ভাঙড়, 20 নভেম্বর : বাড়ি করা নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ অনেকদিনের । গতকালও বিবাদ বাধে । তার জেরে মারধর করা হয় জমির মালিককে ৷ ঘটনায় জখম এক মহিলা সহ তিন জন । ভাঙড় থানার ধারা গ্রামের ঘটনা ।
ধারা গ্রামের বাসিন্দা কুসুম মণ্ডল । নিজের জমিতে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন তিনি । অভিযোগ, যেদিন থেকে বাড়ি তৈরির কাজ শুরু হয়েছে সেদিন থেকেই বাধা দিচ্ছে প্রতিবেশী পলাশ মণ্ডল ও তরুণ মণ্ডল । গতরাতে ফের কুসুমকে তারা ওই জমিতে বাড়ি তৈরি করতে নিষেধ করে । অভিযোগ, মদ খেয়ে এসে তারা কুসুমকে গালিগালাজ করতে শুরু করে । সেইসময় তাদের বাধা দেন কুসুম ও তাঁর পরিবারের লোকজন । অভিযোগ, তখনই ইট ছুড়তে শুরু করে পলাশ ও তরুণ । জখম হন কুসুম, তাঁর ছেলে ও ভাসুরপো ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ আসে । পালিয়ে যায় অভিযুক্তরা ।
জখম তিনজনকে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয় । ঘটনায় ভাঙড় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । তদন্ত শুরু করেছে পুলিশ ।