ETV Bharat / state

নিয়মের তোয়াক্কা না করেই সময়ের পরও বাজার খোলা ভাঙড়ে - ভাঙড় বাজার

আগামী শুক্রবার ঈদ ৷ তার আগে ভাঙড়ের বাজারে জামাকাপড়ের দোকান থেকে শুরু করে গয়না এমনকি শাক-সবজি ও ফলের দোকানও খোলা রাখা হচ্ছে নিয়মের তোয়াক্কা না করেই ৷ এর জেরে ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষজন। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও।

The market is open even after the time is over in bhangar in south 24 pargana
নিয়মের তোয়াক্কা না করেই সময়ের পরেও বাজার খোলা ভাঙড়ে
author img

By

Published : May 11, 2021, 2:08 PM IST

ভাঙড় (দক্ষিণ 24 পরগনা), 11মে : করোনার দাপট বাড়ায় সকাল ও বিকালে দোকান, বাজার খোলার সময় নির্দিষ্ট করে দিয়েছে রাজ্য সরকার । সকালে 7টা থেকে 10টা এবং বিকেলে 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকানপাট, বাজার ৷ কিন্তু, সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে সময়ের পরেও দেদার বাজারহাট খোলা রাখার অভিযোগ উঠছে ভাঙড়ের বাজারে ৷

আগামী শুক্রবার ঈদ ৷ তার আগে ভাঙড়ের বাজারে জামাকাপড়ের দোকান থেকে শুরু করে গয়না এমনকি শাক-সবজি ও ফলের দোকানও খোলা রাখা হচ্ছে নিয়মের তোয়াক্কা না করেই ৷ এর জেরে ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষজন। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় শপথ নিয়েই করোনাবিধি মেনে দোকান খোলার সময় বেঁধে দিয়েছিলেন ৷ সকাল 7টা থেকে 10টা পর্যন্ত এবং বিকেলে 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বাজার ও দোকানপাট খোলার অনুমতি দিয়েছিল রাজ্য সরকার । কিন্তু, কে শোনে কার কথা ! সরকারি বিধিনিষেধের তোয়াক্কা না করেই ভাঙড়ের বাজারে চলছে দেদার বিকিকিনি ।

নিয়মের তোয়াক্কা না করেই সময়ের পরেও বাজার খোলা ভাঙড়ে

আরও পড়ুন : ম়ৃত্যুমিছিলেও করোনা বিধি শিকেয় ! উপচে পড়া ভিড় বেনাচিতি বাজারে

ঈদের বাজার উপলক্ষে ভাঙড় বাজারে তিলধারনের জায়গা নেই ৷ গায়ে গা লাগিয়ে চলছে কেনাকাটা । কাপড়ের দোকান থেকে গয়নার দোকান, লোকজনের ভিড়ে গিজগিজ করছে বাজার চত্বর । সব দোকান দিনভর খোলা থাকায় সংক্রমণের আশঙ্কা বাড়ছে ভাঙড় জুড়ে । এমনিতেই ভাঙড়ে করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে । এর পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও ৷

ভাঙড় (দক্ষিণ 24 পরগনা), 11মে : করোনার দাপট বাড়ায় সকাল ও বিকালে দোকান, বাজার খোলার সময় নির্দিষ্ট করে দিয়েছে রাজ্য সরকার । সকালে 7টা থেকে 10টা এবং বিকেলে 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকানপাট, বাজার ৷ কিন্তু, সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে সময়ের পরেও দেদার বাজারহাট খোলা রাখার অভিযোগ উঠছে ভাঙড়ের বাজারে ৷

আগামী শুক্রবার ঈদ ৷ তার আগে ভাঙড়ের বাজারে জামাকাপড়ের দোকান থেকে শুরু করে গয়না এমনকি শাক-সবজি ও ফলের দোকানও খোলা রাখা হচ্ছে নিয়মের তোয়াক্কা না করেই ৷ এর জেরে ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষজন। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় শপথ নিয়েই করোনাবিধি মেনে দোকান খোলার সময় বেঁধে দিয়েছিলেন ৷ সকাল 7টা থেকে 10টা পর্যন্ত এবং বিকেলে 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বাজার ও দোকানপাট খোলার অনুমতি দিয়েছিল রাজ্য সরকার । কিন্তু, কে শোনে কার কথা ! সরকারি বিধিনিষেধের তোয়াক্কা না করেই ভাঙড়ের বাজারে চলছে দেদার বিকিকিনি ।

নিয়মের তোয়াক্কা না করেই সময়ের পরেও বাজার খোলা ভাঙড়ে

আরও পড়ুন : ম়ৃত্যুমিছিলেও করোনা বিধি শিকেয় ! উপচে পড়া ভিড় বেনাচিতি বাজারে

ঈদের বাজার উপলক্ষে ভাঙড় বাজারে তিলধারনের জায়গা নেই ৷ গায়ে গা লাগিয়ে চলছে কেনাকাটা । কাপড়ের দোকান থেকে গয়নার দোকান, লোকজনের ভিড়ে গিজগিজ করছে বাজার চত্বর । সব দোকান দিনভর খোলা থাকায় সংক্রমণের আশঙ্কা বাড়ছে ভাঙড় জুড়ে । এমনিতেই ভাঙড়ে করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে । এর পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.