ETV Bharat / state

Panchayat Elections 2023: বাসন্তীতে তৃণমূল কর্মীর মৃত্যু নিয়ে বিভ্রান্তিকর খবর দিয়ে ক্ষমা চাইলেন প্রাক্তন মন্ত্রী

author img

By

Published : Jul 9, 2023, 12:59 PM IST

সংবাদমাধ্যমে প্রথমে ভুল তথ্য উপস্থাপন করে পরে ক্ষমা চাইলেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক শ্যামল মণ্ডল ৷ বাসন্তীর তৃণমূল কর্মী আজাহার লস্করকে আরএসপির নেতারা মারধর করে বলে অভিযোগ ৷ প্রথমে তাঁরই মৃত্যু খবর জানান বিধায়ক। পরে ক্ষমা চেয়ে নেন ।

ETV Bharat
পঞ্চায়েত নির্বাচন

বাসন্তীতে আক্রান্ত প্রৌঢ় তৃণমূল কর্মীর মৃত্যু নিয়ে বিভ্রান্তিকর খবর

বাসন্তী, 9 জুলাই: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এক প্রৌঢ় তৃণমূল কর্মীর মৃত্যু নিয়ে বিভ্রান্তি ছড়াল ৷ দলীয় কর্মী আজাহার লস্করের মৃত্যুর খবরটি দেন স্বয়ং তৃণমূল প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক শ্যামল মণ্ডল ৷ শনিবার বিকেলে দক্ষিণ চব্বিশ পরগনায় বাসন্তীর জ্যোতিষপুর গ্রামপঞ্চায়েতের রাধারানীপুর গ্রামে তৃণমূল কর্মী আজাহার লস্করকে মারধর করা হয় ৷ তাঁর বয়স 63 বছর ৷ তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ রবিবার সকালে বিধায়ক শ্যামল মণ্ডল জানান, জখম তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে ৷

আজাহার লস্করকে নিয়ে এই খবরই রটে গিয়েছিল প্রশাসন থেকে শুরু করে সংবাদমাধ্যমে ৷ তারপর রবিবার বেলা বাড়লে বিধায়কই ফের জানান, তৃণমূল কর্মী আজাহার লস্করের মৃত্যু হয়নি ৷ শনিবার আহত অবস্থায় প্রথমে তাঁকে ক্যানিং হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে শারীরিক অবস্থার অবনতি হলেও তাঁকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তিরত করা হয়েছে ৷

আরও পড়ুন: 18 লাশে সাঙ্গ হল পঞ্চায়েত ভোট!

বিধায়ক আরও জানিয়েছেন, আজাহার মণ্ডলের পরিবার এবং স্থানীয় সূত্রে তিনি জানতে পারেন তাঁর মৃত্যু হয়েছে ৷ সেই খবর তিনি সংবাদ মাধ্যমে জানান । পরে তাঁর কাছে এসএসকেএম হাসপাতাল থেকে ফোন আসে ৷ সেখান থেকে জানানো হয়, আজাহার লস্করের অস্ত্রোপচার হয়েছে ৷ তিনি সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন ৷ তাই প্রবীণ তৃণমূল কর্মী আজাহার লস্করকে নিয়ে ভুলবশত মৃত্যুর খবর জানিয়েছিলেন বিধায়ক নিজেই ৷

শনিবার বিকেলে ভোটের সময় বুথের কাছে দাঁড়িয়েছিলেন প্রৌঢ় তৃণমূল কর্মী আজাহার লস্কর ৷ হাসপাতাল সূত্রে খবর, তাঁর মাথায় এবং বুকে গুরুতর আঘাত লাগে ৷ প্রৌঢ় তৃণমূল কর্মীর সঙ্গে থাকা আরেক কর্মীর অভিযোগ, সকাল থেকেই আরএসপি কর্মীরা দফায় দফায় গণ্ডগোল করছিল ৷ বিকেল 4টের পর বুথ দখল করতে আসে বাম শরিক দল রেভোলিউশনারি সোশালিস্ট পার্টি ৷ সেই সময় তৃণমূলের 8-9 জন কর্মীকে মারধর করতে শুরু করে আরএসপির কর্মীরা ৷

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে হিংসার বলি আরও এক, কুলতলিতে খুন তৃণমূল কর্মী

ওই কর্মী আরও জানান, প্রৌঢ়ের অবস্থা আশঙ্কাজনক ৷ গতকাল ভোটগ্রহণ পর্ব শেষ হলেও পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে মৃতের সংখ্যা বেড়েই চলেছে ৷ তবে পুলিশ এখনও এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি ৷

বাসন্তীতে আক্রান্ত প্রৌঢ় তৃণমূল কর্মীর মৃত্যু নিয়ে বিভ্রান্তিকর খবর

বাসন্তী, 9 জুলাই: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এক প্রৌঢ় তৃণমূল কর্মীর মৃত্যু নিয়ে বিভ্রান্তি ছড়াল ৷ দলীয় কর্মী আজাহার লস্করের মৃত্যুর খবরটি দেন স্বয়ং তৃণমূল প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক শ্যামল মণ্ডল ৷ শনিবার বিকেলে দক্ষিণ চব্বিশ পরগনায় বাসন্তীর জ্যোতিষপুর গ্রামপঞ্চায়েতের রাধারানীপুর গ্রামে তৃণমূল কর্মী আজাহার লস্করকে মারধর করা হয় ৷ তাঁর বয়স 63 বছর ৷ তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ রবিবার সকালে বিধায়ক শ্যামল মণ্ডল জানান, জখম তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে ৷

আজাহার লস্করকে নিয়ে এই খবরই রটে গিয়েছিল প্রশাসন থেকে শুরু করে সংবাদমাধ্যমে ৷ তারপর রবিবার বেলা বাড়লে বিধায়কই ফের জানান, তৃণমূল কর্মী আজাহার লস্করের মৃত্যু হয়নি ৷ শনিবার আহত অবস্থায় প্রথমে তাঁকে ক্যানিং হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে শারীরিক অবস্থার অবনতি হলেও তাঁকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তিরত করা হয়েছে ৷

আরও পড়ুন: 18 লাশে সাঙ্গ হল পঞ্চায়েত ভোট!

বিধায়ক আরও জানিয়েছেন, আজাহার মণ্ডলের পরিবার এবং স্থানীয় সূত্রে তিনি জানতে পারেন তাঁর মৃত্যু হয়েছে ৷ সেই খবর তিনি সংবাদ মাধ্যমে জানান । পরে তাঁর কাছে এসএসকেএম হাসপাতাল থেকে ফোন আসে ৷ সেখান থেকে জানানো হয়, আজাহার লস্করের অস্ত্রোপচার হয়েছে ৷ তিনি সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন ৷ তাই প্রবীণ তৃণমূল কর্মী আজাহার লস্করকে নিয়ে ভুলবশত মৃত্যুর খবর জানিয়েছিলেন বিধায়ক নিজেই ৷

শনিবার বিকেলে ভোটের সময় বুথের কাছে দাঁড়িয়েছিলেন প্রৌঢ় তৃণমূল কর্মী আজাহার লস্কর ৷ হাসপাতাল সূত্রে খবর, তাঁর মাথায় এবং বুকে গুরুতর আঘাত লাগে ৷ প্রৌঢ় তৃণমূল কর্মীর সঙ্গে থাকা আরেক কর্মীর অভিযোগ, সকাল থেকেই আরএসপি কর্মীরা দফায় দফায় গণ্ডগোল করছিল ৷ বিকেল 4টের পর বুথ দখল করতে আসে বাম শরিক দল রেভোলিউশনারি সোশালিস্ট পার্টি ৷ সেই সময় তৃণমূলের 8-9 জন কর্মীকে মারধর করতে শুরু করে আরএসপির কর্মীরা ৷

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে হিংসার বলি আরও এক, কুলতলিতে খুন তৃণমূল কর্মী

ওই কর্মী আরও জানান, প্রৌঢ়ের অবস্থা আশঙ্কাজনক ৷ গতকাল ভোটগ্রহণ পর্ব শেষ হলেও পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে মৃতের সংখ্যা বেড়েই চলেছে ৷ তবে পুলিশ এখনও এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.