ETV Bharat / state

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন, বারুইপুরে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার 12

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 17, 2023, 12:52 PM IST

TMC Worker murder in Baruipur: জমিবিবাদকে কেন্দ্র করে খুন হলেন সাইদুল শেখ ৷ তিনি এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত ৷ পুলিশ 12 জনকে গ্রেফতার করেছে ৷

ETV Bharat
খুন বারুইপুরের তৃণমূল কর্মী সাইদুল শেখ

বারুইপুর, 17 ডিসেম্বর: জয়নগরের পর এবার বারুইপুরে খুন তৃণমূল নেতা ৷ বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত বলবন এলাকায় ৷ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সাইদুল শেখ (36) ৷ এই ঘটনায় ইতিমধ্যে 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালী বলেন, "গতকাল একটি জমি বিবাদকে কেন্দ্র করে সাইদুল শেখ নামে এক ব্যক্তির মৃত্যু হয় ৷ পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে বেশ কয়েকজনের নামে ৷ এই খুনের ঘটনায় 12 জনকে গ্রেফতার করা হয়েছে ৷"

তৃণমূল কর্মী সাইদুলকে খুনের অভিযোগ উঠেছে বিজেপি ও সিপিএমের বিরুদ্ধে ৷ সাইদুল পেশায় গাড়িচালক ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বাড়ির পাশে একটি জায়গায় গাড়ি রাখাকে কেন্দ্র করে কয়েকজনের প্রতিবেশীর সঙ্গে ঝামেলা বাধে সাইদুলের ৷

অভিযোগ, এরপর বেশ কয়েকজন সাইদুলকে বেধড়ক মারধর করে ৷ এমনকী সাইদুলের পিছন দিক থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করে ৷ রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সাইদুল ৷ এরপর সাইদুলের পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে বারুইপুর হাসপাতালে নিয়ে যায় ৷ রবিবার সকালে বারুইপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাইদুলের ৷

সাইদুলের পরিবারের দাবি, সাগির, আজিজুল, সাদ্দাম ও তাঁর দলবলেরা সাইদুলকে পরিকল্পনা করেই খুন করেছে ৷ ইতিমধ্যে গোটা ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷ বারুইপুর ব্লকের সাংগঠনিক তৃণমূলের সভাপতি গৌতম দাসের দাবি, সাইদুল তৃণমূলের একনিষ্ঠ কর্মী ছিলেন ৷ পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই সাইদুলকে পরিকল্পনামাফিক খুনের ছক করছিল বিজেপি ও সিপিএম সমর্থকেরা ৷

গতকাল সাইদুলকে সুপরিকল্পিতভাবে খুন করা হয়েছে ৷ তৃণমূল সভাপতি পুলিশ প্রশাসনের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানিয়েছেন ৷ যদিও বিরোধী দলের নেতাদের কাছ থেকে এই অভিযোগের পালটা কোনও মন্তব্য পাওয়া যায়নি ৷ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক ৷ অভিযুক্তদের খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছে বারুইপুর পুলিশ জেলার পুলিশ ৷

আরও পড়ুন:

  1. নমাজ পড়তে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু তৃণমূলের অঞ্চল সভাপতির
  2. জয়নগরের পর আমডাঙা, ফের খুন শাসক নেতা! মুহুর্মুহু বোমাবাজিতে এলাকায় আতঙ্ক
  3. জয়নগরে তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরও এক, 10 দিনের পুলিশি হেফাজত অভিযুক্তের

বারুইপুর, 17 ডিসেম্বর: জয়নগরের পর এবার বারুইপুরে খুন তৃণমূল নেতা ৷ বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত বলবন এলাকায় ৷ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সাইদুল শেখ (36) ৷ এই ঘটনায় ইতিমধ্যে 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালী বলেন, "গতকাল একটি জমি বিবাদকে কেন্দ্র করে সাইদুল শেখ নামে এক ব্যক্তির মৃত্যু হয় ৷ পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে বেশ কয়েকজনের নামে ৷ এই খুনের ঘটনায় 12 জনকে গ্রেফতার করা হয়েছে ৷"

তৃণমূল কর্মী সাইদুলকে খুনের অভিযোগ উঠেছে বিজেপি ও সিপিএমের বিরুদ্ধে ৷ সাইদুল পেশায় গাড়িচালক ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বাড়ির পাশে একটি জায়গায় গাড়ি রাখাকে কেন্দ্র করে কয়েকজনের প্রতিবেশীর সঙ্গে ঝামেলা বাধে সাইদুলের ৷

অভিযোগ, এরপর বেশ কয়েকজন সাইদুলকে বেধড়ক মারধর করে ৷ এমনকী সাইদুলের পিছন দিক থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করে ৷ রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সাইদুল ৷ এরপর সাইদুলের পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে বারুইপুর হাসপাতালে নিয়ে যায় ৷ রবিবার সকালে বারুইপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাইদুলের ৷

সাইদুলের পরিবারের দাবি, সাগির, আজিজুল, সাদ্দাম ও তাঁর দলবলেরা সাইদুলকে পরিকল্পনা করেই খুন করেছে ৷ ইতিমধ্যে গোটা ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷ বারুইপুর ব্লকের সাংগঠনিক তৃণমূলের সভাপতি গৌতম দাসের দাবি, সাইদুল তৃণমূলের একনিষ্ঠ কর্মী ছিলেন ৷ পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই সাইদুলকে পরিকল্পনামাফিক খুনের ছক করছিল বিজেপি ও সিপিএম সমর্থকেরা ৷

গতকাল সাইদুলকে সুপরিকল্পিতভাবে খুন করা হয়েছে ৷ তৃণমূল সভাপতি পুলিশ প্রশাসনের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানিয়েছেন ৷ যদিও বিরোধী দলের নেতাদের কাছ থেকে এই অভিযোগের পালটা কোনও মন্তব্য পাওয়া যায়নি ৷ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক ৷ অভিযুক্তদের খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছে বারুইপুর পুলিশ জেলার পুলিশ ৷

আরও পড়ুন:

  1. নমাজ পড়তে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু তৃণমূলের অঞ্চল সভাপতির
  2. জয়নগরের পর আমডাঙা, ফের খুন শাসক নেতা! মুহুর্মুহু বোমাবাজিতে এলাকায় আতঙ্ক
  3. জয়নগরে তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরও এক, 10 দিনের পুলিশি হেফাজত অভিযুক্তের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.