ETV Bharat / state

বাজি ফাটাতে নিষেধ করায় পুলিশকে ধমক তৃণমূল বিধায়ক শওকত মোল্লার, ভাইরাল ভিডিও

Saokat Molla: ভাঙড় পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে পুলিশকে ধমক দেওয়ার অভিযোগ উঠেছে ৷ তিনি কটূক্তি করেন বলেও অভিযোগ ৷ যদিও অভিযোগ মানতে নারাজ বিধায়ক ৷

ETV Bharat
শওকত মোল্লা
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 7:48 PM IST

পুলিশকে ধমক শওকত মোল্লার

ভাঙড়, 22 নভেম্বর: ভাঙড়ে এমএলএ কাপের উদ্বোধনী অনুষ্ঠানের শেষে বাজি পোড়ানো বন্ধ করতে তৎপর হয়েছিল পুলিশ । সেই তৎপরতার জন্য নাকি বিধায়কের কটূক্তির মুখে পড়তে হয়েছে খাঁকি উর্দিধারীদের । এমনই অভিযোগ উঠেছে ভাঙড় পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে । যদিও খারাপ ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক । শওকতের দাবি, সেই সময় তিনি নিজে তৎপর না হলে অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারত। ঘটনার সূত্রপাত শনিবার রাতে। তবে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় বুধবার ৷

জানা গিয়েছে, শনিবার ভাঙড় কলেজে এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন শওকত মোল্লা। সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল বলে অভিযোগ । রাত ১০টার পরও সেখানে বাজি পোড়ানো চলছিল বলে দাবি স্থানীয় বাসিন্দাদের । স্থানীয় সূত্রে খবর, একটি বিল্ডিংয়ের ছাদে কিছু যুবক আতসবাজি জ্বালাচ্ছিলেন । সেখান থেকে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে। মণ্ডপে আগুনও ধরে যাওয়ার উপক্রম হয়েছিল । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় একদল পুলিশকর্মী । বাজি পোড়ানো বন্ধের নির্দেশ দেন তাঁরা । এর পরই বিধায়ক মাইক্রোফোন নিয়ে খাঁকি উর্দিধারীদের কটূক্তি করেন বলে অভিযোগ । এই সংক্রান্ত একটি ভিডিয়োও সামনে এসেছে ৷

সেই ভিডিয়োতে শওকতকে বলতে শোনা যায়, “কে অ্যারেস্ট করবে ? অ্যারেস্ট একবার করে দেখুক ! কোন পুলিশ ? মগের মুলুক পেয়েছ নাকি !" তিনি পুলিশকে গালিগালাজ করেন বলেও অভিযোগ । যদিও সেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ভাঙড় পূর্বের বিধায়ক ৷ তাঁর দাবি, সেই সময় তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন । কারণ পুলিশের তাড়া খেয়ে অনেকে ছাদ থেকে পড়ে যেতে পারতেন ৷ তবে বিধায়কের ওই ভূমিকায় পুলিশের একাংশ ক্ষুব্ধ ৷

আরও পড়ুন:

  1. ভারতীয় জনতার জন্য কাজ করি, পার্টির জন্য নয়: রাজ্যপাল
  2. 29 নভেম্বর সভা হবেই, ডিভিশন বেঞ্চে রাজ্যকে পালটা চ্যালেঞ্জ জানাবে বিজেপি: সুকান্ত

পুলিশকে ধমক শওকত মোল্লার

ভাঙড়, 22 নভেম্বর: ভাঙড়ে এমএলএ কাপের উদ্বোধনী অনুষ্ঠানের শেষে বাজি পোড়ানো বন্ধ করতে তৎপর হয়েছিল পুলিশ । সেই তৎপরতার জন্য নাকি বিধায়কের কটূক্তির মুখে পড়তে হয়েছে খাঁকি উর্দিধারীদের । এমনই অভিযোগ উঠেছে ভাঙড় পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে । যদিও খারাপ ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক । শওকতের দাবি, সেই সময় তিনি নিজে তৎপর না হলে অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারত। ঘটনার সূত্রপাত শনিবার রাতে। তবে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় বুধবার ৷

জানা গিয়েছে, শনিবার ভাঙড় কলেজে এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন শওকত মোল্লা। সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল বলে অভিযোগ । রাত ১০টার পরও সেখানে বাজি পোড়ানো চলছিল বলে দাবি স্থানীয় বাসিন্দাদের । স্থানীয় সূত্রে খবর, একটি বিল্ডিংয়ের ছাদে কিছু যুবক আতসবাজি জ্বালাচ্ছিলেন । সেখান থেকে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে। মণ্ডপে আগুনও ধরে যাওয়ার উপক্রম হয়েছিল । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় একদল পুলিশকর্মী । বাজি পোড়ানো বন্ধের নির্দেশ দেন তাঁরা । এর পরই বিধায়ক মাইক্রোফোন নিয়ে খাঁকি উর্দিধারীদের কটূক্তি করেন বলে অভিযোগ । এই সংক্রান্ত একটি ভিডিয়োও সামনে এসেছে ৷

সেই ভিডিয়োতে শওকতকে বলতে শোনা যায়, “কে অ্যারেস্ট করবে ? অ্যারেস্ট একবার করে দেখুক ! কোন পুলিশ ? মগের মুলুক পেয়েছ নাকি !" তিনি পুলিশকে গালিগালাজ করেন বলেও অভিযোগ । যদিও সেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ভাঙড় পূর্বের বিধায়ক ৷ তাঁর দাবি, সেই সময় তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন । কারণ পুলিশের তাড়া খেয়ে অনেকে ছাদ থেকে পড়ে যেতে পারতেন ৷ তবে বিধায়কের ওই ভূমিকায় পুলিশের একাংশ ক্ষুব্ধ ৷

আরও পড়ুন:

  1. ভারতীয় জনতার জন্য কাজ করি, পার্টির জন্য নয়: রাজ্যপাল
  2. 29 নভেম্বর সভা হবেই, ডিভিশন বেঞ্চে রাজ্যকে পালটা চ্যালেঞ্জ জানাবে বিজেপি: সুকান্ত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.