ভাঙড় (দক্ষিণ 24 পরগনা), 11মে : করোনার দাপট বাড়ায় সকাল ও বিকালে দোকান, বাজার খোলার সময় নির্দিষ্ট করে দিয়েছে রাজ্য সরকার । সকালে 7টা থেকে 10টা এবং বিকেলে 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকানপাট, বাজার ৷ কিন্তু, সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে সময়ের পরেও দেদার বাজারহাট খোলা রাখার অভিযোগ উঠছে ভাঙড়ের বাজারে ৷
আগামী শুক্রবার ঈদ ৷ তার আগে ভাঙড়ের বাজারে জামাকাপড়ের দোকান থেকে শুরু করে গয়না এমনকি শাক-সবজি ও ফলের দোকানও খোলা রাখা হচ্ছে নিয়মের তোয়াক্কা না করেই ৷ এর জেরে ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষজন। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় শপথ নিয়েই করোনাবিধি মেনে দোকান খোলার সময় বেঁধে দিয়েছিলেন ৷ সকাল 7টা থেকে 10টা পর্যন্ত এবং বিকেলে 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বাজার ও দোকানপাট খোলার অনুমতি দিয়েছিল রাজ্য সরকার । কিন্তু, কে শোনে কার কথা ! সরকারি বিধিনিষেধের তোয়াক্কা না করেই ভাঙড়ের বাজারে চলছে দেদার বিকিকিনি ।
আরও পড়ুন : ম়ৃত্যুমিছিলেও করোনা বিধি শিকেয় ! উপচে পড়া ভিড় বেনাচিতি বাজারে
ঈদের বাজার উপলক্ষে ভাঙড় বাজারে তিলধারনের জায়গা নেই ৷ গায়ে গা লাগিয়ে চলছে কেনাকাটা । কাপড়ের দোকান থেকে গয়নার দোকান, লোকজনের ভিড়ে গিজগিজ করছে বাজার চত্বর । সব দোকান দিনভর খোলা থাকায় সংক্রমণের আশঙ্কা বাড়ছে ভাঙড় জুড়ে । এমনিতেই ভাঙড়ে করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে । এর পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও ৷