ETV Bharat / state

Trinamool Congress: কুলতলিতে গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থী, কাঠগড়ায় সিপিএম-এসইউসিআই

সোমবার রাতে দক্ষিণ 24 পরগনার কুলতলিতে এক তৃণমূল প্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন ৷ তাঁর নাম কুতুবউদ্দিন ঘরামি ৷ আপাতত তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি ৷ অভিযোগ উঠেছে সিপিএম ও এসইউসিআই-এর বিরুদ্ধে ৷

author img

By

Published : Jul 4, 2023, 1:30 PM IST

Updated : Jul 4, 2023, 2:21 PM IST

Trinamool Congress
Trinamool Congress
কুলতলিতে গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থী

কুলতলি, 4 জুলাই: আবারও তপ্ত দক্ষিণ 24 পরগনা । বাসন্তীর পর এবার কুলতলিতে চলল গুলি । আবারও গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেস প্রার্থী । নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি । আর সেই নির্বাচনকে সামনে রেখে অব্যাহত শাসক ও বিরোধী দলের সংঘর্ষ ।

সোমবার রাতের সংঘর্ষে কুলতলিতে গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থী কুতুবউদ্দিন ঘরামি । আশঙ্কাজনক অবস্থায় জয়নগর-কুলতলি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন । অভিযোগের তির সিপিএম ও এসইউসিআই আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুলতলি থানার পুলিশ । ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে কুলতলির মেরিগঞ্জ 1 নম্বর অঞ্চলের ঘরামি পাড়ায় ।

সোমবার রাতে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারে বেরিয়েছিলেন তৃণমূলের প্রার্থী কুতুবউদ্দিন । অভিযোগ, সেখানেই বেশ কয়েকজন তাঁকে প্রচারে বাধা দিয়েছিলেন । তা নিয়ে বচসা বাঁধে দু’পক্ষের মধ্যে । সেই সময়েই ভিড়ের মধ্যে থেকে দুষ্কৃতীরা কুতুবউদ্দিনকে লক্ষ্য করে গুলি চালায় । রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন কুতুবউদ্দিন । তাঁকে নিয়ে যখন বাকিরা ব্যস্ত হয়ে পড়েন, তখনই ভিড়ের মধ্যে পালিয়ে যায় দুষ্কৃতীরা । উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুলতলি থানার পুলিশ ।

আরও পড়ুন: তৃণমূল প্রার্থীকে হাঁসুয়ার কোপ ! পঞ্চায়েত ভোট ঘিরে ফের উত্তাপ ভাঙড়ে

তড়িঘড়ি আহত কুতুবউদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয় । চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে তৃণমূল প্রার্থীর । তাঁর অবস্থা আশঙ্কাজনক । দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে কুলতলি থানার পুলিশ ও প্রশাসন । যদিও গুলিচালনার ঘটনায় বিরোধী দলগুলির তরফে অভিযোগ অস্বীকার করেছে । তাদের বক্তব্য, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনা ঘটেছে ৷

গত শনিবারই বাসন্তীতে খুন হন তৃণমূল কর্মী জাহিরুল মোল্লা । তাঁর মৃত্যুতেও উঠে এসেছে গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব । পরিবারের অভিযোগ, গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই প্রচারে বেরিয়ে খুন হতে হয়েছে জাহিরুলকে । সোমবারই জাহিরুলের মেয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন । রাজ্যপালের পা জড়িয়ে ধরে কেঁদে ফেলেন তিনি । তাঁর মেয়েও গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলেই ক্ষোভ উগরে দেন ।

মনোনয়ন পর্ব থেকেই বারবার উত্তপ্ত হয়ে উঠছে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকা । ভাঙড়, ক্যানিংয়ের তপ্ত এলাকায় পরিদর্শনে গিয়েছেন রাজ্যপাল । তারপর বাসন্তীর তৃণমূল কর্মী খুনের ঘটনার পর এলাকা পরিদর্শনে যান রাজ্যপাল । তিনি পরিদর্শন করে আসার পরই সোমবার রাতে ফের বাসন্তীতে চলে গুলি । গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী । এরই মধ্যে আবারও গুলি চালনার ঘটনা ঘটল ।

আরও পড়ুন: ভাঙড়ের পর বাসন্তী, গুলিতে মৃত্যু তৃণমূল কর্মীর

কুলতলিতে গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থী

কুলতলি, 4 জুলাই: আবারও তপ্ত দক্ষিণ 24 পরগনা । বাসন্তীর পর এবার কুলতলিতে চলল গুলি । আবারও গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেস প্রার্থী । নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি । আর সেই নির্বাচনকে সামনে রেখে অব্যাহত শাসক ও বিরোধী দলের সংঘর্ষ ।

সোমবার রাতের সংঘর্ষে কুলতলিতে গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থী কুতুবউদ্দিন ঘরামি । আশঙ্কাজনক অবস্থায় জয়নগর-কুলতলি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন । অভিযোগের তির সিপিএম ও এসইউসিআই আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুলতলি থানার পুলিশ । ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে কুলতলির মেরিগঞ্জ 1 নম্বর অঞ্চলের ঘরামি পাড়ায় ।

সোমবার রাতে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারে বেরিয়েছিলেন তৃণমূলের প্রার্থী কুতুবউদ্দিন । অভিযোগ, সেখানেই বেশ কয়েকজন তাঁকে প্রচারে বাধা দিয়েছিলেন । তা নিয়ে বচসা বাঁধে দু’পক্ষের মধ্যে । সেই সময়েই ভিড়ের মধ্যে থেকে দুষ্কৃতীরা কুতুবউদ্দিনকে লক্ষ্য করে গুলি চালায় । রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন কুতুবউদ্দিন । তাঁকে নিয়ে যখন বাকিরা ব্যস্ত হয়ে পড়েন, তখনই ভিড়ের মধ্যে পালিয়ে যায় দুষ্কৃতীরা । উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুলতলি থানার পুলিশ ।

আরও পড়ুন: তৃণমূল প্রার্থীকে হাঁসুয়ার কোপ ! পঞ্চায়েত ভোট ঘিরে ফের উত্তাপ ভাঙড়ে

তড়িঘড়ি আহত কুতুবউদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয় । চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে তৃণমূল প্রার্থীর । তাঁর অবস্থা আশঙ্কাজনক । দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে কুলতলি থানার পুলিশ ও প্রশাসন । যদিও গুলিচালনার ঘটনায় বিরোধী দলগুলির তরফে অভিযোগ অস্বীকার করেছে । তাদের বক্তব্য, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনা ঘটেছে ৷

গত শনিবারই বাসন্তীতে খুন হন তৃণমূল কর্মী জাহিরুল মোল্লা । তাঁর মৃত্যুতেও উঠে এসেছে গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব । পরিবারের অভিযোগ, গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই প্রচারে বেরিয়ে খুন হতে হয়েছে জাহিরুলকে । সোমবারই জাহিরুলের মেয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন । রাজ্যপালের পা জড়িয়ে ধরে কেঁদে ফেলেন তিনি । তাঁর মেয়েও গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলেই ক্ষোভ উগরে দেন ।

মনোনয়ন পর্ব থেকেই বারবার উত্তপ্ত হয়ে উঠছে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকা । ভাঙড়, ক্যানিংয়ের তপ্ত এলাকায় পরিদর্শনে গিয়েছেন রাজ্যপাল । তারপর বাসন্তীর তৃণমূল কর্মী খুনের ঘটনার পর এলাকা পরিদর্শনে যান রাজ্যপাল । তিনি পরিদর্শন করে আসার পরই সোমবার রাতে ফের বাসন্তীতে চলে গুলি । গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী । এরই মধ্যে আবারও গুলি চালনার ঘটনা ঘটল ।

আরও পড়ুন: ভাঙড়ের পর বাসন্তী, গুলিতে মৃত্যু তৃণমূল কর্মীর

Last Updated : Jul 4, 2023, 2:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.