ETV Bharat / state

TMC leader Beaten to Death : বিষ্ণুপুরের তৃণমূল নেতাকে পিটিয়ে খুন, অভিযুক্ত বিজেপি কর্মীর আত্মসমর্পণ - TMC leader of Bishnupur beaten to death

বিষ্ণুপুরের 222 নম্বর বুথের তৃণমূলের বুথ কমিটির কোষাধ্যক্ষকে পিটিয়ে খুন (TMC leader of Bishnupur beaten to death)। নিহত তৃণমূল কর্মীর নাম মঙ্গল প্রামাণিক (35) । বিজেপি কর্মীর বিরুদ্ধে খুনের অভিযোগ ৷ অভিযুক্তের নাম দেবাশিস প্রামাণিক ।

TMC leader Beaten to Death
TMC leader Beaten to Death
author img

By

Published : Apr 18, 2022, 5:32 PM IST

সোনারপুর, 18 এপ্রিল : ভোরবেলা মাছের আড়তে কাজে যাওয়ার পথে তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ ( BJP leader accused to murder TMC leader ) ৷ অভিযোগ ওঠে বিজেপির কর্মীর বিরুদ্ধে । ঘটনাটি দক্ষিণ 24 পরগনার সোনারপুর এলাকার ৷ নিহত তৃণমূল কর্মীর নাম মঙ্গল প্রামাণিক (35)।

মঙ্গল প্রামাণিক বিষ্ণুপুরের 222 নম্বর বুথের কোষাধ্যক্ষ ছিলেন । অভিযুক্ত বিজেপি কর্মীর নাম দেবাশিস প্রামাণিক । এই খুনের পিছনে পারিবারিক শত্রুতা রয়েছে বলে মনে করছে পুলিশ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেবাশিস প্রামাণিকের সঙ্গে দীর্ঘদিনের শত্রুতা ছিল মঙ্গলের । এর আগেও একাধিকবার তাঁদের মধ্যে অশান্তি হয়েছে । স্থানীয়দের মধ্যস্থতায় তা মিটে যায় । কাজ ও পারিবারিক সম্পর্কের টানাপোড়েনের পাশাপাশি রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকায় অশান্তি আরও চরমে ওঠে ।

অভিযোগ দীর্ঘদিন ধরে গন্ডগোল চলছিল । বছরখানেক আগে দেবাশিস মঙ্গলের ভাইজিকে বিয়ে করেন । কিন্তু বিয়ের পরেও গন্ডগোল মেটেনি । প্রায়ই গন্ডগোল হত । গতকাল সন্ধ্যায়ও দুই পরিবারের মধ্যে গন্ডগোল হয় । সন্ধ্যার পর থেকেই বাড়ির বাইরে ছিল দেবাশিস। ভোরে মঙ্গলকে মাছের আড়তে যাবার পথে পিটিয়ে খুন করে (TMC leader Beaten to Death) ।

বিষ্ণুপুরের তৃণমূল নেতাকে পিটিয়ে খুন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে মঙ্গল মাছের আড়তে কাজে যাচ্ছিল । অভিযোগ তখন ধারালো অস্ত্র ও বাঁশ দিয়ে তাঁর উপর চড়াও হয় দেবাশিস । রাস্তায় ফেলে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ । রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মঙ্গল প্রামাণিক । স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

মঙ্গলের পরিবার জানিয়েছে, এক বছর আগে থেকে দল দল করে ঝামেলা শুরু হয়েছে ৷ আগে অনেক মারামারি হয়েছে ওদের দু'জনের মধ্যে । কিন্তু স্থানীয়দের মধ্যস্থতায় সমস্যার সমাধান হয়েছিল । অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি ।

ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত পলাতক ছিল । তাঁর খোজে পুলিশ তল্লাশি চালায় । পড়ে বিষ্ণুপুর থানার পুলিশের কাছে আত্মসমর্পণ করে দেবাশিস।

আরও পড়ুন : Flooded In South 24 Pargana : পূর্ণিমার ভরা কোটালে হুগলি নদীর বাঁধ ভেঙে প্লাবিত চাষের জমি ,আতঙ্কিত গ্রামবাসী

সোনারপুর, 18 এপ্রিল : ভোরবেলা মাছের আড়তে কাজে যাওয়ার পথে তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ ( BJP leader accused to murder TMC leader ) ৷ অভিযোগ ওঠে বিজেপির কর্মীর বিরুদ্ধে । ঘটনাটি দক্ষিণ 24 পরগনার সোনারপুর এলাকার ৷ নিহত তৃণমূল কর্মীর নাম মঙ্গল প্রামাণিক (35)।

মঙ্গল প্রামাণিক বিষ্ণুপুরের 222 নম্বর বুথের কোষাধ্যক্ষ ছিলেন । অভিযুক্ত বিজেপি কর্মীর নাম দেবাশিস প্রামাণিক । এই খুনের পিছনে পারিবারিক শত্রুতা রয়েছে বলে মনে করছে পুলিশ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেবাশিস প্রামাণিকের সঙ্গে দীর্ঘদিনের শত্রুতা ছিল মঙ্গলের । এর আগেও একাধিকবার তাঁদের মধ্যে অশান্তি হয়েছে । স্থানীয়দের মধ্যস্থতায় তা মিটে যায় । কাজ ও পারিবারিক সম্পর্কের টানাপোড়েনের পাশাপাশি রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকায় অশান্তি আরও চরমে ওঠে ।

অভিযোগ দীর্ঘদিন ধরে গন্ডগোল চলছিল । বছরখানেক আগে দেবাশিস মঙ্গলের ভাইজিকে বিয়ে করেন । কিন্তু বিয়ের পরেও গন্ডগোল মেটেনি । প্রায়ই গন্ডগোল হত । গতকাল সন্ধ্যায়ও দুই পরিবারের মধ্যে গন্ডগোল হয় । সন্ধ্যার পর থেকেই বাড়ির বাইরে ছিল দেবাশিস। ভোরে মঙ্গলকে মাছের আড়তে যাবার পথে পিটিয়ে খুন করে (TMC leader Beaten to Death) ।

বিষ্ণুপুরের তৃণমূল নেতাকে পিটিয়ে খুন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে মঙ্গল মাছের আড়তে কাজে যাচ্ছিল । অভিযোগ তখন ধারালো অস্ত্র ও বাঁশ দিয়ে তাঁর উপর চড়াও হয় দেবাশিস । রাস্তায় ফেলে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ । রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মঙ্গল প্রামাণিক । স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

মঙ্গলের পরিবার জানিয়েছে, এক বছর আগে থেকে দল দল করে ঝামেলা শুরু হয়েছে ৷ আগে অনেক মারামারি হয়েছে ওদের দু'জনের মধ্যে । কিন্তু স্থানীয়দের মধ্যস্থতায় সমস্যার সমাধান হয়েছিল । অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি ।

ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত পলাতক ছিল । তাঁর খোজে পুলিশ তল্লাশি চালায় । পড়ে বিষ্ণুপুর থানার পুলিশের কাছে আত্মসমর্পণ করে দেবাশিস।

আরও পড়ুন : Flooded In South 24 Pargana : পূর্ণিমার ভরা কোটালে হুগলি নদীর বাঁধ ভেঙে প্লাবিত চাষের জমি ,আতঙ্কিত গ্রামবাসী

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.