ETV Bharat / state

আজ দক্ষিণ 24 পরগনায় 4 টি জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের - loksabha

শেষ দফার ভোট যতই এগোচ্ছে ততই আরও বেশি করে সভা করছেন তিনি । আর সেই কারণেই দক্ষিণ 24 পরগনার জয়নগর ও যাদবপুর কেন্দ্রের প্রার্থীদের জন্য আজ দুটি করে সভা করবেন তিনি ।

আজ দক্ষিণ 24 পরগনায় 4 টি জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের
author img

By

Published : May 12, 2019, 7:01 AM IST

বারুইপুর, 12 মে : শেষ দফায় দক্ষিণ ২৪ পরগণা জেলার চারটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হতে চলেছে । ভোটের আগে এই জেলার সবকটি লোকসভা কেন্দ্রেই একাধিক সভা করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেই উপলক্ষ্যে এই জেলায় জেলায় চারটি সভা করবেন তিনি ।

আজ মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম সভাটি করবেন জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে । তারপর সেখান থেকে যাবেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীর সমর্থনে । প্রতিমা মণ্ডলের সমর্থনে বাসন্তীর সোনাখালি ও ক্যানিংয়ের স্পোর্টস কমপ্লেক্স মাঠে যাবেন । এই দুটি সভা করার পর মিমি চক্রবর্তীর সমর্থনে বারুইপুর রাসমাঠ ও সোনারপুর চাঁদমারি মাঠে যাবেন ।

সাধারণত রাজ্যের এক একটি লোকসভায় একটি করেই সভা করেন তৃণমূল সুপ্রিমো । কিন্তু শেষ দফার ভোট যত এগিয়ে আসছে ততই বেশি করে সভা করছেন তিনি । আর সেই কারণেই দক্ষিণ 24 পরগণার জয়নগর ও যাদবপুর কেন্দ্রের প্রার্থীদের জন্য দুটি করে সভা করছেন তিনি । এরপর মথুরাপুর ও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেও তিনি প্রার্থীদের জন্য সভা করবেন বলে তৃণমূল সূত্রে খবর । যদিও আজকের সভার পরই আগামীকাল BJPও পালটা সভা করবে ক্যানিং ও বারুইপুরে । বুধবার ক্যানিংয়ে জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থী অশোক কাণ্ডারী ও বারুইপুরে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অনুপম হাজরার সমর্থনে সভা করার কথা BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহর । অন্যদিকে, ডায়মন্ড হারবার ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থীদের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী সভা করার কথাও রয়েছে ।

বারুইপুর, 12 মে : শেষ দফায় দক্ষিণ ২৪ পরগণা জেলার চারটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হতে চলেছে । ভোটের আগে এই জেলার সবকটি লোকসভা কেন্দ্রেই একাধিক সভা করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেই উপলক্ষ্যে এই জেলায় জেলায় চারটি সভা করবেন তিনি ।

আজ মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম সভাটি করবেন জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে । তারপর সেখান থেকে যাবেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীর সমর্থনে । প্রতিমা মণ্ডলের সমর্থনে বাসন্তীর সোনাখালি ও ক্যানিংয়ের স্পোর্টস কমপ্লেক্স মাঠে যাবেন । এই দুটি সভা করার পর মিমি চক্রবর্তীর সমর্থনে বারুইপুর রাসমাঠ ও সোনারপুর চাঁদমারি মাঠে যাবেন ।

সাধারণত রাজ্যের এক একটি লোকসভায় একটি করেই সভা করেন তৃণমূল সুপ্রিমো । কিন্তু শেষ দফার ভোট যত এগিয়ে আসছে ততই বেশি করে সভা করছেন তিনি । আর সেই কারণেই দক্ষিণ 24 পরগণার জয়নগর ও যাদবপুর কেন্দ্রের প্রার্থীদের জন্য দুটি করে সভা করছেন তিনি । এরপর মথুরাপুর ও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেও তিনি প্রার্থীদের জন্য সভা করবেন বলে তৃণমূল সূত্রে খবর । যদিও আজকের সভার পরই আগামীকাল BJPও পালটা সভা করবে ক্যানিং ও বারুইপুরে । বুধবার ক্যানিংয়ে জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থী অশোক কাণ্ডারী ও বারুইপুরে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অনুপম হাজরার সমর্থনে সভা করার কথা BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহর । অন্যদিকে, ডায়মন্ড হারবার ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থীদের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী সভা করার কথাও রয়েছে ।

Intro:শেষ দফায় দক্ষিণ ২৪ পরগণা জেলার চারটি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হতে চলেছে আগামী ১৯শে মে। আর সেই শেষ দফা ভোটের আগে এই জেলার সবকটি লোকসভা কেন্দ্রেই একাধিক সভা করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সেই উপলক্ষ্যে দক্ষিণ ২৪ পরগণা জেলায় চারটি সভা করবেন তিনি। Body:প্রথমে জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে বাসন্তী বিধানসভার সোনাখালীতে সভা করবেন তিনি। সেখান থেকে আকাশপথে তিনি এসে পরবর্তী সভা করবেন ক্যানিং পশ্চিম বিধানসভার অন্তর্গত স্পোর্টস কমপ্লেক্স মাঠে। এখানেও প্রতিমা মণ্ডলের সমর্থনে সভা করবেন তিনি। জয়নগর লোকসভা দুটি সভা করার পর মুখ্যমন্ত্রীর পরবর্তী সভা করার কথা রয়েছে বারুইপুর রাসমাঠে। সেখানে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীর সমর্থনে সভা করবেন তিনি। বারুইপুরের সভা শেষে তিনি একইভাবে হেলিকপ্টারে চেপে যাবেন সোনারপুর চাঁদমারী মাঠে পরবর্তী সভাস্থলে। সেখানেও মিমি চক্রবর্তীর সমর্থনে সভা করার কথা তার। সাধারণত রাজ্যের এক একটি লোকসভায় একটি করেই সভা করে থাকেন মুখ্যমন্ত্রী। কিন্তু শেষ দফার ভোট যতই এগোচ্ছে ততই আরও বেশী বেশী করে সভা করছেন মুখ্যমন্ত্রী তৃণমূল প্রার্থীদের সমর্থনে। আর সেই কারণেই দক্ষিণ ২৪ পরগণার জয়নগর ও যাদবপুর কেন্দ্রের প্রার্থীদের জন্য দুটি করে সভা করছেন তিনি। Conclusion:এরপর মথুরাপুর ও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ও তিনি প্রার্থীদের জন্য সভা করবেন বলে তৃণমূল সূত্রে খবর। যদিও রবিবার মুখ্যমন্ত্রীর সভার পরেই আগামী সোমবার বিজপি ও পাল্টা সভা করবে ক্যানিং ও বারুইপুরে। বুধবার ক্যানিং এ জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ অশোক কান্ডারির সমর্থনে সভা করার কথা রয়েছে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহের। পাশাপাশি বারুইপুরে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরার সমর্থনে ও সভা করার কথা রয়েছে অমিত শাহের। অন্যদিকে ডায়মন্ড হারবার ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী সভা করার কোথা রয়েছে। ফলে শেষ দফা নির্বাচনের আগে কোন পক্ষই একে অপরকে এক চুল জমিও ছাড়তে রাজী নন।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.