বাসন্তী, 4 জুন : ধান খেত থেকে উদ্ধার মহিলার মুণ্ডহীন দেহ ৷ পাশের পুকুর থেকে মিলল মাথা ৷ ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে ৷ মৃতের নাম তনিমা সরকার (25) ৷ বাসন্তী এলাকার বাসিন্দা ছিলেন তিনি(Mysterious Death Of a Woman) ৷
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে ধান খেতে কিছু পড়ে থাকতে দেখেন কয়েকজন এলাকাবাসী ৷ তারাই পুলিশে খবর দেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ৷ ধান খেত থেকে মাথাহীন দেহটি উদ্ধারের পরে পুলিশ কাটা মাথার খোঁজ চালায় ৷ কিছুক্ষণ পরেই পার্শ্ববর্তী পুকুর থেকে উদ্ধার হয় কাটা মাথাটি ৷ স্থানীয়রা সনাক্ত করে জানান, দেহটি তনিমা সরকার (25) নামে এক মহিলার ৷
মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ময়না তদন্তে পাঠিয়েছে ৷ প্রথমিকভাবে পুলিশের অনুমান খুনের প্রমাণ লোপাট করতেই মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে অন্যত্র ফেলেছে আততায়ী ৷ তবে এই ঘটনার কে বা কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তদন্তের স্বার্থে ইতিমধ্যেই মৃতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷
আরও পড়ুন: Couple Bodies Found : প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বাঁকুড়ায়