নয়াবাদ, 7 জুন : জয়শ্রীরাম বলতে বলার পরেও তা না বলায় এক ব্যাক্তি ও তার স্ত্রীকে মারধোর করার ঘটনা ঘটল নরেন্দ্রপুর থানা এলাকার নয়াবাদে । আহত ব্যাক্তি তৃণমূল কর্মী । অভিযোগের তির BJP কর্মীদের দিকে । নরেন্দ্রপুর থানায় সে লিখিত অভিযোগ জানিয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে । তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি ।
নয়াবাদের বাসিন্দা দীপক মাইতি । এলাকায় তৄণমূল সমর্থক বলে পরিচিত সে । গতকাল সন্ধে 7 টা নাগাদ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন BJP কর্মী । বাড়ি থেকে তাকে নিয়ে যাওয়া হয় নয়াবাদের BJP কর্মী সম্মেলনে । সেখানে নিয়ে গিয়ে তাকে জয়শ্রীরাম বলতে বাধ্য করানোর চেষ্টা করা হয় । কিন্তু এই ঘটনার প্রতিবাদ করে দীপক । তৃণমূল করে বলে সে জয়শ্রীরাম বলতে চায় না । অনেক চেষ্টার পরও তাকে বলাতে না পারায় শুরু হয় বেধড়ক মারধোর । দীপকের অভিযোগ,বহু জোরাজুরির পরও আমি রাজি না হওয়াতে আমাকে প্রথমে লোহার রড দিয়ে মাথায় মারা হয় তারপরে আমায় মাটিতে ফেলে চলে লাথি,চড়,থাপ্পর । মারের চোটে আমি জ্ঞান হারাই ।"
মারধর করার কথা অস্বীকার করেছে BJP-র যুব মোর্চার নেতা শুভঙ্কর দত্ত মজুমদার । তার বক্তব্য এর সাথে BJPর কোনও যোগ নেই । তারা হিংসার রাজনীতিতে বিশ্বাসী নন বলেও তিনি জানান ।
আক্রান্ত ব্যাক্তি নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে । তদন্ত চলছে । এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তর করেনি পুলিশ ।