সোনারপুর (দক্ষিণ 24 পরগনা), 21 নভেম্বর: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আক্রমণ করতে গিয়ে বেলাগাম মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিধায়ক শওকত মোল্লা ৷ রবিবার সোনারপুরের আড়াপাঁচে একটি জনসভা থেকে তিনি শুভেন্দুকে আক্রমণ করতে গিয়ে বলেন, ‘‘তোমার যদি বাপের ক্ষমতা থাকে একটা আসন জিতে দেখাও দক্ষিণ 24 পরগনায় ৷ তবে তোমাকে বাপের ব্যাটা বলব ৷’’
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপির (BJP) নেতাদের মুখে একে অপরের উদ্দেশ্যে কুকথা শোনা যাচ্ছে ৷ কখনও কাঠগড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের মন্ত্রী অখিল গিরি, তো কখনও অভিযোগ উঠেছে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ৷ এবার সেই তালিকায় নতুন সংযোজন দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা (Saokat Molla) ৷
বাংলাকে আর্থিক বঞ্চনা, পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধি-সহ কেন্দ্রীয় সরকারের একাধিক জনবিরোধী নীতির প্রতিবাদে রবিবার সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তেমাথা থেকে আড়াপাঁচ পর্যন্ত মিছিল করে তৃণমূল । তারপর আড়াপাঁচে একটি জনসভা হয় । সেখানে স্থানীয় বিধায়ক অরুন্ধতী ওরফে লাভলি মৈত্র, শওকত মোল্লা-সহ তৃণমূলের একাধিক নেতা-নেত্রী উপস্থিত ছিলেন ৷
সেখানেই বিজেপির শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন শওকত ৷ বলেন, ‘‘শুভেন্দু বলেছিল সপ্তাহে দু’বার করে আসব ৷ এখানে এসে সভা করব ৷ আমি বলছি সপ্তাহে দু’বার করে নয়, তুমি প্রতিদিন এসো ৷ তোমার যদি বাপের ক্ষমতা থাকে একটা আসন জিতে দেখাও দক্ষিণ 24 পরগনায় ৷ তবে তোমাকে বাপের ব্যাটা বলব ৷’’
সভায় নন্দীগ্রামের (Nandigram) বিধায়ককে নিয়ে বিতর্কিত মন্তব্য করেও থামেননি শওকত ৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও একই কথা আবার বলেন ৷ শুভেন্দুকে তাঁর হুঁশিয়ারি, ‘‘আমি আজ ক্যামারার সামনে চ্যালেঞ্জ করে বলছি, ও (শুভেন্দু) যেভাবে বাংলায় হিন্দু-মুসলমানদের মধ্যে বিভাজন করতে চাইছে, দক্ষিণ 24 পরগনা জেলায় ওর বাপের যদি ক্ষমতা থাকে, একটা আসন ও জিতে দেখাক ৷’’
এর পর তিনি কেন্দ্রীয় এজেন্সিকে তৃণমূলের বিরুদ্ধে ব্যবহারের অভিযোগ তোলেন ৷ এই কাজ শুভেন্দু করছে বলেও তিনি দাবি করেন ৷ তাঁর অভিযোগ, ‘‘কখনও সিবিআই, আবার কখনও ইনকাম ট্যাক্স দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) থেকে শুরু করে তৃণমূলের অন্যান্য নেতাদের ভয় দেখাচ্ছে ।’’
এর পর তিনি আরও একবার হুঁশিয়ারি দেন, ‘‘আমি বলছি যদি হিম্মত থাকে, তাহলে আমাদের জেলে ভরুক, আমাদের মিথ্যা কেসে ফাঁসাক । আমরা তৈরি আছি । কিন্তু, দক্ষিণ 24 পরগনা জেলার এক ইঞ্চি জমি আমরা রাজনৈতিকভাবে বিজেপি, কংগ্রেস, সিপিএমকে ছাড়ব না । প্রত্যেকটি আসনে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জিতব ।’’
আরও পড়ুন: মানসিক ভারসাম্য হারিয়েছেন শুভেন্দু, কটাক্ষ অভিষেকের