ETV Bharat / state

যশের তাণ্ডবে নীড়হারা সুন্দরবনের পক্ষীকুল, কৃত্রিম বাসা বাঁধছেন পরিবেশপ্রেমী

author img

By

Published : Jun 2, 2021, 5:39 PM IST

Updated : Jun 2, 2021, 7:16 PM IST

যশের তাণ্ডবে সুন্দরবনে বহু মানুষের মতোই বাসাহারা হয়েছে পক্ষীকুল ৷ তাদের জন্য কৃত্রিম বাসার ব্যবস্থা করলেন এক যুবক ৷

The birds home devastated by Yaas, sundarban environmentalists making artificial nest
যশের তাণ্ডবে নীড়হারা সুন্দরবনের পক্ষীকুল, কৃত্রিম বাসা বাঁধছেন পরিবেশপ্রেমী

সুন্দরবন, 2 জুন : ঘূর্ণিঝড় যশের তাণ্ডবে সুন্দরবনে ঘরছাড়া হয়েছেন বহু মানুষ ৷ বাসা হারিয়েছে পক্ষীকুলও ৷ নীড়হারা পাখিদের বাসা ফিরিয়ে দিতে অভিনব উদ্যোগ নিলেন এক পরিবেশপ্রেমী যুবক ৷ গাছে কৃত্রিম বাসা তৈরিতে ব্যস্ত তিনি ৷

একের পর এক প্রাকৃতিক বিপর্যয় আছড়ে পড়েছে সুন্দরবনের উপর । যার জেরে বিপর্যস্ত সুন্দরবনের মানুষজন-সহ অন্যান্য জীবকুল । বিভিন্ন সময়ে সুন্দরবনের বুকে আছড়ে পড়া প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে কখনও অনাহারে হারাতে হচ্ছে প্রাণ । কখনও বা বেঁচে থাকার আশ্রয়টুকুও হারাতে হচ্ছে ।প্রকৃতির খোলা আকাশের নীচে বসবাস করতে হচ্ছে অনেককেই । চিরাচরিত ভাবে এমনই চলে আসছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ সুন্দরবনে ।

উত্তর ও দক্ষিণ 24 পরগনার 19টি ব্লক নিয়ে সুন্দরবন । ছোট-বড় মিলিয়ে বর্তমানে 102টি দ্বীপ রয়েছে । প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের বসবাস । এ ছাড়াও রয়েছে বন্যপ্রাণী ও বিভিন্ন ধরনের পক্ষীকুল । বিগত দিনের আয়লা, ফণি, বুলবুল, আম্ফানের মতো প্রাকৃতিক বিপর্যয় ‘যশ’ও সমগ্র সুন্দরবনের উপকুল এলাকায় তাণ্ডব চালিয়েছে 26 মে । জলোচ্ছ্বাস ও নদীবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে সমগ্র সুন্দরবন । প্রবল জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনবাসী ।

আরও পড়ুন: রাজ্যে শুরু প্রাক বর্ষার বৃষ্টি, চলবে আরও 3 দিন

জলের তোড়ে ভেসে গিয়েও প্রাণে বেঁচেছে বন্য হরিণ । তবে সুন্দরবনের গভীর অরণ্যে মিষ্টি জল না পেয়ে অনাহারে মারা গিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার । এ সবের মাঝে ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের সমস্ত প্রজাতির পক্ষীকুলও । যশের তাণ্ডব আর জলোচ্ছ্বাসে ভেঙে তছনছ হয়ে গিয়েছে অজস্র পাখির নীড় । নীড়হারা পাখিরা যাতে বাসায় ফিরতে পারে তার জন্য অভিনব উদ্যোগ নিলেন সুন্দরবনে এক যুবক । তৈরি করলেন কৃত্রিম বাসা । বাসার জন্য মাটির কলসি নিয়ে সুন্দরবন সংলগ্ন বিভিন্ন গাছে বেঁধে দিচ্ছেন । তাতে পাখিরা ফিরে পাবে তাদের আস্তনা, এমনই দাবি যুবকের ।

পাখিরা পাবে কৃত্রিম বাসা

ফারুক আহমেদ সরদার এমন অভিনব উদ্যোগ সম্পর্কে জানিয়েছেন, ”প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের যেমন ক্ষতি হয়েছে, তেমনই পাখিদেরও ক্ষতি হয়েছে । প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য পাখিদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে । সেই কারণে বাসাহীন পাখিরা যাতে বাসা ফিরে পায় তার জন্য এমন উদ্যোগ নিয়েছি ।”

সুন্দরবন, 2 জুন : ঘূর্ণিঝড় যশের তাণ্ডবে সুন্দরবনে ঘরছাড়া হয়েছেন বহু মানুষ ৷ বাসা হারিয়েছে পক্ষীকুলও ৷ নীড়হারা পাখিদের বাসা ফিরিয়ে দিতে অভিনব উদ্যোগ নিলেন এক পরিবেশপ্রেমী যুবক ৷ গাছে কৃত্রিম বাসা তৈরিতে ব্যস্ত তিনি ৷

একের পর এক প্রাকৃতিক বিপর্যয় আছড়ে পড়েছে সুন্দরবনের উপর । যার জেরে বিপর্যস্ত সুন্দরবনের মানুষজন-সহ অন্যান্য জীবকুল । বিভিন্ন সময়ে সুন্দরবনের বুকে আছড়ে পড়া প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে কখনও অনাহারে হারাতে হচ্ছে প্রাণ । কখনও বা বেঁচে থাকার আশ্রয়টুকুও হারাতে হচ্ছে ।প্রকৃতির খোলা আকাশের নীচে বসবাস করতে হচ্ছে অনেককেই । চিরাচরিত ভাবে এমনই চলে আসছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ সুন্দরবনে ।

উত্তর ও দক্ষিণ 24 পরগনার 19টি ব্লক নিয়ে সুন্দরবন । ছোট-বড় মিলিয়ে বর্তমানে 102টি দ্বীপ রয়েছে । প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের বসবাস । এ ছাড়াও রয়েছে বন্যপ্রাণী ও বিভিন্ন ধরনের পক্ষীকুল । বিগত দিনের আয়লা, ফণি, বুলবুল, আম্ফানের মতো প্রাকৃতিক বিপর্যয় ‘যশ’ও সমগ্র সুন্দরবনের উপকুল এলাকায় তাণ্ডব চালিয়েছে 26 মে । জলোচ্ছ্বাস ও নদীবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে সমগ্র সুন্দরবন । প্রবল জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনবাসী ।

আরও পড়ুন: রাজ্যে শুরু প্রাক বর্ষার বৃষ্টি, চলবে আরও 3 দিন

জলের তোড়ে ভেসে গিয়েও প্রাণে বেঁচেছে বন্য হরিণ । তবে সুন্দরবনের গভীর অরণ্যে মিষ্টি জল না পেয়ে অনাহারে মারা গিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার । এ সবের মাঝে ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের সমস্ত প্রজাতির পক্ষীকুলও । যশের তাণ্ডব আর জলোচ্ছ্বাসে ভেঙে তছনছ হয়ে গিয়েছে অজস্র পাখির নীড় । নীড়হারা পাখিরা যাতে বাসায় ফিরতে পারে তার জন্য অভিনব উদ্যোগ নিলেন সুন্দরবনে এক যুবক । তৈরি করলেন কৃত্রিম বাসা । বাসার জন্য মাটির কলসি নিয়ে সুন্দরবন সংলগ্ন বিভিন্ন গাছে বেঁধে দিচ্ছেন । তাতে পাখিরা ফিরে পাবে তাদের আস্তনা, এমনই দাবি যুবকের ।

পাখিরা পাবে কৃত্রিম বাসা

ফারুক আহমেদ সরদার এমন অভিনব উদ্যোগ সম্পর্কে জানিয়েছেন, ”প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের যেমন ক্ষতি হয়েছে, তেমনই পাখিদেরও ক্ষতি হয়েছে । প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য পাখিদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে । সেই কারণে বাসাহীন পাখিরা যাতে বাসা ফিরে পায় তার জন্য এমন উদ্যোগ নিয়েছি ।”

Last Updated : Jun 2, 2021, 7:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.