বারুইপুর, 6 ডিসেম্বর: পঞ্চায়েত ভোটের আগে ফের আগ্নেয়াস্ত্র-সহ দুই ব্য়ক্তিকে গ্রেফতার করল বারুইপুর থানার পুলিশ (Firearms Recovery)। ধৃতদের নাম শান্তনু মল্লিক ও ঝন্টু মণ্ডল। বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর দু'শো কলোনি এলাকা থেকে সোমবার রাতে গ্রেফতার করা হয় দু'জনকে (Two arrested with illegal firearms in Baruipur) ৷ ধৃতদের কাছ থেকে দুটি বন্দুক ও দু'রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে । ধৃতদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও কে বা কারা জড়িত রয়েছে, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।
সোমবার রাতে বারুইপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, কয়েকজন অপরিচিত ব্যক্তি বেগমপুর দুশো কলোনী এলাকায় অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে। সেই খবর পেয়েই বারুইপুর থানার এসআই রনি সরকার এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে দুই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ।
আরও পড়ুন: গুজরাত পুলিশের হাতে গ্রেফতার দলীয় মুখপাত্র, প্রতিবাদ তৃণমূলের
দুই ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল, খতিয়ে দেখছে পুলিশ । ধৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক দুষ্কৃতীমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ ।