ETV Bharat / state

ডায়মন্ড হারবারে বাইক ও লরির ধাক্কায় মৃত ২

বাইক ও লরির ধাক্কায় মৃত্যু হল দু'জনের। জখম আরও এক।

acc
author img

By

Published : Mar 24, 2019, 11:37 AM IST

ডায়মন্ড হারবার, 24 মার্চ : বাইক ও লরির ধাক্কায় মৃত্যু হল দু'জন। জখম আরও এক। ডায়মন্ড হারবার থানার হটুগঞ্জ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

গতকাল কুলপি থানার গাজিপুরের তিন যুবক মোটরবাইকে ডায়মন্ড হারবারের দিকে আসছিল। হটুগঞ্জের কাছে উলটো দিক থেকে আসা একটি লরি বাইকটিতে ধাক্কা মারে। ছিটকে পড়েন বাইক আরোহীরা। দুর্ঘটনাস্থানেই মৃত্যু হয় মহিউদ্দিন পিয়াদা (32) ও রইজুল মোল্লার (32)। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি করা হয় সালোয়ার পাইক নামে একজনকে। দুর্ঘটনার পর স্থানীয়রা 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।

দুর্ঘটনাস্থানে হটুগঞ্জ থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, বাইক আরোহীরা কেউই হেলমেট পরে ছিল না। পলাতক লরির চালক।

ডায়মন্ড হারবার, 24 মার্চ : বাইক ও লরির ধাক্কায় মৃত্যু হল দু'জন। জখম আরও এক। ডায়মন্ড হারবার থানার হটুগঞ্জ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

গতকাল কুলপি থানার গাজিপুরের তিন যুবক মোটরবাইকে ডায়মন্ড হারবারের দিকে আসছিল। হটুগঞ্জের কাছে উলটো দিক থেকে আসা একটি লরি বাইকটিতে ধাক্কা মারে। ছিটকে পড়েন বাইক আরোহীরা। দুর্ঘটনাস্থানেই মৃত্যু হয় মহিউদ্দিন পিয়াদা (32) ও রইজুল মোল্লার (32)। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি করা হয় সালোয়ার পাইক নামে একজনকে। দুর্ঘটনার পর স্থানীয়রা 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।

দুর্ঘটনাস্থানে হটুগঞ্জ থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, বাইক আরোহীরা কেউই হেলমেট পরে ছিল না। পলাতক লরির চালক।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.