ETV Bharat / state

বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, উঠল গুলি চালানোর অভিযোগ

গুলির আওয়াজ শুনে স্থানীয়রা বেরিয়ে এলে পালিয়ে যায় দুষ্কৃতীরা ।

Basanti
বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ
author img

By

Published : May 9, 2020, 10:42 PM IST

বাসন্তী, 9 মে : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত বাসন্তী । তৃণমূল ও যুব তৃণমূলের মধ্যে সংঘর্ষে এবার উত্তপ্ত হয়ে ওঠে বাসন্তীর দক্ষিণ রামচন্দ্র খালি এলাকা । এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে যুব তৃণমূল কর্মীদের বিরুদ্ধে । এরই পাশাপাশি মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগও রয়েছে । আহত তৃণমূল কর্মীর নাম আরজেদ শেখ ।

গুলির আওয়াজ শুনে স্থানীয়রা বেরিয়ে এলে পালিয়ে যায় দুষ্কৃতীরা । এদিকে খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থানে আসে । পুলিশ এসে প্রথমে জখম তৃণমূল কর্মীকে উদ্ধার করে বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । সেখান থেকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । অভিযোগ, এ-দিন রামচন্দ্র খালির একটি মাছের ভেড়ি থেকে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা চালায় যুব তৃণমূলের কর্মী-সমর্থকরা । গুলি করার পাশাপাশি মৃত্যু নিশ্চিত করতে দা দিয়ে কোপানো হয়েছে বলেও অভিযোগ । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, জমি বিবাদকে কেন্দ্র করেই উভয় পক্ষের সংঘর্ষ হয়েছে । গুলি চালানোর মতো কোনও ঘটনা ঘটেনি বলেই প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ । এই ঘটনায় বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছে অরজেদ শেখের পরিবার। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ।

বাসন্তী, 9 মে : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত বাসন্তী । তৃণমূল ও যুব তৃণমূলের মধ্যে সংঘর্ষে এবার উত্তপ্ত হয়ে ওঠে বাসন্তীর দক্ষিণ রামচন্দ্র খালি এলাকা । এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে যুব তৃণমূল কর্মীদের বিরুদ্ধে । এরই পাশাপাশি মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগও রয়েছে । আহত তৃণমূল কর্মীর নাম আরজেদ শেখ ।

গুলির আওয়াজ শুনে স্থানীয়রা বেরিয়ে এলে পালিয়ে যায় দুষ্কৃতীরা । এদিকে খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থানে আসে । পুলিশ এসে প্রথমে জখম তৃণমূল কর্মীকে উদ্ধার করে বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । সেখান থেকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । অভিযোগ, এ-দিন রামচন্দ্র খালির একটি মাছের ভেড়ি থেকে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা চালায় যুব তৃণমূলের কর্মী-সমর্থকরা । গুলি করার পাশাপাশি মৃত্যু নিশ্চিত করতে দা দিয়ে কোপানো হয়েছে বলেও অভিযোগ । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, জমি বিবাদকে কেন্দ্র করেই উভয় পক্ষের সংঘর্ষ হয়েছে । গুলি চালানোর মতো কোনও ঘটনা ঘটেনি বলেই প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ । এই ঘটনায় বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছে অরজেদ শেখের পরিবার। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.