চালক । বাড়িতে রান্না পুজো উপলক্ষে শুক্রবার গভীর রাতে রান্না করার তোড়জোড় করছিলেন তাঁর স্ত্রী নমিতা মণ্ডল । সেই সময় ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন পরিবারের অন্যান্য সদস্যরা । আচমকা গ্যাস সিলিন্ডারের পাইপে আগুন লেগে যায় । আগুন নেভানোর চেষ্টা করেন পরিবারের লোকজন । ততক্ষণে আগুনের লেলিহান শিখা সমস্ত বাড়িঘর গ্রাস করে নেয় ।

মণ্ডল দম্পতি তাঁদের পরিবারের অন্যান্য সদস্যদের ঘুমন্ত অবস্থাতেই বাইরে বের করে নিয়ে আসেন । গভীর রাতে চিৎকার শুনে পাড়া-প্রতিবেশীরা দৌড়ে আসেন । তাঁরাও আগুন আয়ত্বে আনার জন্য প্রাণপন চেষ্টা করেন । খবর যায় ক্যানিং থানার পুলিশ ও স্থানীয় দমকল কেন্দ্রে ।

পুড়ে ছারখার হয়ে গিয়েছে ভ্যান চালকের বাড়ি

প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন আয়ত্তে আনতে সক্ষম হয় দমকল বাহিনী । তবে ততক্ষণে মণ্ডল পরিবারের বাড়িঘর-সহ সমস্ত আসবাবপত্র পুড়ে ছারখার হয়ে যায় । বর্তমানে অসহায়ভাবে চাতকের মতো ত্রাণের অপেক্ষায় খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে মণ্ডল পরিবারের ।

আরও পড়ুন: স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, মা-বাবার নিথর দেহের সঙ্গে রাত কাটল শিশুর

নমিতা মণ্ডল বলেন, "স্নান সেরে রান্না করার জন্য সবেমাত্র ওভেন ধরিয়েছিলাম । মুহূর্তেই আগুন লেগে যায় । চেষ্টা করেও কোনও কিছুই বাঁচাতে পারিনি । চোখের সামনে সমস্ত কিছুই গ্রাস করে নিল আগুন । কোনওরকমে প্রাণে বেঁচেছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.