ETV Bharat / state

গোসাবায় বিজেপি সমর্থকদের বাড়ি ভাঙচুর, লুটপাট ; অভিযুক্ত তৃণমূল - বিজেপি

তৃণমূল জয় লাভ করার পর থেকে গোসাবা বিধানসভা বিভিন্ন এলাকা জুড়ে বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চালায় তৃণমূল কংগ্রেস । দিনে দুপুরে প্রকাশ্যে বিজেপি কর্মীদের ঘর ভাঙচুর করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটে গোসাবা বিধানসভার বিপ্রদাসপুরে ৷

ভাঙচুর ও লুটপাট বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি
ভাঙচুর ও লুটপাট বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি
author img

By

Published : May 5, 2021, 1:52 PM IST

গোসাবা, 5 মে : দফায় দফায় উত্তপ্ত গোসাবা বিধানসভা কেন্দ্র। নির্বাচনের রায় ঘোষণার পর ভোট পরবর্তী হিংসা ছড়িয়ে পড়ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে । নির্বাচনী ফল ঘোষণা হওয়ার পরে উত্তপ্ত গোসাবা । বিজেপি কর্মীদের ঘর ভাঙচুর লুটপাট করা অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে ।

দক্ষিণ 24 পরগনা জেলায় গোসাবা বিধানসভা কেন্দ্রে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস । তৃণমূল জয় লাভ করার পর থেকে গোসাবা বিধানসভা বিভিন্ন এলাকা জুড়ে বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চালায় তৃণমূল কংগ্রেস । দিনে দুপুরে প্রকাশ্যে বিজেপি কর্মীদের ঘর ভাঙচুর করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটে গোসাবা বিধানসভার বিপ্রদাসপুরে ৷

গোসাবায় ভাঙচুর ও লুটপাট বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি

ওই কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী বরুণ প্রামাণিক জানিয়েছেন, ভোটের ফল বেরোনের সঙ্গে সঙ্গেই তাদের উপর অত্যাচার শুরু করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ তাঁর ভাঙচুর করা হয়েছে ৷ চুরি করা হয়েছে তার বাড়িতে পালিত হাঁস মুরগী ৷ শুধু যে তাঁর উপরই হামলা করেছে তৃণমূলের দুষ্কৃতীরা তাই নয় , এই হামলার হাত থেকে রেহাই পাননি বরুণ প্রামাণিকের আত্মীয় পরিজনরাও ৷ জানা গিয়েছে প্রাণে বাঁচতে বিজেপির কর্মী-সমর্থকেরা গ্রাম ছাড়া ।

যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা শুরু করেছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ৷

আরও পড়ুন : হাত-পা বাঁধা অবস্থায় নাবালকের দেহ উদ্ধার বাসন্তীতে

গোসাবা, 5 মে : দফায় দফায় উত্তপ্ত গোসাবা বিধানসভা কেন্দ্র। নির্বাচনের রায় ঘোষণার পর ভোট পরবর্তী হিংসা ছড়িয়ে পড়ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে । নির্বাচনী ফল ঘোষণা হওয়ার পরে উত্তপ্ত গোসাবা । বিজেপি কর্মীদের ঘর ভাঙচুর লুটপাট করা অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে ।

দক্ষিণ 24 পরগনা জেলায় গোসাবা বিধানসভা কেন্দ্রে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস । তৃণমূল জয় লাভ করার পর থেকে গোসাবা বিধানসভা বিভিন্ন এলাকা জুড়ে বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চালায় তৃণমূল কংগ্রেস । দিনে দুপুরে প্রকাশ্যে বিজেপি কর্মীদের ঘর ভাঙচুর করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটে গোসাবা বিধানসভার বিপ্রদাসপুরে ৷

গোসাবায় ভাঙচুর ও লুটপাট বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি

ওই কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী বরুণ প্রামাণিক জানিয়েছেন, ভোটের ফল বেরোনের সঙ্গে সঙ্গেই তাদের উপর অত্যাচার শুরু করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ তাঁর ভাঙচুর করা হয়েছে ৷ চুরি করা হয়েছে তার বাড়িতে পালিত হাঁস মুরগী ৷ শুধু যে তাঁর উপরই হামলা করেছে তৃণমূলের দুষ্কৃতীরা তাই নয় , এই হামলার হাত থেকে রেহাই পাননি বরুণ প্রামাণিকের আত্মীয় পরিজনরাও ৷ জানা গিয়েছে প্রাণে বাঁচতে বিজেপির কর্মী-সমর্থকেরা গ্রাম ছাড়া ।

যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা শুরু করেছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ৷

আরও পড়ুন : হাত-পা বাঁধা অবস্থায় নাবালকের দেহ উদ্ধার বাসন্তীতে

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.