ETV Bharat / state

জয়শ্রীরামে 'না', তৃণমূল কর্মী ও তার স্ত্রীকে মারধর - kolkata

নয়াবাদে জয়শ্রীরাম না বলাতে তৃণমূল কর্মী এবং তার স্ত্রীকে মারধরের অভিযোগ BJP কর্মীদের বিরুদ্ধে । স্থানীয় থানায় অভিযোগ দায়ের আক্রান্ত ব্যাক্তির । কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ ।

দীপক মাইতি,জখম ব্যক্তি
author img

By

Published : Jun 7, 2019, 8:11 PM IST

Updated : Jun 7, 2019, 8:18 PM IST

নয়াবাদ, 7 জুন : জয়শ্রীরাম বলতে বলার পরেও তা না বলায় এক ব্যাক্তি ও তার স্ত্রীকে মারধোর করার ঘটনা ঘটল নরেন্দ্রপুর থানা এলাকার নয়াবাদে । আহত ব্যাক্তি তৃণমূল কর্মী । অভিযোগের তির BJP কর্মীদের দিকে । নরেন্দ্রপুর থানায় সে লিখিত অভিযোগ জানিয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে । তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি ।

নয়াবাদের বাসিন্দা দীপক মাইতি । এলাকায় তৄণমূল সমর্থক বলে পরিচিত সে । গতকাল সন্ধে 7 টা নাগাদ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন BJP কর্মী । বাড়ি থেকে তাকে নিয়ে যাওয়া হয় নয়াবাদের BJP কর্মী সম্মেলনে । সেখানে নিয়ে গিয়ে তাকে জয়শ্রীরাম বলতে বাধ্য করানোর চেষ্টা করা হয় । কিন্তু এই ঘটনার প্রতিবাদ করে দীপক । তৃণমূল করে বলে সে জয়শ্রীরাম বলতে চায় না । অনেক চেষ্টার পরও তাকে বলাতে না পারায় শুরু হয় বেধড়ক মারধোর । দীপকের অভিযোগ,বহু জোরাজুরির পরও আমি রাজি না হওয়াতে আমাকে প্রথমে লোহার রড দিয়ে মাথায় মারা হয় তারপরে আমায় মাটিতে ফেলে চলে লাথি,চড়,থাপ্পর । মারের চোটে আমি জ্ঞান হারাই ।"

দেখুন ভিডিয়ো
দীপকের স্ত্রী পারুল মাইতি জানাল যে,তার স্বামীকে অটো করে কয়েকজন BJP কর্মী তাদের বাড়ির সামনে ফেলে দিয়ে যায় । আর তার চোখে সেটা পড়তেই সে দৌড়ে সেই জায়গায় পৌঁছায় । এবং প্রথমেই তার চোখে পড়ে স্বামীর রক্ত জমাট মুখটা । সে তাদের কাছে জানতে চায় যে তার স্বামীর এই রকম অবস্থা কি ভাবে হল? প্রশ্ন করায় তাকে টানতে টানতে ওই অটোতেই তোলা হয় । হুমকি দেওয়া হয় বেশী প্রতিবাদ করলে সকালবেলা এসে তাকেও মারা হবে ।

মারধর করার কথা অস্বীকার করেছে BJP-র যুব মোর্চার নেতা শুভঙ্কর দত্ত মজুমদার । তার বক্তব্য এর সাথে BJPর কোনও যোগ নেই । তারা হিংসার রাজনীতিতে বিশ্বাসী নন বলেও তিনি জানান ।

আক্রান্ত ব্যাক্তি নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে । তদন্ত চলছে । এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তর করেনি পুলিশ ।

নয়াবাদ, 7 জুন : জয়শ্রীরাম বলতে বলার পরেও তা না বলায় এক ব্যাক্তি ও তার স্ত্রীকে মারধোর করার ঘটনা ঘটল নরেন্দ্রপুর থানা এলাকার নয়াবাদে । আহত ব্যাক্তি তৃণমূল কর্মী । অভিযোগের তির BJP কর্মীদের দিকে । নরেন্দ্রপুর থানায় সে লিখিত অভিযোগ জানিয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে । তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি ।

নয়াবাদের বাসিন্দা দীপক মাইতি । এলাকায় তৄণমূল সমর্থক বলে পরিচিত সে । গতকাল সন্ধে 7 টা নাগাদ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন BJP কর্মী । বাড়ি থেকে তাকে নিয়ে যাওয়া হয় নয়াবাদের BJP কর্মী সম্মেলনে । সেখানে নিয়ে গিয়ে তাকে জয়শ্রীরাম বলতে বাধ্য করানোর চেষ্টা করা হয় । কিন্তু এই ঘটনার প্রতিবাদ করে দীপক । তৃণমূল করে বলে সে জয়শ্রীরাম বলতে চায় না । অনেক চেষ্টার পরও তাকে বলাতে না পারায় শুরু হয় বেধড়ক মারধোর । দীপকের অভিযোগ,বহু জোরাজুরির পরও আমি রাজি না হওয়াতে আমাকে প্রথমে লোহার রড দিয়ে মাথায় মারা হয় তারপরে আমায় মাটিতে ফেলে চলে লাথি,চড়,থাপ্পর । মারের চোটে আমি জ্ঞান হারাই ।"

দেখুন ভিডিয়ো
দীপকের স্ত্রী পারুল মাইতি জানাল যে,তার স্বামীকে অটো করে কয়েকজন BJP কর্মী তাদের বাড়ির সামনে ফেলে দিয়ে যায় । আর তার চোখে সেটা পড়তেই সে দৌড়ে সেই জায়গায় পৌঁছায় । এবং প্রথমেই তার চোখে পড়ে স্বামীর রক্ত জমাট মুখটা । সে তাদের কাছে জানতে চায় যে তার স্বামীর এই রকম অবস্থা কি ভাবে হল? প্রশ্ন করায় তাকে টানতে টানতে ওই অটোতেই তোলা হয় । হুমকি দেওয়া হয় বেশী প্রতিবাদ করলে সকালবেলা এসে তাকেও মারা হবে ।

মারধর করার কথা অস্বীকার করেছে BJP-র যুব মোর্চার নেতা শুভঙ্কর দত্ত মজুমদার । তার বক্তব্য এর সাথে BJPর কোনও যোগ নেই । তারা হিংসার রাজনীতিতে বিশ্বাসী নন বলেও তিনি জানান ।

আক্রান্ত ব্যাক্তি নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে । তদন্ত চলছে । এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তর করেনি পুলিশ ।

New Delhi, Jun 07 (ANI): Indian wicket keeper MS Dhoni sported a pair of wicket keeping gloves with regimental dagger insignia of the Indian Para Special Force during India's World Cup 2019 opener against South Africa in Southampton. While speaking to ANI, Lieutenant General (Retd) Vinod Bhatia said, "What MS Dhoni has done by supporting 'balidan' on his gloves, is being blown out of proportion. There's nothing political or religious or commercial about it". He added, "There are many instances earlier when sportspersons have supported a cause. Pakistan team themselves in 2016, when they played at Lord's, they dedicated it to Pak Army. When Dhoni wears a badge, Pakistan has a problem, some of us within India have a problem, ICC has a problem".
Last Updated : Jun 7, 2019, 8:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.