ETV Bharat / state

Eunuchs Attack Train Passengers : দাবি মতো টাকা অমিল, বৃহন্নলাদের হাতে আক্রান্ত দুই ট্রেন যাত্রী - Two train passengers were attacked by Eunuchs

চাহিদা মত টাকা না দেওয়ায় দুই ট্রেন যাত্রীকে মারধরের অভিযোগ উঠল একদল বৃহন্নলার বিরুদ্ধে (Two train passengers were attacked by Eunuchs) । ঘটনাটি ঘটেছে শিয়ালদা দক্ষিণ শাখার সুভাষগ্রাম ও সোনারপুর স্টেশনের মধ্যে ।

Sonarpur News
বৃহন্নলাদের চাহিদা মতো টাকা না দেওয়ার আক্রান্ত দুই ট্রেন যাত্রী
author img

By

Published : Apr 5, 2022, 9:16 AM IST

Updated : Apr 5, 2022, 11:12 AM IST

সোনারপুর, 5 এপ্রিল : কথায় বলে বৃহন্নলাদের আশীর্বাদ পেলে দিনটা নাকি ভালো যায় ৷ কোনও পরিবারে সন্তান জন্মানোর খবর পেলে সেখানে চলে যান বৃহন্নলারা ৷ নবজাতকের বাড়িতে পৌঁছে সদ্যোজাতকে আশীর্বাদ করে টাকাপয়সা রোজগার করে তাঁরা। ট্রেনে কিছু সামান্য় টাকার বিনিময়ে সাধরণ মানুষকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতেও দেখা যায় ৷ কিন্তু এ যেন উলটোচিত্র ধরা পড়ল সোনারপুরে ৷ চাহিদা মত টাকা না দেওয়ায় দুই ট্রেন যাত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল একদল বৃহন্নলার বিরুদ্ধে (Two train passengers were attacked by Eunuchs) । ঘটনাটি ঘটেছে শিয়ালদা দক্ষিণ শাখার সুভাষগ্রাম ও সোনারপুর স্টেশনের মধ্যে ।

জানা গিয়েছে, ট্রেনে উঠে রীতিমত ট্রেন যাত্রীদের উপর অত্যাচার, তাঁদের সঙ্গে অশালীন ব্যবহারের অভিযোগ আগেই ছিল একদল বৃহন্নলার বিরুদ্ধে । এবার চাহিদা মত টাকা না দেওয়ায় দুই ট্রেন যাত্রীকে মারধরের অভিযোগ উঠল ৷ শিয়ালদা দক্ষিণ শাখার সুভাষগ্রাম ও সোনারপুর স্টেশনের মধ্যে । ঘটনায় গুরুতর জখম হয়েছেন সুজন হালদার ও তাঁর দিদি স্নেহলতা হালদার নামে দুই ভাই বোন । এ বিষয়ে আক্রান্তরা সোমবার রাতেই সোনারপুর জিআরপিতে অভিযোগ দায়ের করেছেন । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ ।

লোকাল ট্রেনের ভয়ানক অভিজ্ঞতার কথা শোনালেন স্নেহলতা

আরও পড়ুন : Baidyabati Affected Farmers : বৈদ্যবাটি লকগেট ভাঙায় জলমগ্ন কয়েক হাজার বিঘা জমি, ক্ষতিগ্রস্ত চাষিরা

পুলিশ সূত্রের খবর, বালিগঞ্জের কসবা এলাকার বাসিন্দা একই পরিবারের চার সদস্য লক্ষ্মীকান্তপুর এলাকার করণজলিতে গিয়েছিলেন ৷ সোমবার সন্ধ্যায় লক্ষ্মীকান্তপুর থেকে আপ শিয়ালদা লোকাল ধরে বাড়ি ফিরছিলেন । ট্রেনে একদল বৃহন্নলা ট্রেনে ওঠে । অন্যান্য যাত্রীদের মত তাঁদের কাছেও টাকা চায় । সামান্য কিছু টাকা দিলে তারা তা নিতে অস্বীকার করে ৷ পালটা অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে । ঘটনার প্রতিবাদ করলে এক যুবককে বেধড়ক মারধর শুরু করে ওই বৃহন্নলাদের দলটি । ভাইকে মার খেতে দেখে দিদি এগিয়ে এলে তাঁকেও বেধড়ক মারধর করা হয় ।

স্নেহলতা হালদার বলেন, "করণজলি থেকে 5.10 এর ট্রেনে করে আমার মা, মামি, ভাই বাড়ি ফিরছিলাম ৷ তখন সুভাষগ্রাম ও সোনারপুেরর মাঝে দুই বৃহন্নলা ওঠে ৷ এরপর আমাদের কাছে এসে টাকা চায় ৷ আমার মা তাঁদের 10 টাকা দিলে, ওরা ওই টাকাটা নিতে অস্বীকার করে ৷ এরপর ভাইয়ের মাথা ঠুকে দেয় ৷ আমি ঘটনার প্রতিবাদ করি ৷ সেসময় তারা রেগে গিয়ে ওদের হাতে রাখা খুচরো পয়সা ছুঁড়ে আমার মাথায় মারে ৷ পয়সার আঘাতে আমার মাথা কেটে যায় ৷ এরপর ট্রেনের বাকি যাত্রীরা এই নিয়ে বললে ওনারা নেমে যায় ৷ সোনারপুর থানায় অভিযোগ জানানো হয়েছে ৷ আমরা যথেষ্ট আতঙ্কিত ৷" ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ ।

সোনারপুর, 5 এপ্রিল : কথায় বলে বৃহন্নলাদের আশীর্বাদ পেলে দিনটা নাকি ভালো যায় ৷ কোনও পরিবারে সন্তান জন্মানোর খবর পেলে সেখানে চলে যান বৃহন্নলারা ৷ নবজাতকের বাড়িতে পৌঁছে সদ্যোজাতকে আশীর্বাদ করে টাকাপয়সা রোজগার করে তাঁরা। ট্রেনে কিছু সামান্য় টাকার বিনিময়ে সাধরণ মানুষকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতেও দেখা যায় ৷ কিন্তু এ যেন উলটোচিত্র ধরা পড়ল সোনারপুরে ৷ চাহিদা মত টাকা না দেওয়ায় দুই ট্রেন যাত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল একদল বৃহন্নলার বিরুদ্ধে (Two train passengers were attacked by Eunuchs) । ঘটনাটি ঘটেছে শিয়ালদা দক্ষিণ শাখার সুভাষগ্রাম ও সোনারপুর স্টেশনের মধ্যে ।

জানা গিয়েছে, ট্রেনে উঠে রীতিমত ট্রেন যাত্রীদের উপর অত্যাচার, তাঁদের সঙ্গে অশালীন ব্যবহারের অভিযোগ আগেই ছিল একদল বৃহন্নলার বিরুদ্ধে । এবার চাহিদা মত টাকা না দেওয়ায় দুই ট্রেন যাত্রীকে মারধরের অভিযোগ উঠল ৷ শিয়ালদা দক্ষিণ শাখার সুভাষগ্রাম ও সোনারপুর স্টেশনের মধ্যে । ঘটনায় গুরুতর জখম হয়েছেন সুজন হালদার ও তাঁর দিদি স্নেহলতা হালদার নামে দুই ভাই বোন । এ বিষয়ে আক্রান্তরা সোমবার রাতেই সোনারপুর জিআরপিতে অভিযোগ দায়ের করেছেন । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ ।

লোকাল ট্রেনের ভয়ানক অভিজ্ঞতার কথা শোনালেন স্নেহলতা

আরও পড়ুন : Baidyabati Affected Farmers : বৈদ্যবাটি লকগেট ভাঙায় জলমগ্ন কয়েক হাজার বিঘা জমি, ক্ষতিগ্রস্ত চাষিরা

পুলিশ সূত্রের খবর, বালিগঞ্জের কসবা এলাকার বাসিন্দা একই পরিবারের চার সদস্য লক্ষ্মীকান্তপুর এলাকার করণজলিতে গিয়েছিলেন ৷ সোমবার সন্ধ্যায় লক্ষ্মীকান্তপুর থেকে আপ শিয়ালদা লোকাল ধরে বাড়ি ফিরছিলেন । ট্রেনে একদল বৃহন্নলা ট্রেনে ওঠে । অন্যান্য যাত্রীদের মত তাঁদের কাছেও টাকা চায় । সামান্য কিছু টাকা দিলে তারা তা নিতে অস্বীকার করে ৷ পালটা অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে । ঘটনার প্রতিবাদ করলে এক যুবককে বেধড়ক মারধর শুরু করে ওই বৃহন্নলাদের দলটি । ভাইকে মার খেতে দেখে দিদি এগিয়ে এলে তাঁকেও বেধড়ক মারধর করা হয় ।

স্নেহলতা হালদার বলেন, "করণজলি থেকে 5.10 এর ট্রেনে করে আমার মা, মামি, ভাই বাড়ি ফিরছিলাম ৷ তখন সুভাষগ্রাম ও সোনারপুেরর মাঝে দুই বৃহন্নলা ওঠে ৷ এরপর আমাদের কাছে এসে টাকা চায় ৷ আমার মা তাঁদের 10 টাকা দিলে, ওরা ওই টাকাটা নিতে অস্বীকার করে ৷ এরপর ভাইয়ের মাথা ঠুকে দেয় ৷ আমি ঘটনার প্রতিবাদ করি ৷ সেসময় তারা রেগে গিয়ে ওদের হাতে রাখা খুচরো পয়সা ছুঁড়ে আমার মাথায় মারে ৷ পয়সার আঘাতে আমার মাথা কেটে যায় ৷ এরপর ট্রেনের বাকি যাত্রীরা এই নিয়ে বললে ওনারা নেমে যায় ৷ সোনারপুর থানায় অভিযোগ জানানো হয়েছে ৷ আমরা যথেষ্ট আতঙ্কিত ৷" ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ ।

Last Updated : Apr 5, 2022, 11:12 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.