ETV Bharat / state

ভাঙড়ে নিজের জমিতে বাড়ি বানাতে গিয়ে আক্রান্ত মহিলা - জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ

বাড়ি করা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিবাদ । গতরাতে সেই বিবাদ চরমে পৌঁছায় । শুরু হয় মারধর । ঘটনায় জখম তিন জন ।

জখম
author img

By

Published : Nov 20, 2019, 12:20 PM IST

ভাঙড়, 20 নভেম্বর : বাড়ি করা নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ অনেকদিনের । গতকালও বিবাদ বাধে । তার জেরে মারধর করা হয় জমির মালিককে ৷ ঘটনায় জখম এক মহিলা সহ তিন জন । ভাঙড় থানার ধারা গ্রামের ঘটনা ।

ধারা গ্রামের বাসিন্দা কুসুম মণ্ডল । নিজের জমিতে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন তিনি । অভিযোগ, যেদিন থেকে বাড়ি তৈরির কাজ শুরু হয়েছে সেদিন থেকেই বাধা দিচ্ছে প্রতিবেশী পলাশ মণ্ডল ও তরুণ মণ্ডল । গতরাতে ফের কুসুমকে তারা ওই জমিতে বাড়ি তৈরি করতে নিষেধ করে । অভিযোগ, মদ খেয়ে এসে তারা কুসুমকে গালিগালাজ করতে শুরু করে । সেইসময় তাদের বাধা দেন কুসুম ও তাঁর পরিবারের লোকজন । অভিযোগ, তখনই ইট ছুড়তে শুরু করে পলাশ ও তরুণ । জখম হন কুসুম, তাঁর ছেলে ও ভাসুরপো ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ আসে । পালিয়ে যায় অভিযুক্তরা ।

জখম তিনজনকে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয় । ঘটনায় ভাঙড় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । তদন্ত শুরু করেছে পুলিশ ।

ভাঙড়, 20 নভেম্বর : বাড়ি করা নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ অনেকদিনের । গতকালও বিবাদ বাধে । তার জেরে মারধর করা হয় জমির মালিককে ৷ ঘটনায় জখম এক মহিলা সহ তিন জন । ভাঙড় থানার ধারা গ্রামের ঘটনা ।

ধারা গ্রামের বাসিন্দা কুসুম মণ্ডল । নিজের জমিতে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন তিনি । অভিযোগ, যেদিন থেকে বাড়ি তৈরির কাজ শুরু হয়েছে সেদিন থেকেই বাধা দিচ্ছে প্রতিবেশী পলাশ মণ্ডল ও তরুণ মণ্ডল । গতরাতে ফের কুসুমকে তারা ওই জমিতে বাড়ি তৈরি করতে নিষেধ করে । অভিযোগ, মদ খেয়ে এসে তারা কুসুমকে গালিগালাজ করতে শুরু করে । সেইসময় তাদের বাধা দেন কুসুম ও তাঁর পরিবারের লোকজন । অভিযোগ, তখনই ইট ছুড়তে শুরু করে পলাশ ও তরুণ । জখম হন কুসুম, তাঁর ছেলে ও ভাসুরপো ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ আসে । পালিয়ে যায় অভিযুক্তরা ।

জখম তিনজনকে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয় । ঘটনায় ভাঙড় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । তদন্ত শুরু করেছে পুলিশ ।

Intro:জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ভাঙড়ে। ভাঙড় থানার ধারা গ্রামের ঘটনা। ঘটনায় গুরুতর আহত এক মহিলাসহ মোট তিনজন। আশঙ্কাজনক অবস্থায় আহত মহিলাকে ভর্তি করা হল হাসপাতালে। পুলিশ সূত্রে খবর ঘর করা নিয়ে ধারা গ্রামে দুই পরিবারের মধ্যে বচসা বাধে। তার থেকেই শুরু হয় মারপিট। দুই পরিবারের সংঘর্ষে মোট তিনজন আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।Body:আহত কুসুম মন্ডলের দাবি, তারা একটি সরকারি ঘর পেয়েছে। আর সেই ঘর বাঁধতে গিয়ে সমস্যার সৃষ্টি হয়। পরে স্থানীয় নেতৃত্ব মিটমাট করে দিয়েছিল বলেও দাবি। তারপরও ঘর করতে গেলে বাধা দেয় পলাশ মন্ডল, তরুণ মন্ডল সহ তাদের অনুগামীরা। গতরাতে ব্যাপক মদ খেয়ে এসে কুসম মণ্ডলদের অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। তার প্রতিবাদ করেছিল পরিবারের অন্য সদস্যরা। এই প্রতিবাদ করায় তাদেরকে ইট দিয়ে মারা হয় বলে দাবি। সেই সময় বাধা দিতে গেলে প্রতিবেশীদেরকেও মারধর করা হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ গেলে পালিয়ে যায় অভিযুক্তরা। আহতদেরকে উদ্ধার করে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ।Conclusion:Intro ও body তে কপি দিলাম একটু দেখে নেবেন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.