পাথরপ্রতিমা, 3 নভেম্বর: গ্রামে বাঘের পায়ের ছাপ ৷ আতঙ্কে দক্ষিণ 24 পরগনার পাথরপ্রতিমার শ্রীধরনগর এলাকার বাসিন্দারা ৷ গ্রামবাসীরা শুক্রবারই বন দফতরকে খবর দেন ৷ ইতিমধ্যেই বাঘটিকে ধরতে 3টি খাঁচাও পাতা হয়েছে ৷ চলছে মাইকিং ও গ্রামবাসীদের সতর্কীকরণের কাজ ৷
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বেশ কয়েকজন গ্রামবাসী বাড়ি ফিরছিলেন ৷ সেই সময়েই এক মহিলা একটি বিশালাকৃতি জন্তু দেখতে পান ৷ সত্যিই বাঘ কি না তা বোঝার জন্য আলো ফেলতেই দেখেন জন্তুটির গায়ে হলুদ ডোরাকাটা দাগ ৷ বুঝতে অসুবিধা হয়না সেটি আসলে 'দক্ষিণরায়' ৷ এরপরেই চিৎকার করে ভয়ে অজ্ঞান হয়ে যান ৷ গ্রামবাসীরাই তাঁকে উদ্ধার করে নিয়ে যান অন্যত্র ৷ সেবা-যত্ন করে জ্ঞান ফিরিয়ে আনেন ৷ বনদফতরেও খবর দেওয়া হয় ৷ খবর পেয়েই, শ্রীধরনগর এলাকায় বন দফতরে আধিকারিকরা উপস্থিত হয়েছেন ৷ সেগুলি বাঘের ছাপ বলে নিশ্চিত করেছেন বন দফতরের কর্মীরা ৷
আরও পড়ুন: বাঘেদের অত্যাধুনিক চিকিৎসায় সুপার স্পেশালিটি হাসপাতাল, উদ্বোধন সম্ভবত চলতি বছরের শেষেই
বনদফতরের পক্ষ থেকে মাইকিং এর মাধ্যমে মানুষজনকে সতর্কীকরণের কাজ চলছে ৷ হচ্ছে পাশাপাশি জঙ্গলে পাতা হয়েছে 3টি খাঁচা। সকাল থেকে গ্রামবাসিরা লাঠি সোটা নিয়ে এলাকা পাহারা দিচ্ছেন । তবে নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখে বাঘের গতিবিধির জানার চেষ্টা চালানো হচ্ছে । পাশাপাশি বন দফতরেরর পক্ষ থেকে জঙ্গল লাগোয়া এলাকা জাল দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে । এ প্রসঙ্গেই দক্ষিণ 24 পরগনা বনদফতরের মুখ্য আধিকারিক (ডিএফও) মিলন কান্তি মণ্ডল বলেন, "নদীর চরের উপর বাঘের পায়ের ছাপ দেখার পর গ্রামবাসীরা বনদফতরকে খবর দেয় ৷ বাঘটিকে ধরার জন্য জঙ্গলে পাতা হয়েছে খাঁচা । গত বছর পাথরপ্রতিমা এলাকায় একইসঙ্গে 3টি বাঘ দেখা যায় ৷" স্বাভাবিকভাবে জনবসতিপূর্ণ এলাকায় বাঘ দেখা দেওয়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে ।