সোনারপুর, 18 এপ্রিল : ভোরবেলা মাছের আড়তে কাজে যাওয়ার পথে তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ ( BJP leader accused to murder TMC leader ) ৷ অভিযোগ ওঠে বিজেপির কর্মীর বিরুদ্ধে । ঘটনাটি দক্ষিণ 24 পরগনার সোনারপুর এলাকার ৷ নিহত তৃণমূল কর্মীর নাম মঙ্গল প্রামাণিক (35)।
মঙ্গল প্রামাণিক বিষ্ণুপুরের 222 নম্বর বুথের কোষাধ্যক্ষ ছিলেন । অভিযুক্ত বিজেপি কর্মীর নাম দেবাশিস প্রামাণিক । এই খুনের পিছনে পারিবারিক শত্রুতা রয়েছে বলে মনে করছে পুলিশ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেবাশিস প্রামাণিকের সঙ্গে দীর্ঘদিনের শত্রুতা ছিল মঙ্গলের । এর আগেও একাধিকবার তাঁদের মধ্যে অশান্তি হয়েছে । স্থানীয়দের মধ্যস্থতায় তা মিটে যায় । কাজ ও পারিবারিক সম্পর্কের টানাপোড়েনের পাশাপাশি রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকায় অশান্তি আরও চরমে ওঠে ।
অভিযোগ দীর্ঘদিন ধরে গন্ডগোল চলছিল । বছরখানেক আগে দেবাশিস মঙ্গলের ভাইজিকে বিয়ে করেন । কিন্তু বিয়ের পরেও গন্ডগোল মেটেনি । প্রায়ই গন্ডগোল হত । গতকাল সন্ধ্যায়ও দুই পরিবারের মধ্যে গন্ডগোল হয় । সন্ধ্যার পর থেকেই বাড়ির বাইরে ছিল দেবাশিস। ভোরে মঙ্গলকে মাছের আড়তে যাবার পথে পিটিয়ে খুন করে (TMC leader Beaten to Death) ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে মঙ্গল মাছের আড়তে কাজে যাচ্ছিল । অভিযোগ তখন ধারালো অস্ত্র ও বাঁশ দিয়ে তাঁর উপর চড়াও হয় দেবাশিস । রাস্তায় ফেলে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ । রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মঙ্গল প্রামাণিক । স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
মঙ্গলের পরিবার জানিয়েছে, এক বছর আগে থেকে দল দল করে ঝামেলা শুরু হয়েছে ৷ আগে অনেক মারামারি হয়েছে ওদের দু'জনের মধ্যে । কিন্তু স্থানীয়দের মধ্যস্থতায় সমস্যার সমাধান হয়েছিল । অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি ।
ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত পলাতক ছিল । তাঁর খোজে পুলিশ তল্লাশি চালায় । পড়ে বিষ্ণুপুর থানার পুলিশের কাছে আত্মসমর্পণ করে দেবাশিস।
আরও পড়ুন : Flooded In South 24 Pargana : পূর্ণিমার ভরা কোটালে হুগলি নদীর বাঁধ ভেঙে প্লাবিত চাষের জমি ,আতঙ্কিত গ্রামবাসী