ETV Bharat / state

নদীর ভাঙন ঠেকাতে 40 হাজার ম্যানগ্রোভ রোপণের উদ্যোগ সুন্দরবন জেলা পুলিশের - 40 হাজার ম্যানগ্রোভ গাছ

সুন্দরবন পুলিশের পক্ষ থেকে জানানো হয়ছে, মূলত ভাঙন রুখতে নদী তীরবর্তী এলাকায় 40 হাজার ম্যানগ্রোভ রোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে । দুই শতাধিক গাছ লাগিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু করা হল ৷ এরপর ধাপে ধাপে বিভিন্ন এলাকায় ম্যানগ্রোভ রোপণ করা হবে ।

Sundarbans police has taken initiative to plant 40,000 mangrove trees
40 হাজার ম্যানগ্রোভ গাছ লাগানোর উদ্যোগ সুন্দরবন জেলা পুলিশের
author img

By

Published : Jun 20, 2021, 3:02 AM IST

রায়দিঘি, 19 জুন : ভাঙন রুখতে নদীর পারে 40 হাজার ম্যানগ্রোভ রোপণের উদ্যোগ নিল সুন্দরবন জেলা পুলিশ । শনিবার রায়দিঘি থানা এলাকায় কনকনদিঘি নদীর পারে আনুষ্ঠানিকভাবে ম্যানগ্রোভ রোপন করেন প্রশাসনিক আধিকারিকরা ।

শনিবার বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সুন্দরবন পুলিশ জেলার এসপি ভাস্কর মুখোপাধ্য়ায়, ডায়মন্ড হারবারের মহকুমাশাসক সুকান্ত সাহা ও রায়দিঘির বিধায়ক অলোক জলদাতাসহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ।

40 হাজার ম্যানগ্রোভ রোপণের উদ্যোগ সুন্দরবন জেলা পুলিশের ৷

আরও পড়ুন : নতুন করে প্লাবিত হল মিনাখাঁর একাধিক গ্রাম, আতঙ্কে সুন্দরবনবাসী

পুলিশের পক্ষ থেকে জানানো হয়ছে, মূলত ভাঙন রুখতে নদী তীরবর্তী এলাকায় 40 হাজার ম্যানগ্রোভ রোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে । দুই শতাধিক গাছ রোপণ করে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু করা হল ৷ এরপর ধাপে ধাপে বিভিন্ন এলাকায় ম্যানগ্রোভ রোপণ করা হবে । এর ফলে নদীর পারের ভাঙন আটকানো যাবে ৷

রায়দিঘি, 19 জুন : ভাঙন রুখতে নদীর পারে 40 হাজার ম্যানগ্রোভ রোপণের উদ্যোগ নিল সুন্দরবন জেলা পুলিশ । শনিবার রায়দিঘি থানা এলাকায় কনকনদিঘি নদীর পারে আনুষ্ঠানিকভাবে ম্যানগ্রোভ রোপন করেন প্রশাসনিক আধিকারিকরা ।

শনিবার বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সুন্দরবন পুলিশ জেলার এসপি ভাস্কর মুখোপাধ্য়ায়, ডায়মন্ড হারবারের মহকুমাশাসক সুকান্ত সাহা ও রায়দিঘির বিধায়ক অলোক জলদাতাসহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ।

40 হাজার ম্যানগ্রোভ রোপণের উদ্যোগ সুন্দরবন জেলা পুলিশের ৷

আরও পড়ুন : নতুন করে প্লাবিত হল মিনাখাঁর একাধিক গ্রাম, আতঙ্কে সুন্দরবনবাসী

পুলিশের পক্ষ থেকে জানানো হয়ছে, মূলত ভাঙন রুখতে নদী তীরবর্তী এলাকায় 40 হাজার ম্যানগ্রোভ রোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে । দুই শতাধিক গাছ রোপণ করে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু করা হল ৷ এরপর ধাপে ধাপে বিভিন্ন এলাকায় ম্যানগ্রোভ রোপণ করা হবে । এর ফলে নদীর পারের ভাঙন আটকানো যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.