ETV Bharat / state

কাশীপুর থানার পোলেরহাটে বাগান থেকে দুই‌ বালতি বোমা উদ্ধার - kashipur police

দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙরের কাশীপুর থানার পোলেরহাট এলাকায় একটি বাগান থেকে উদ্ধার হল দুই‌ বালতি বোমা । প্রতিটি বালতির মধ্যে 10 থেকে 11টি করে বোমা রাখা আছে ৷ ইতিমধ্যেই বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে।

কাশিপুর থানার পোলেরহাট এলাকায় বাগান থেকে উদ্ধার দুই‌ বালতি বোমা
কাশিপুর থানার পোলেরহাট এলাকায় বাগান থেকে উদ্ধার দুই‌ বালতি বোমা
author img

By

Published : May 31, 2021, 4:48 PM IST

ভাঙর, 31 মে : দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙরের কাশীপুর থানার পোলেরহাট এলাকায় একটি বাগান থেকে উদ্ধার হল দুই‌ বালতি বোমা । পরে কাশীপুর থানার পুলিশ এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য নিয়ে যায় । স্থানীয় ও পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী একটি পরিত্যক্ত বাগানে হানা দেয় পুলিশ । সেখানেই একটি প্লাস্টিকের ড্রামের মধ্যে এই বোমাগুলি দেখতে পাওয়া যায় ।

কাশিপুর থানার পোলেরহাট এলাকায় বাগান থেকে উদ্ধার দুই‌ বালতি বোমা

আরও পড়ুন...ছত্তিশগড়ে এনকাউন্টারে মৃত মহিলা মাওবাদী, মাথার দাম ছিল 2 লাখ

প্রতিটি বালতির মধ্যেই 10 থেকে 11টি করে বোমা রাখা আছে । ইতিমধ্যেই বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে।

ভাঙর, 31 মে : দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙরের কাশীপুর থানার পোলেরহাট এলাকায় একটি বাগান থেকে উদ্ধার হল দুই‌ বালতি বোমা । পরে কাশীপুর থানার পুলিশ এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য নিয়ে যায় । স্থানীয় ও পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী একটি পরিত্যক্ত বাগানে হানা দেয় পুলিশ । সেখানেই একটি প্লাস্টিকের ড্রামের মধ্যে এই বোমাগুলি দেখতে পাওয়া যায় ।

কাশিপুর থানার পোলেরহাট এলাকায় বাগান থেকে উদ্ধার দুই‌ বালতি বোমা

আরও পড়ুন...ছত্তিশগড়ে এনকাউন্টারে মৃত মহিলা মাওবাদী, মাথার দাম ছিল 2 লাখ

প্রতিটি বালতির মধ্যেই 10 থেকে 11টি করে বোমা রাখা আছে । ইতিমধ্যেই বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.