ETV Bharat / state

Tuberculosis Student: যক্ষ্মা আক্রান্ত ছাত্রকে পরীক্ষায় বসতে দিলেন না অধ্যক্ষ ! - কুলপির খবর

যক্ষ্মা (Tuberculosis) আক্রান্ত ছাত্রকে পরীক্ষায় বসতে দেওয়া হল না ! কাঠগড়ায় সরকারি কলেজের অধ্যক্ষ ৷ দক্ষিণ 24 পরগনার কুলপির (Kulpi) গভর্নমেন্ট আইটিআই কলেজের ঘটনা ৷

student suffering from Tuberculosis being resisted to attend exam in government iti college
Tuberculosis: যক্ষা আক্রান্ত ছাত্রকে পরীক্ষায় বসতে দিলেন না অধ্যক্ষ !
author img

By

Published : Dec 1, 2022, 3:29 PM IST

কুলপি (দক্ষিণ 24 পরগনা), 1 ডিসেম্বর: যক্ষ্মা রোগে (Tuberculosis) আক্রান্ত ছাত্র ৷ সেই 'অপরাধে' তাঁকে পরীক্ষায় বসতে দিলেন না কলেজের অধ্যক্ষ ! সরকারি কলেজের একজন অধ্যাপকের এমন আচরণে হতবাক ওই তরুণ ৷ পরীক্ষায় বসতে দেওয়ার দাবি জানিয়ে কলেজের গেটের সামনেই ধরনায় বসেছেন তিনি ৷ ছেলের পাশে রয়েছেন তাঁর মা-ও ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার কুলপির (Kulpi) গভর্নমেন্ট আইটিআই কলেজে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরীক্ষায় বসতে না-পারা ওই ছাত্র রামনগর থানা এলাকার বাসিন্দা ৷ এসি ও রেফ্রিজারেটর সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করতে কুলপির এই সরকারি কলেজে ভর্তি হন তিনি ৷ 6 মাস আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ওই তরুণ ৷ স্বাস্থ্যপরীক্ষায় জানা যায়, তিনি যক্ষ্মা রোগে আক্রান্ত ৷ এরপর থেকেই চিকিৎসা শুরু হয় তাঁর ৷ কিন্তু সেই খবর কলেজ কর্তৃপক্ষের কানে যেতেই শুরু হয় সমস্যা ৷ এই ঘটনার জেরে কলেজ থেকে তাঁর নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ওই ছাত্র ৷ এমনকী, তাঁকে পরীক্ষাতেও বসতে দেওয়া হয়নি ৷

আরও পড়ুন: যক্ষ্মামুক্ত সমাজের বার্তা দিয়ে পুরীর সৈকতে স্যান্ড আর্ট

ঘটনা জানার পরই কলেজে গিয়েছিলেন ওই তরুণ ৷ কিন্তু, তাঁকে গেটের ভিতর ঢুকতেই দেওয়া হয়নি ! এই অবস্থায় শুরু হয় প্রথম সেমিস্টারের পরীক্ষা ৷ পরীক্ষা দিতে যথা সময়ে কলেজে পৌঁছেও যান ওই ছাত্র ৷ কিন্তু, এদিনও তাঁকে কলেজের ভিতর ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ ৷ এরপরই ধরনায় বসেন ওই ছাত্র ৷

এই ঘটনায় স্বাভাবিকভাবে কলেজ কর্তৃপক্ষ, বিশেষ করে অধ্যক্ষ সৌরভ কুণ্ডুর মানসিকতা নিয়ে প্রশ্ন উঠছে ৷ ইটিভি ভারতের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে কথা বলার চেষ্টা করা হলেও কোনও সদুত্তর দিতে পারেননি অধ্যক্ষ ৷ একটা সময় যক্ষ্মাকে যমের মতোই ভয় পেত মানুষ ৷ আক্রান্তকে কার্যত অচ্ছুৎ করে রাখা হত ! কিন্তু, বর্তমানে এই রোগের সম্পূর্ণ চিকিৎসা সম্ভব ৷ এমনকী, সরকারের তরফে একেবারে বিনামূল্যে সেই পরিষেবা দেওয়া হয় ৷ আমজনতাকে এ নিয়ে সচেতন করতে ব্যাপক প্রচারও করা হয় ৷ টিভিতে সচেতনতামূলক ঝকঝকে বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা বলিউডের কিংবদন্তী সুপারস্টারকে ৷ তারপরও সরকারি কলেজে একজন ছাত্রের সঙ্গে এমন আচরণ হওয়ায় এইসব প্রচারের সার্থকতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে ৷

কুলপি (দক্ষিণ 24 পরগনা), 1 ডিসেম্বর: যক্ষ্মা রোগে (Tuberculosis) আক্রান্ত ছাত্র ৷ সেই 'অপরাধে' তাঁকে পরীক্ষায় বসতে দিলেন না কলেজের অধ্যক্ষ ! সরকারি কলেজের একজন অধ্যাপকের এমন আচরণে হতবাক ওই তরুণ ৷ পরীক্ষায় বসতে দেওয়ার দাবি জানিয়ে কলেজের গেটের সামনেই ধরনায় বসেছেন তিনি ৷ ছেলের পাশে রয়েছেন তাঁর মা-ও ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার কুলপির (Kulpi) গভর্নমেন্ট আইটিআই কলেজে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরীক্ষায় বসতে না-পারা ওই ছাত্র রামনগর থানা এলাকার বাসিন্দা ৷ এসি ও রেফ্রিজারেটর সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করতে কুলপির এই সরকারি কলেজে ভর্তি হন তিনি ৷ 6 মাস আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ওই তরুণ ৷ স্বাস্থ্যপরীক্ষায় জানা যায়, তিনি যক্ষ্মা রোগে আক্রান্ত ৷ এরপর থেকেই চিকিৎসা শুরু হয় তাঁর ৷ কিন্তু সেই খবর কলেজ কর্তৃপক্ষের কানে যেতেই শুরু হয় সমস্যা ৷ এই ঘটনার জেরে কলেজ থেকে তাঁর নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ওই ছাত্র ৷ এমনকী, তাঁকে পরীক্ষাতেও বসতে দেওয়া হয়নি ৷

আরও পড়ুন: যক্ষ্মামুক্ত সমাজের বার্তা দিয়ে পুরীর সৈকতে স্যান্ড আর্ট

ঘটনা জানার পরই কলেজে গিয়েছিলেন ওই তরুণ ৷ কিন্তু, তাঁকে গেটের ভিতর ঢুকতেই দেওয়া হয়নি ! এই অবস্থায় শুরু হয় প্রথম সেমিস্টারের পরীক্ষা ৷ পরীক্ষা দিতে যথা সময়ে কলেজে পৌঁছেও যান ওই ছাত্র ৷ কিন্তু, এদিনও তাঁকে কলেজের ভিতর ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ ৷ এরপরই ধরনায় বসেন ওই ছাত্র ৷

এই ঘটনায় স্বাভাবিকভাবে কলেজ কর্তৃপক্ষ, বিশেষ করে অধ্যক্ষ সৌরভ কুণ্ডুর মানসিকতা নিয়ে প্রশ্ন উঠছে ৷ ইটিভি ভারতের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে কথা বলার চেষ্টা করা হলেও কোনও সদুত্তর দিতে পারেননি অধ্যক্ষ ৷ একটা সময় যক্ষ্মাকে যমের মতোই ভয় পেত মানুষ ৷ আক্রান্তকে কার্যত অচ্ছুৎ করে রাখা হত ! কিন্তু, বর্তমানে এই রোগের সম্পূর্ণ চিকিৎসা সম্ভব ৷ এমনকী, সরকারের তরফে একেবারে বিনামূল্যে সেই পরিষেবা দেওয়া হয় ৷ আমজনতাকে এ নিয়ে সচেতন করতে ব্যাপক প্রচারও করা হয় ৷ টিভিতে সচেতনতামূলক ঝকঝকে বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা বলিউডের কিংবদন্তী সুপারস্টারকে ৷ তারপরও সরকারি কলেজে একজন ছাত্রের সঙ্গে এমন আচরণ হওয়ায় এইসব প্রচারের সার্থকতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.