ETV Bharat / state

বাড়ির ধ্বংসস্তূপ সরিয়ে বই-খাতা খুঁজে বের করতে মরিয়া সাগরের কোয়েলরা

যশের দাপটে কপাল পুড়েছে দক্ষিণ 24 পরগনার সাগরের বাসিন্দাদের ৷ ভিটে-মাটি হারিয়ে আজ তাঁরা সর্বহারা ৷ প্রকৃতির রোষে বই-খাতা চাপা পড়েছে ধ্বংস্তূপের নীচে ৷ আপাতত ঘরের ভাঙা দেওয়াল সরিয়ে সেসবই উদ্ধারের কাজে হাত লাগিয়েছেন দুর্গত পরিবারগুলির সদস্যরা ৷ চলছে জীবনে ফেরার মরিয়া চেষ্টা ৷

author img

By

Published : Jun 5, 2021, 7:23 PM IST

students of Sagar area affected by Cyclone Yaas
বাড়ির ধ্বংসস্তূপ সরিয়ে বই-খাতা খুঁজে বের করতে মরিয়া সাগরের কোয়েলরা

সাগর, 3 জুন : করোনা, লকডাউন, আমফান, যশ ৷ এ যেন মরার উপর একের পর এক খাঁড়ার ঘা ৷ যা সামলে ওঠা কার্যত দুষ্কর সাগরের হতদরিদ্র মানুষগুলোর পক্ষে ৷ গত 26 মে ওড়িশা উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় যশ ৷ যার রেশ গড়ায় এ রাজ্যেও ৷ প্রাণ বাঁচাতে ভিটে-মাটি ছেড়ে ত্রাণ শিবিরে গিয়ে আশ্রয় নিতে হয় দক্ষিণ 24 পরগনার সাগরের বাসিন্দাদের ৷ তারপর এক সময় ঝড় থামে ৷ আসে ঘরে ফেরার পালা ৷ কিন্তু ছেড়ে যাওয়া সেই ঘর কোথায় ? বদলে পড়ে রয়েছে এক রাশ মাটির ঢিবি ৷ চারিদিকে শুধুই ধ্বংসস্তূপ ৷

এই ধ্বংসস্তূপ সরিয়েই এখন বাঁচার রসদ খুঁজে চলেছেন সর্বাহারারা ৷ তল্লাশিতে হাত লাগিয়েছে পরিবারের খুদে সদস্যরাও ৷ তাদের লক্ষ্য অবশ্য অন্য ৷ তারা খুঁজছে তাদের হারিয়ে যাওয়া বই, খাতা, পেন, পেনসিল ৷ বেশিরভাগই মিলছে না ৷ যেটুকু উদ্ধার হচ্ছে, তাও কাদা মাখা, জলে ভেজা ৷ সেগুলোই টেনে বের করে পরিষ্কার করা হচ্ছে ৷ তারপর তা শোকানো হচ্ছে রোদ্দুরে ৷ বই শুকনো হলে ফের নিজেদের মতো করে শুরু হচ্ছে পড়াশোনা ৷

students of Sagar area affected by Cyclone Yaas
ধ্বংসস্তূপ সরিয়ে চলছে বই খোঁজা ৷

এই এলাকারই বাসিন্দা কোয়েল গিরি ৷ নবম শ্রেণির ছাত্রী সে ৷ যশের দাপটে ঘর ভেঙেছে তারও ৷ শেষ সম্বলটুকুও কেড়ে নিয়ে গিয়েছে ঘূর্ণিঝড় ৷ কীভাবে ঘুরে দাঁড়াবেন, তা জানা নেই কোয়েলের অভিভাবকদের ৷ তবুও তাঁরা হাল ছাড়তে নারাজ ৷ এক কাপড়ে, খোলা আকাশের নীচে দাঁড়িয়েই নতুন করে ঘর গড়ার স্বপ্ন দেখছেন তাঁরা ৷

students of Sagar area affected by Cyclone Yaas
রোদে শুকনো করা হচ্ছে ভেজা বই ৷

আরও পড়ুন : যশ বিধ্বস্ত সুন্দরবনে দুর্গতদের ত্রাণ দিয়ে সাহায্য জেলা তৃণমূলের

স্বপ্ন দেখছে কোয়েলরাও ৷ স্বপ্ন স্কুলে ফেরার, স্বপ্ন লেখা-পড়া করে গাড়ি-ঘোড়া চড়ার ৷ তাই কাদা মাখা, জলে ভেজা বইগুলোই আঁকড়ে ধরছে ওরা ৷ একইসঙ্গে ওদের আর্জি, পাশে দাঁড়াক প্রশাসন ৷ এগিয়ে আসুক সরকার ৷ পুনর্বাসনের পাশাপাশি দেওয়া হোক নতুন বই, খাতা ৷ তবে যতক্ষণ না সেই সহযোগিতা মিলছে, ততক্ষণ লড়াই জারি রাখবে কোয়েল আর তার বন্ধুরা ৷

বাড়ির ধ্বংসস্তূপ সরিয়ে বই-খাতা খুঁজে বের করতে মরিয়া সাগরের কোয়েলরা

সাগর, 3 জুন : করোনা, লকডাউন, আমফান, যশ ৷ এ যেন মরার উপর একের পর এক খাঁড়ার ঘা ৷ যা সামলে ওঠা কার্যত দুষ্কর সাগরের হতদরিদ্র মানুষগুলোর পক্ষে ৷ গত 26 মে ওড়িশা উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় যশ ৷ যার রেশ গড়ায় এ রাজ্যেও ৷ প্রাণ বাঁচাতে ভিটে-মাটি ছেড়ে ত্রাণ শিবিরে গিয়ে আশ্রয় নিতে হয় দক্ষিণ 24 পরগনার সাগরের বাসিন্দাদের ৷ তারপর এক সময় ঝড় থামে ৷ আসে ঘরে ফেরার পালা ৷ কিন্তু ছেড়ে যাওয়া সেই ঘর কোথায় ? বদলে পড়ে রয়েছে এক রাশ মাটির ঢিবি ৷ চারিদিকে শুধুই ধ্বংসস্তূপ ৷

এই ধ্বংসস্তূপ সরিয়েই এখন বাঁচার রসদ খুঁজে চলেছেন সর্বাহারারা ৷ তল্লাশিতে হাত লাগিয়েছে পরিবারের খুদে সদস্যরাও ৷ তাদের লক্ষ্য অবশ্য অন্য ৷ তারা খুঁজছে তাদের হারিয়ে যাওয়া বই, খাতা, পেন, পেনসিল ৷ বেশিরভাগই মিলছে না ৷ যেটুকু উদ্ধার হচ্ছে, তাও কাদা মাখা, জলে ভেজা ৷ সেগুলোই টেনে বের করে পরিষ্কার করা হচ্ছে ৷ তারপর তা শোকানো হচ্ছে রোদ্দুরে ৷ বই শুকনো হলে ফের নিজেদের মতো করে শুরু হচ্ছে পড়াশোনা ৷

students of Sagar area affected by Cyclone Yaas
ধ্বংসস্তূপ সরিয়ে চলছে বই খোঁজা ৷

এই এলাকারই বাসিন্দা কোয়েল গিরি ৷ নবম শ্রেণির ছাত্রী সে ৷ যশের দাপটে ঘর ভেঙেছে তারও ৷ শেষ সম্বলটুকুও কেড়ে নিয়ে গিয়েছে ঘূর্ণিঝড় ৷ কীভাবে ঘুরে দাঁড়াবেন, তা জানা নেই কোয়েলের অভিভাবকদের ৷ তবুও তাঁরা হাল ছাড়তে নারাজ ৷ এক কাপড়ে, খোলা আকাশের নীচে দাঁড়িয়েই নতুন করে ঘর গড়ার স্বপ্ন দেখছেন তাঁরা ৷

students of Sagar area affected by Cyclone Yaas
রোদে শুকনো করা হচ্ছে ভেজা বই ৷

আরও পড়ুন : যশ বিধ্বস্ত সুন্দরবনে দুর্গতদের ত্রাণ দিয়ে সাহায্য জেলা তৃণমূলের

স্বপ্ন দেখছে কোয়েলরাও ৷ স্বপ্ন স্কুলে ফেরার, স্বপ্ন লেখা-পড়া করে গাড়ি-ঘোড়া চড়ার ৷ তাই কাদা মাখা, জলে ভেজা বইগুলোই আঁকড়ে ধরছে ওরা ৷ একইসঙ্গে ওদের আর্জি, পাশে দাঁড়াক প্রশাসন ৷ এগিয়ে আসুক সরকার ৷ পুনর্বাসনের পাশাপাশি দেওয়া হোক নতুন বই, খাতা ৷ তবে যতক্ষণ না সেই সহযোগিতা মিলছে, ততক্ষণ লড়াই জারি রাখবে কোয়েল আর তার বন্ধুরা ৷

বাড়ির ধ্বংসস্তূপ সরিয়ে বই-খাতা খুঁজে বের করতে মরিয়া সাগরের কোয়েলরা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.