ETV Bharat / state

ভাঙড়ে কাকার হাতে ভাইপো-সহ 2 জন খুন - কুড়ুল দিয়ে কুপিয়ে খুন

জুয়ার ঠেক চালাত নেত্তাউদ্দিন খান ৷ অভিযোগ, নিজের ভাইপো এবং প্রতিবেশী একজনকে খুন করেছে সে ৷ গভীর রাতে ভাঙড়ে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷

কাকার হাতে খুন হল ভাইপো
কাকার হাতে খুন হল ভাইপো
author img

By

Published : Jun 27, 2021, 10:45 AM IST

ভাঙড় (দক্ষিণ 24 পরগনা), 27 জুন : ভাইপো সহ দু'জনকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল কাকার বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে ভাঙড়ের কাশীপুর থানার বানিয়ারা গ্রামে । গভীর রাতে নিজের ভাইপো আর এক প্রতিবেশীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল নেত্তাউদ্দিন খানের বিরুদ্ধে । মৃত ভাইপোর নাম রবিউল ইসলাম, বয়স 21 আর তার প্রতিবেশী লাল্টু মোল্লা । খবর পেয়ে সঙ্গে সঙ্গে কাশীপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ দু'টি উদ্ধার করে । ঘটনায় অভিযুক্তের স্ত্রীকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ । ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক ৷

আরও পড়ুন : বধূ হত্যার অভিযোগে ঘটনার পুনর্নির্মাণ ঝালদা থানার পুলিশের

গ্রামবাসীদের দাবি, এলাকায় জুয়ার ঠেক চালাত নেত্তাউদ্দিন । একাধিকবার এলাকায় মদ খেয়ে ঝামেলা করেছে সে । গত রাতেও মদ খেয়ে ঝামেলা করছিল । লাল্টু ওই জুয়ায় টাকা জিতেছিল ৷ পুলিশের অনুমান, লাল্টুর জেতা টাকা হাতানোর জন্যই এই খুন করেছে নেত্তাউদ্দিন ৷ আর তা দেখে ফেলায় খুন হতে হয় রবিউলকে ৷

এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতির মোকাবিলা করতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ৷

ভাঙড় (দক্ষিণ 24 পরগনা), 27 জুন : ভাইপো সহ দু'জনকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল কাকার বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে ভাঙড়ের কাশীপুর থানার বানিয়ারা গ্রামে । গভীর রাতে নিজের ভাইপো আর এক প্রতিবেশীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল নেত্তাউদ্দিন খানের বিরুদ্ধে । মৃত ভাইপোর নাম রবিউল ইসলাম, বয়স 21 আর তার প্রতিবেশী লাল্টু মোল্লা । খবর পেয়ে সঙ্গে সঙ্গে কাশীপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ দু'টি উদ্ধার করে । ঘটনায় অভিযুক্তের স্ত্রীকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ । ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক ৷

আরও পড়ুন : বধূ হত্যার অভিযোগে ঘটনার পুনর্নির্মাণ ঝালদা থানার পুলিশের

গ্রামবাসীদের দাবি, এলাকায় জুয়ার ঠেক চালাত নেত্তাউদ্দিন । একাধিকবার এলাকায় মদ খেয়ে ঝামেলা করেছে সে । গত রাতেও মদ খেয়ে ঝামেলা করছিল । লাল্টু ওই জুয়ায় টাকা জিতেছিল ৷ পুলিশের অনুমান, লাল্টুর জেতা টাকা হাতানোর জন্যই এই খুন করেছে নেত্তাউদ্দিন ৷ আর তা দেখে ফেলায় খুন হতে হয় রবিউলকে ৷

এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতির মোকাবিলা করতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.