ETV Bharat / state

BJP Worker Beaten: ছবি পোস্টের অভিযোগে বিজেপি কর্মীকে মারধরে অভিযুক্ত তৃণমূল - বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের

বিজেপি নেত্রীর সঙ্গে ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করার অপরাধে, বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ৷ ফ্রিজ সারানোর নাম করে ডেকে এনে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 25, 2023, 10:26 PM IST

ফলতা, 25 মে: বিজেপি নেত্রীর সঙ্গে ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করে তৃণমূলের বিরাগভাজন হলেন বিজেপির এক কর্মী ৷ ছবি পোস্ট করার জেরে এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ ওই বিজেপি কর্মীকে দলীয় কার্যালয়ে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হয়, এমনই গুরুতর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও সম্পূর্ণ ঘটনাটি অস্বীকার করেছে তৃণমূল।

দলীয় কর্মসূচিতে গিয়ে নেত্রীর সঙ্গে ছবি তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বিজেপি কর্মী রাজু মিস্ত্রি ৷ আর সেই অপরাধেই তাঁকে মারধর করে তৃণমূলের নেতা-কর্মীরা ৷ যদিও শাসকদলের পালটা দাবি, পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতার মল্লিকপুর এলাকায়। এই ঘটনায় বিজেপির যুব মোর্চার কর্মী রাজু মিস্ত্রি গুরুতর আহত হয়েছেন বলে গেরুয়া শিবিরের দাবি ৷ আহত অবস্থায় আমতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন সে। এই ঘটনায় আরও দুই বিজেপি সমর্থক বিক্রম মণ্ডল ও গোরাচাঁদ নস্করকে দলীয় কার্যালয় থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এমনকী তাঁদের মোবাইল কেড়ে নিয়ে রেখে দেওয়া হয় বলেও অভিযোগ।

অভিযোগ, আক্রান্ত বিজেপি যুব মোর্চার কর্মী রাজু মিস্ত্রির মোবাইল ফোন ও নগদ টাকা কেড়ে নেওয়া হয় তৃণমূলের দলীয় কার্যালয়ে। আহত বিজেপি যুব মোর্চার কর্মী রাজু মিস্ত্রি জানান, বুধবার সন্ধ্যা নাগাদ ফ্রিজ সারানোর নাম করে রাজুকে ফোন করে ডাকা হয়। পরে দলীয় কার্যালয়ে নিয়ে গিয়ে রড, বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় তাঁকে ৷ কোনওক্রমে বেঁচে পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করেন আক্রান্তরা । অনেক রাতে রাজুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবার সূত্রে খবর, রাজুর শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। কালশিটে দাগ পড়ে গিয়েছে পিঠে। এরপরই পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

যদিও এই ঘটনায় ফলতা থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন বিজেপি জেলা নেতৃত্ব। বৃহস্পতিবার রাজু মিস্ত্রি মেইল মারফৎ পুলিশ সুপার, এসডিপিও ও স্থানীয় থানার আইসির কাছে অভিযোগ দায়ের করেছেন। আক্রান্ত বিজেপি কর্মী বলেন, “এটাই শেষ নয়। আবারও আমার পরিবারের উপর হামলা হতে পারে। আমাকেও শেষ করে দিতে পারে ওরা।” যদিও তৃণমূল নেত্রী মনমোহিনী বিশ্বাস বলেন, “ব্যক্তিগত লড়াইকে তৃণমূল দলের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ওখানে বহু পারিবারিক সমস্যা রয়েছে। সেগুলিকে রাজনৈতিকভাবে রং দেওয়া হচ্ছে।” বিষয়টি ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন দে'র নজরে আসার পর কার্যত চাপে পড়ে ফলতা থানা অভিযোগ নিয়ে মামলা রুজু করে।

আরও পড়ুন: ইটাহারে জাতীয় সড়কে সভা, অভিষেকের বিরুদ্ধে জনস্বার্থ মামলা শুভেন্দুর

ফলতা, 25 মে: বিজেপি নেত্রীর সঙ্গে ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করে তৃণমূলের বিরাগভাজন হলেন বিজেপির এক কর্মী ৷ ছবি পোস্ট করার জেরে এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ ওই বিজেপি কর্মীকে দলীয় কার্যালয়ে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হয়, এমনই গুরুতর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও সম্পূর্ণ ঘটনাটি অস্বীকার করেছে তৃণমূল।

দলীয় কর্মসূচিতে গিয়ে নেত্রীর সঙ্গে ছবি তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বিজেপি কর্মী রাজু মিস্ত্রি ৷ আর সেই অপরাধেই তাঁকে মারধর করে তৃণমূলের নেতা-কর্মীরা ৷ যদিও শাসকদলের পালটা দাবি, পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতার মল্লিকপুর এলাকায়। এই ঘটনায় বিজেপির যুব মোর্চার কর্মী রাজু মিস্ত্রি গুরুতর আহত হয়েছেন বলে গেরুয়া শিবিরের দাবি ৷ আহত অবস্থায় আমতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন সে। এই ঘটনায় আরও দুই বিজেপি সমর্থক বিক্রম মণ্ডল ও গোরাচাঁদ নস্করকে দলীয় কার্যালয় থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এমনকী তাঁদের মোবাইল কেড়ে নিয়ে রেখে দেওয়া হয় বলেও অভিযোগ।

অভিযোগ, আক্রান্ত বিজেপি যুব মোর্চার কর্মী রাজু মিস্ত্রির মোবাইল ফোন ও নগদ টাকা কেড়ে নেওয়া হয় তৃণমূলের দলীয় কার্যালয়ে। আহত বিজেপি যুব মোর্চার কর্মী রাজু মিস্ত্রি জানান, বুধবার সন্ধ্যা নাগাদ ফ্রিজ সারানোর নাম করে রাজুকে ফোন করে ডাকা হয়। পরে দলীয় কার্যালয়ে নিয়ে গিয়ে রড, বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় তাঁকে ৷ কোনওক্রমে বেঁচে পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করেন আক্রান্তরা । অনেক রাতে রাজুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবার সূত্রে খবর, রাজুর শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। কালশিটে দাগ পড়ে গিয়েছে পিঠে। এরপরই পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

যদিও এই ঘটনায় ফলতা থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন বিজেপি জেলা নেতৃত্ব। বৃহস্পতিবার রাজু মিস্ত্রি মেইল মারফৎ পুলিশ সুপার, এসডিপিও ও স্থানীয় থানার আইসির কাছে অভিযোগ দায়ের করেছেন। আক্রান্ত বিজেপি কর্মী বলেন, “এটাই শেষ নয়। আবারও আমার পরিবারের উপর হামলা হতে পারে। আমাকেও শেষ করে দিতে পারে ওরা।” যদিও তৃণমূল নেত্রী মনমোহিনী বিশ্বাস বলেন, “ব্যক্তিগত লড়াইকে তৃণমূল দলের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ওখানে বহু পারিবারিক সমস্যা রয়েছে। সেগুলিকে রাজনৈতিকভাবে রং দেওয়া হচ্ছে।” বিষয়টি ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন দে'র নজরে আসার পর কার্যত চাপে পড়ে ফলতা থানা অভিযোগ নিয়ে মামলা রুজু করে।

আরও পড়ুন: ইটাহারে জাতীয় সড়কে সভা, অভিষেকের বিরুদ্ধে জনস্বার্থ মামলা শুভেন্দুর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.